আতঙ্কিত না হওয়ার আহ্বান এসপি শাকিলুজ্জামানের

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান
রাজবাড়ীর বালিয়াকান্দির রায়পুরের একটি বাড়িতে কৌশলে টিউবওয়েলের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে একটি প্রতারক চক্র। ওই টিউবওয়েলের পানি পান করলে এতে পরিবারের সাতজন সদস্য অচেতন হয়ে পড়ে। এই সুযোগে গভীর রাতে ওই পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে যায় প্রতারক চক্রটি।
সোমবার (১ আগস্ট) এমন ঘটনা ঘটার পর বালিয়াকান্দিতে বিষয়টি আলোচনায় এসেছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপার পুলিশ কতটা তৎপর সেটি নিয়ে কথা বলেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
তিনি বলেন, চক্রটি সক্রিয় রয়েছে। এদের ধরতে পুলিশও কাজ করে যাচ্ছে। বালিয়াকান্দি থানায় আমাদের তিনটি টিম রাতভর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। এমনকি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) সারারাত দায়িত্ব পালন করছেন। আমি নিজে বিষয়টি মনিটরিং করছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ আপনাদের পাশে রয়েছে।
সাধারণ মানুষকে আরও অধিক সচেতন হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ সুপার বলেন, অপরিচিত লোকের সাথে কথা বলার সময় দূরত্ব বজায় রাখবেন। সম্ভব হলে রাতের বেলায় অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। প্রয়োজনে এড়িয়ে যাবেন। রাতে হঠাৎ করে টিউবওয়েলের পানি পান করা বন্ধ রাখা ভালো। সকালে পানি পান করার সময় দীর্ঘক্ষণ টিউবওয়েল চেপে পানি ফেলে পান করবেন।
বড় বড় বাজারে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাজবাড়ীর কোন ঘটানায় অপরাধীরা ছাড় পায়নি। আগামীতেও পাবে না। অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন একদিন তাদের ধরা পড়তেই হবে। রাতের বেলায় পুলিশ দায়িত্ব পালন করার সময় কোন প্রতিবন্ধকতার মধ্যে পড়লে পুলিশ শক্ত হাতে জবাব দিবে।