প্রস্রাব মিশিয়ে জুস বিক্রি: উত্তর প্রদেশে বাবা-ছেলে আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে মানুষের প্রস্রাব মিশিয়ে ফলের জুস বিক্রির অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। তাদের দোকান থেকে প্লাস্টিকের বোতলে ভরা মানুষের প্রস্রাব জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের লোনি এলাকায় ‘খুশি জুস কর্নার’ নামে একটি দোকান থেকে ফলের রস বিক্রি করতেন আমির খান নামে এক ব্যক্তি ও তার ছেলে।

ক্রেতাদের সন্দেহ হলে তাদের ঘিরে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ফলের দোকান থেকে মানুষের প্রস্রাব ভরা একটি বোতল জব্দ এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু আমির খান এর কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর আমির খান ও তার ছেলে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ইন্দিরা পুলিশ স্টেশনের কর্মকর্তা এসিপি ভাস্কর সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটি শুক্রবার গাজিয়াবাদের লোনি এলাকার। ক্রেতাদের সন্দেহ হলে তাদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে এক লিটার মানুষের প্রস্রাব ভরা প্লাস্টিকের বোতল জব্দ করে। পরে আমির খান ও তার ছেলেকে আটক করে থানায় আনা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।