টাঙ্গাইলে কবিরাজের অপচিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ছবি: বার্তা২৪.কম
টাঙ্গাইলের সখীপুরে কবিরাজের অপচিকিৎসায় তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা ওই গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। এ ঘটনায় পার্শ্ববর্তী বেড়বাড়ী গ্রামের তাহের কবিরাজের ছেলে আসমান আলী কবিরাজের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই দিনই লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর হতেই তাসলিমা আক্তার মানসিক অসুখে ভুগছিলেন। তার ওপর ভূতে আছর করেছে বলে দাবি করেন বেড়বাড়ী গ্রামের আসমান আলী নামের এক কবিরাজ। বেশ কিছুদিন ধরেই ওই কবিরাজ তাকে নানা ঝাড়ফুক দিচ্ছেন। মঙ্গলবার (২ আগস্ট) ওই কবিরাজ রোগীর ভূত ছাড়াতে পেঁয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস নাক দিয়ে ঢাললে তাসলিমা আক্তার অচেতন হয়ে পড়ে। পরদিন বুধবার (৩ আগস্ট) তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাসলিমার স্বামী রাসেল আহমেদ বলেন, কবিরাজ ভূত ছাড়াতে আমার স্ত্রীর নাক দিয়ে পেঁয়াজের রস, চুনসহ বিভিন্ন গাছন্তের রস ঢাললে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সে মারা যায়।
এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।