সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে জেসিএক্স
সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে জেসিএক্স
ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষের মাঝে খাবার আর সুপেয় পানির তীব্র সংকট। এমন অবস্থায় বন্যার্ত মানুষের মাঝে খাবার ও বোতলজাত পানি বিতরণ করেছে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড।
শনিবার (২৫ জুন) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার প্রত্যন্ত এলাকার বন্যাদুর্গত ১ হাজারের বেশি পরিবারের মাঝে চাল, ডাল, লবন, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কাজে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার রাশেদুল আমিন সাইফ, ম্যানেজার ওয়াহিদুর রহমান, এক্সিকিউটিভ শেখ সাফিয়াত আহমেদ, আর্কিটেক শান্ত নিয়োজিত ছিলেন।
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জেসিএক্স প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ায়। তারই অংশ হিসেবে এবার সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।