কর্ণফুলী নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে নদীর পাইলট ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এখনো ওই ব্যক্তিক নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার শরীরের কোন কাপড় ছিল না। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী, মাথায় পিছনের অংশে চুল আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি আছে। মরদেহটি ৪-৫ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, খবর পেয়ে নদীতে থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি ৪-৫ দিন আগের বলে ধারণা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পিবিআই ও সিআইডিকে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার জন্য খবর দেয়া হয় বলে জানান ওসি।