ইসরায়েলের হামলায় নিহত ৫০ শিশু: ইউনিসেফের নিন্দা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের হামলায় নিহত ৫০ শিশু: ইউনিসেফের নিন্দা, ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় নিহত ৫০ শিশু: ইউনিসেফের নিন্দা, ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় গাজার জাবালিয়ায় অন্তত ৫০ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

রোববার (৩ নভেম্বর) ইউসেফের বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ইউনিসেফ নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ৪৮ ঘণ্টায় আকাশ পথে হামলায় জাবালিয়ায় অন্তত ৫০ শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুধু তাই-ই নয়, জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিচালনায় মানবিক যুদ্ধবিরতি চলাকালে পোলিও ভ্যাকসিনেশন সেন্টারে স্টান গ্রেনেডও ছুড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের উত্তরাঞ্চল থেকে সাধারণ লোকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাভাল ফোর্সের সদস্যরা লেবাননের বাটরুন শহর থেকে হিজবুল্লাহর এক সিনিয়র সদস্যকে আটক করে নিয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৩শ ১৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ২ হাজার ১৯ জন।

অন্যদিকে, হামাসের হামলায় ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। সেইসঙ্গে প্রায় ২শ ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে গেছে।

ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজার ৯শ ৬৮ জন নিহত এবং ১৩ হাজার ৩শ ১৯ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।