মার্কিন নির্বাচনে ‘অপেক্ষাকৃত কম শয়তান’কে ভোট দিতে বললেন পোপ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক্যান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কঠোর সমালোচনা করে পোপ ফ্রান্সিস বলেছেন, দুজনের অবস্থানই মানুষের ‘জীবনের বিপক্ষে’!

তিনি বলেন, একজন অভিবাসীদের বিরুদ্ধে এবং আরেকজন গর্ভপাতের পক্ষ নিয়ে ‘জীবনের বিপক্ষে’ অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

এসময় তিনি অপেক্ষাকৃত ‘কম শয়তানকে’ ভোট দিতে ক্যাথলিক খ্রিস্টানদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) পোপ ফ্রান্সিসের বক্তব্যের বরাত দিয়ে নিউজ ওয়ান ও বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, ইতালির রাজধানী থেকে সিঙ্গাপুর যাওয়ার পর শুক্রবার এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পোপ ফ্রান্সিস।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের দুইজন প্রার্থীই মানুষের জীবনের বিপক্ষে। একজন অভিবাসীদের স্বাগত জানান না; আরেকজন গর্ভপাতের পক্ষে। গর্ভপাত ঘটানো মানে শিশুহত্যা।

এসময় পোপ ট্রাম্প বা হ্যারিসের নাম উল্লেখ না করে ক্যাথলিকদের ‘অপেক্ষাকৃত কম শয়তান’কে ভোট দিতে বলেন তিনি। পোপ ফ্রান্সিস দক্ষিণপূর্ব এশিয়া ও ওসেনিয়ায় ১২ দিনের সরকারি সফর করেন।

পোপ বলেন, ‘ভোট দেওয়া খারাপ বিষয় নয়। এটি ভালো নয় তবে অবশ্যই আপনারা ভোট দেবেন’!

সংবাদ সম্মেলনে পোপ বলেন, আপনি ভোট দেওয়ার সময় অপেক্ষাকৃত কম শয়তানকে ভোট দেবেন। কে অপেক্ষাকৃত কম শয়তান, সেই নারী নাকি সেই ভদ্রলোক, তা আমি জানি না! নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে চিন্তা করে যেটি মনে হবে, সেটি করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ কোটি ২০ লাখ ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন। এই ভোটাররাই মূলত ভাসমান ভোটার। এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড টাম্পকে পোপ ফ্রান্সিস অভিবাসীবিরোধী আখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমার চোখে তিনি খ্রিস্টান নন’!