‘মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই'



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসায় পড়ালেখা ছাড়া কোন বিকল্প নেই। শুধু মাদরাসায় পড়াশোনা করলেই হবে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।

রোববার (১৯ মার্চ) তাহেরিয়া সাবেরিয়া সুন্নি মডেল মাদসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ঈমান আক্বিদা সংরক্ষণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মাদরাসা শিক্ষার মধ্যেই মূলত মানুষের কল্যাণে প্রয়োজনীয় সার্বিক বিষয়ে শিক্ষার ব্যবস্থা রয়েছে। আলেমগণ মাদরাসা-মসজিদে আদর্শ জাতি গঠন শৃঙ্খলাময়ী সমাজ বিনির্মাণ পরস্পরের প্রতি সৌহার্দ্য ভালোবাসা সহযোগিতা ও সহমর্মিতার শিক্ষা দেয়।

বক্তব্যে কাউন্সিলর মোবারক আলী বলেন, এ এলাকায় এটি একটি আধুনিক মডেল মাদরাসা, আরও আধুনিকায়ন করতে সকল সহযোগিতায় পাশে থাকবেন। নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসায় পড়ালেখা ছাড়া কোন বিকল্প নেয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মোবারক আলী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার আবদুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন, সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজবী, চট্টগ্রাম মোজাহেদ আয়ুর্বেদীয় কলেজের প্রভাষক ড. নাছির আহম্মদ মুজিবুর হক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামসহ অনেকে।

গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন বন্ধ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমকি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জুন সোমবার থেকে ৮ জুন  বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। 

রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

;

গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিল্লাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-চট্টগ্রাম রেল সড়কে উপজেলার ভবানিপুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া মহল্লার মৃত আলম খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাতে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবিরতি করে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বিল্লাল হোসেন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুরঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

নির্বাচনকালীন সরকার কখন হবে সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখন তিনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকারে শুধু জনগণের প্রতিনিধিদের থাকা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

আনিসুল হক বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, তবে তিনি তার প্রয়োজন মতো ক্যাবিনেট গঠন করতে পারেন। তাই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার করবে। অপব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।

;

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গারোবাজার-কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), মো. রমজান আলীর ছেলে হাবিব (১৬)। আহত হলেন, আনিসুর রহমানের ছেলে মো. সাদিক (১৮)। তারা তিন বন্ধু ছিলেন। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়েছে।

এ ঘটনায় মধুপুর থানার (এসআই) মামুন জানান, মোটরসাইকেলযোগে তিনবন্ধু লেগুরবাজার থেকে গারোবাজার যাচ্ছিল। পথিমধ্যে তারা হাজাবাড়ী মোড় নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যান এবং আহত হন আরেক বন্ধু।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তারা অনলাইন ভিত্তিক ফিন্যান্সিয়াল কাজের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

;