আবারও আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা, শিশুসহ নিহত ২৬
গাজায় একটি স্কুলের আশ্রয়কেন্দ্রকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন ৯২ জন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গাজার সরকারী মিডিয়া অফিস এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানান, "ইসরায়েলি বাহিনী জেনেই স্কুলের আশ্রয়কেন্দ্রে হামলা করেছে। তারা জানতো এ স্থানটিতে হাজার হাজার নারী ও শিশু তাদের ঘর-বাড়ি ছেড়ে এখানে এসে আশ্রয় নিচ্ছে। তারপরও তারা হামলা চালিয়েছে। আর তারা বোমা হামলার জন্য এমন একটি সময়কে বেছে নিয়েছে যখন নারী ও শিশুরা প্রতিদিনের খাবার নিচ্ছিল।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় নিহতের সংখ্যা ১৯০ জনে পৌঁছেছে।
এদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৭ হাজার ৮৮৬ জন।