মিরপুরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের



এসএম জামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
মিরপুরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

মিরপুরে গম চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

  • Font increase
  • Font Decrease

বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ার মিরপুরে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়েছে। ফলে এ মৌসুমে ব্যাপক মুনাফার আশা করছেন তারা।

জানা গেছে, আগে এই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হতো। এছাড়াও একটা সময় গমের চাষও করা হতো। কয়েক বছর আগে গমের ব্লাস্ট রোগের কারণে চাষিরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে আবার কৃষি অফিসারের পরামর্শে কৃষকেরা গম চাষে ঝোঁকেন। তবে এই মৌসুমে গম চাষে বাম্পার ফলন হওয়ার আশা কৃষি অধিদপ্তরের।

কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া থাকায় এ বছর আবারও গম চাষে ঝুঁকেছেন কৃষকরা। তবে এবছর জেলায় কোথাও ব্লাস্টের আক্রমণ দেখা দেয়নি। তবে শহরের কয়েকটি এলাকার গমে মরিচা রোগ দেখা দিয়েছে। কৃষি অফিসের তৎপরতায় তা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন কৃষকরা।

মিরপুর উপজেলার মশান এলাকার কৃষক. আব্দুল মান্নান জানান, এবছর তিনি এক বিঘা জমিতে গমের আবাদ করেছেন। সাধারণত শীতে গমের ক্ষেত নষ্ট হলেও এবার তেমন কোনও ক্ষতি হয়নি। ফলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

মিরপুর উপজেলা উপসহকারী কৃষি অফিসার ময়নুল ইসলাম রাজিব বলেন, ‘রাজস্ব খাতের অর্থায়নে গম প্রদর্শনী বারিগম:৩৩ আবাদ করে বেশ সাড়া পাওয়া গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।


জানা গেছে, মিরপুর উপজেলার চলতি ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ১০৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর উপজেলার আমলা গ্রামের গম চাষি আশিকুল ইসলাম জানান, আগের কয়েক মৌসুমগুলোতে গমের রোগ (ব্লাষ্ট) হওয়ায় লোকসান হয়েছিল। এখন কৃষি অফিসের পরামর্শে আবারও গম চাষ শুরু করেছেন। গেলো বছর গমের আবাদ ভালো হওয়ায় এবারও গমের আবাদ করেছি। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে গমের চাষে লাভের মুখ দেখবেন তারা।

চাষি ফারুক মৃধা জানান, এই বছর রোগের আক্রমণ না হওয়ায় ভালো ফলন ও মুনাফার আশা করছেন তিনি।

মিরপুরের কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চলতি মৌসুমে এই অঞ্চলে ব্যাপকহারে গমের চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে এই মৌসুমে কৃষকদের গম চাষের প্রতি আগ্রহী করে তোলা হয়।’ এই উপজেলায় বিপুল পরিমাণ তামাক চাষ হয়ে থাকে। আমরা তামাকের বিকল্প ফসলে উৎপাদনে কৃষকদের অন্যান্য ফসল আবাদের জন্য সহায়তার পাশাপাশি উদ্বুদ্ধ করছি।‘চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা অনেকগুণ বেড়েছে বলেও জানান তিনি।’

সুলতানার মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫-এর ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নওগাঁয় র‌্যাবের হাতে আটক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫-এর ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) জয়পুরহাট ক্যাম্প থেকে রাজশাহীতে র‌্যাব-৫ ব্যাটালিয়ন দফতরে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, এ ঘটনা তদন্তে র‌্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে। তদন্তের স্বার্থে জয়পুরহাট থেকে ১১ জনকে রাজশাহীতে ব্যাটালিয়ন দফতরে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তারা আবার কর্মস্থলে ফিরে যাবেন।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক অবস্থায় র‌্যাব সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে র‌্যাব পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৪ মার্চ তিনি মারা যান।

এদিকে গত ২৩ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মো. এনামুল হক রাজপাড়া থানায় জেসমিন সুলতানার বিরুদ্ধে একটি মামলা করেন। এ ঘটনায় জেসমিন সুলতানার 'সহযোগী' আল আমিনকে বুধবার ঢাকা থেকে আটক করে র‌্যাব।

জেসমিন সুলতানার পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

;

বাঙালির বিশ্বসভা দিবসের প্রতিপাদ্য ঘোষণা শুক্রবার



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
২০১৯ সালের ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বঙ্গীয়র বিশ্বসভার অধিবেশনে চিত্র।

২০১৯ সালের ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বঙ্গীয়র বিশ্বসভার অধিবেশনে চিত্র।

  • Font increase
  • Font Decrease

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বাঙালির বিশ্বসভা দিবস  ৩১ মার্চ।  এই দিবসে বিশ্বশান্তি কামনা করে এবং কেন্দ্রীয়ভাবে বছরব্যাপী কর্মসূচির প্রতিপাদ্য ঘোষণা করা হয়ে থাকে।

