এক মামুনের দুই এয়ারলাইন্স!

এক মামুনের দুই এয়ারলাইন্স!
বাংলাদেশ এভিয়েশনের ক্ষুদ্র জগতে একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দুইটি প্রাইভেট এয়ারলাইন্সের স্বত্বাধিকারী একজন এমডি আব্দুল্লাহ আল মামুন। এয়ারলাইন্স দুটি হচ্ছে: ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার এ্যাস্ট্রা এয়ারলাইন্স। এয়ারলাইন্স দুইটির মালিকানা হচ্ছে: ইউএস-বাংলা গ্রুপের। এই গ্রুপের অন্যান্য ব্যবসায়ের মধ্যে রয়েছে ইউএস-বাংলা অ্যাসেট নামের ভূমির ব্যবসা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালিকানা এমডি আবদুল্লাহ আল মামুনের কথা প্রথম থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলেও এয়ার এ্যাস্ট্রার মালিকানার বিষয়টি বেশ সতর্কভাবে গোপন রেখে সামনে হাজির করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইমরান আসিফকে।
তবে প্রথম থেকেই এই মালিকানার বিষয়টি সামনে আসলেই বলা হয়েছে জাপান প্রবাসী একজন বাংলাদেশির কথা। কখনো বলা হয়েছে তার নাম হুমায়ুন কবির, কখনো হারুনর রশিদ। এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইটে এই নামটি কিছুদিন দেখাও যায়।
এভিয়েশন সংশ্লিষ্ট সবাই এখন স্পষ্ট জেনেছেন যে, এমডি আবদুল্লাহ আল মামুনই এই দুইটি এয়ারলাইন্সের একক মালিক। তিনি অবশ্য বাইরে এক-দুইটি নাম এমনিতে প্রচার করছেন মূল মালিকানার বিষয়টি থেকে সবার দৃষ্টি সরিয়ে রাখতে।
দুইটি এয়ারলাইন্সের প্রয়োজনের সঙ্গে সংগতি রেখে সব পর্যায়ের স্টাফও রিক্রুট করা হয়েছে।
এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি আবদুল্লাহ আল মামুনের একাধিক মোবাইল নাম্বারে ফোন করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠালেও পাওয়া যায় নাই।
এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফেরও একই অবস্থা। তিনি এসএমএস’এর জবাবে ফোন করবেন জানালেও আর যোগাযোগ করেননি।