চাকরিতে অবসরের সময় বাড়াচ্ছে চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরে যাওয়ার সময় বাড়াচ্ছে চীন। দেশটির আইনপ্রণেতারা আজ (শুক্রবার) বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের পক্ষে ভোট দিয়েছেন। যা ১৯৫০'র দশকের পর এই ব্যবস্থায় প্রথমবারের মতো সমন্বয় করা হচ্ছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সিনহুয়া বলছে, দেশটি ক্রমবর্ধমান জনসংখ্যাগত এবং বয়স্ক জনসংখ্যার সংকটের মুখোমুখি।  চীন শুক্রবার বলেছে, তারা অবসরের বিধিবদ্ধ বয়সসীমা ধীরে ধীরে বাড়াবে। তাই চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরের সময় বাড়ানো হচ্ছে। 

বেইজিংয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত তুলে ধরে বার্তা সংস্থাটি জানায়, ‘পুরুষ কর্মীদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে ৬০ বছর থেকে ৬৩ বছর করা হবে। আর চাকরির ধরণ অনুযায়ী নারী কর্মীদের জন্য অবসরের বিধিবদ্ধ বয়স ৫০ অথবা ৫৫ বছর থেকে বাড়িয়ে যথাক্রমে ৫৫ এবং ৫৮ বছর করা হবে।’

সিনহুয়া আরো জানিয়েছে, অবসরের বয়স ২০২৫ সাল থেকে ১৫ বছরে ধীরে ধীরে বাড়ানো শুরু হবে।