২০২৩ সালের প্রতিপাদ্য ঘোষণা করেছেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন, আন্তর্জাতিক সভাপতি অধ্যাপক ড. গওহর রিজভী,  মুখ্যউপদেষ্টা কবি আজিজুর রহমান আজিজ, ভারতের সমন্বয়ক অধ্যাপক ড. মহুয়া মখার্জী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বাঙালির বিশ্বসভা দিবসের ২০২৩ সালের প্রতিপাদ্য ‘বহুভাষার সংস্কৃতি রক্ষায় বিশ্বজাতিক ঐক্য ’। ২০২৩ সালের ৩১ মার্চ থেকে আগামী ২০২৪ সালের ৩০ মার্চ পর্যন্ত উপরিউক্ত প্রতিপাদ্য অনুযায়ি বঙ্গীয়'র সকল কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে অনুষ্ঠিত  বাঙালি লেখক শিল্পীর বিশ্বসভায় সিদ্ধান্ত গৃহিত হয়। এই সভায় বাংলাদেশ, ভারতসহ ১৯ টি দেশে তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

২০২৩ সালের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে, বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক রবীন্দ্র সম্মিলন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ভাবনায় বিশ্বসভা'র অধিবেশন; দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত ;  ভারতের শান্তিনিকেতনে বাঙালির বহুজাতিক সভা; ত্রিপুরায় সংস্কৃতি উৎসব; মুম্বাইয়ে বাঙালির বিশ্বায়ন সম্মিলন; দিল্লীতে বহুজাতিক ভাষা ও সংস্কৃতির সম্প্রীতি সম্মিলন;  কানাডার টরেন্টো,  অটোয়া, মন্ট্রিয়ল; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক,  ক্যালিফোর্নিয়া; অস্ট্রেলিয়ার সিডনি; কাতারের দোহা,  সৌদির রিয়াদ, চীনের বেইজিং, জার্মানির বার্লিন,  নেপালের কাঠমুন্ডু, ভুটানের থিম্পু, মালয়েশিয়ার কুয়ালালামপুর;  যুক্তরাজ্যের লন্ডন, তানজানিয়া,  উগান্ডা,  কেনিয়া, দক্ষিণ আফ্রিকা,  জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের ৫০টি স্থানে বছরব্যাপী কার্যক্রম পরিচালিত হবে। 

;

তিন মাসে মেট্রোরেলে আয়ের চেয়ে ব্যয় বেশি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশের প্রথম মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার (রাউন্ড ফিগার) জন। আর সবমিলিয়ে গত তিন মাসে এই গণপরিবহনে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। যার মধ্যে ব্যয়ের একটি বড় অংশ হলো বিদ্যুৎ বিল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল পরিচালনায় সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে বিদ্যুৎ বিলে। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দামও বেড়েছে। সংশ্লিষ্টদের আমরা ডেকেছি, বিদ্যুতের ক্ষেত্রে আমাদের একটা মূল্য ঠিক করে দেওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রধান ব্যয় মেট্রোরেলে কর্মরতদের বেতন বাবদ। এছাড়াও অন্য খরচ রয়েছে।

মেট্রোরেলের আয়-ব্যয় এখন পর্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ নয় জানিয়ে এম এ এন সিদ্দিক বলেন, পরিপূর্ণভাবে মেট্রোরেল চালু না হলে বোঝা যাবে না, একটা প্রকৃত চিত্র পাওয়া যায় না। পরিকল্পনার অংশ হিসেবে আমাদের আরও দুটা স্টেশন চালু হচ্ছে। যেখানে নতুন নতুন যাত্রী যোগ হবে। অন্যদিকে এখন রমজান মাস। প্রথম দিকে একটা ট্যুরিস্ট পয়েন্টের মতো ব্যাপক জনসমাগম হতো। যে জায়গাতে এখন ভাটা পড়েছে। তবে নিয়মিত যাত্রীরা যাতায়াত করছেন।

;

‘জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক শামসকে ছেড়ে দেওয়া হয়েছিল’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, গত ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ছেড়ে দেয়। এরপর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হওয়ার পর তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিককে আটক রাখা এবং ২০ ঘণ্টা পর্যন্ত কোনো তথ্য না পাওয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি গতকাল স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই-একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায়-কখন হচ্ছে সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব সাংবাদিক সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ করেন, তাদের ভয় পাওয়ার দরকার নেই।

গত ২৯ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে শামসকে সাদা পোশাকে সিআইডি তুলে নিয়ে যায়।

বিকালে দৈনিক প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন যুবলীগ নেতা।

বৃহস্পতিবার ঢাকার একটি আদালত শামসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

;