রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল সামিট অয়েল অ্যান্ড শিপিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল সামিট অয়েল অ্যান্ড শিপিং

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল সামিট অয়েল অ্যান্ড শিপিং

দেশের জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮’ পেয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় জ্বালানি তেল আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল)।

সোমবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোম্পানির পরিচালক (অপারেশন্স) সালমান খান বলেন, নিরাপদ জ্বালানি সরবরাহ ও সংরক্ষণের চেষ্টা এবং শিল্প-কারখানাগুলোকে সহযোগিতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। এজন্য আমরা কৃতজ্ঞ।

বর্তমানে বেসরকারি খাতে ৮টি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করছে এসওএসসিএল। এছাড়া ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পরিবহন সক্ষমতার ২২টি জাহাজ পরিচালনা করছ। কোম্পানিটির মোট এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণ ক্ষমতা রয়েছে।