সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় পৃথক ভাবে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তবে এ রিমান্ড একসঙ্গে কার্যকর হবে।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। সেই মামলার ১নং আসামি ছিলেন জোয়ারদার।

মেজর নাঈম আহমেদ জানান, নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। পরে মধ্যরাতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিন্তু আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। তবে পৃথক ভাবে চার দিনের পরিবর্তে একইসঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।

উল্লেখ্য, গত আগস্ট মাসের ৪ তারিখ বিকেলে আওয়ামী লীগের মিছিল শেষে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে।