লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ

লেবানন জুড়ে সমন্বিত হামলায় পেজার বিস্ফোরণের পর ওয়াকিটকি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) লেবানন জুড়ে সমন্বিত হামলায় বিভিন্ন স্থানে ওয়াকিটকিসহ যোগাযোগের বিভিন্ন ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত পেজারগুলি একযোগে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৫৫১ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।