চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরে যাওয়ার সময় বাড়াচ্ছে চীন। দেশটির আইনপ্রণেতারা আজ (শুক্রবার) বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের পক্ষে ভোট দিয়েছেন। যা ১৯৫০'র দশকের পর এই ব্যবস্থায় প্রথমবারের মতো সমন্বয় করা হচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সিনহুয়া বলছে, দেশটি ক্রমবর্ধমান জনসংখ্যাগত এবং বয়স্ক জনসংখ্যার সংকটের মুখোমুখি। চীন শুক্রবার বলেছে, তারা অবসরের বিধিবদ্ধ বয়সসীমা ধীরে ধীরে বাড়াবে। তাই চাকরির ধরণ অনুযায়ী চাকরিজীবীদের অবসরের সময় বাড়ানো হচ্ছে।
বেইজিংয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত তুলে ধরে বার্তা সংস্থাটি জানায়, ‘পুরুষ কর্মীদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে ৬০ বছর থেকে ৬৩ বছর করা হবে। আর চাকরির ধরণ অনুযায়ী নারী কর্মীদের জন্য অবসরের বিধিবদ্ধ বয়স ৫০ অথবা ৫৫ বছর থেকে বাড়িয়ে যথাক্রমে ৫৫ এবং ৫৮ বছর করা হবে।’
সিনহুয়া আরো জানিয়েছে, অবসরের বয়স ২০২৫ সাল থেকে ১৫ বছরে ধীরে ধীরে বাড়ানো শুরু হবে।
ভারতের বৃহত্তম সংস্থা টাটা সন্সের কর্ণধার রতন টাটা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গ্রুপটির বর্তমান চেয়ারম্যান চন্দ্রশেখরের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
এছাড়া, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বার্ধক্যজনিত কারণে গত সোমবার (৭ অক্টোবর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন রতন টাটা। হাসপাতালেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
রতন টাটার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছে।
এছাড়া, রাহুল গান্ধী, গৌতম আদানীও রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা প্রদান করেছে।
উল্লেখ্য, ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। পরবর্তীতে টাটা পরিবার তাকে সেখান থেকে দত্তক হিসেবে গ্রহণ করে। মাত্র ২১ বছর তিনি টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছেন। এরপর গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ ও মুনাফা বেড়েছে ৫০ গুণ। ৭৫ বছর বয়সে ২০১২ সালে টাটা গ্রুপের নির্বাহী ক্ষমতা ছেড়ে দেন রতন টাটা।
২০০০ সালে ‘পদ্মভূষণ’ সম্মান পান রতন টাটা। ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’। মহারাষ্ট্র, আসাম সরকারও তাকে সম্মান প্রদান করে। এছাড়া, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের থেকেও বিশেষভাবে সম্মানিত হন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাই নবাবগঞ্জর সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকব। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘাষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যম এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিত বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপার্টারস অ্যাসাসিয়শনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী- সাপ্তাহিক ছুটিসহ বুধবার ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন স্থলবন্দর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকব। আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচয় বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সানামসজিদ স্থল বন্দর ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপার্টধারী যাত্রী পারাপারর কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দফতরের দাফতরিক কাজ চলবে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পার্ট লিংক লিমিটডর ম্যানজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টোবর) থেকে সামবার (১৪ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মাহদিপুর বন্দরের সব ধরনের কাজ বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দরে পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১শ ৭৫ জন সাংবাদিক নিহত ও আহত হয়েছেন ৩শ ৬৫ সাংবাদিক।
এছাড়া ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করা হয়। এখনো তাদের হাতে আটক রয়েছেন ৩৬ জন সাংবাদিক। হতাহত ও আটকদের মধ্যে নারী সাংবাদিকেরাও রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর হামলায় তারা হতাহত ও আটক হন।
বুধবার (৯ অক্টোবর) ‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’-এর বরাত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক ওয়েবসাইট ‘ডেজ অব প্যালেস্টাইন’ এ খবর জানায়।
খবরে বলা হয়, ফোরাম জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে এ পর্যন্ত মোট ১শ ৭৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
ইসরায়েলি হামলার সময় কখনো সরাসরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিহত হন। কখনো তাদের লক্ষ করে গুলি করা হয়েছে। এর মধ্যে ১শ ৬৩ জন পুরুষ সাংবাদিক এবং ১২ জন নারী সাংবাদিক রয়েছেন।
ওয়েবসাইটি জানায়, এই একবছরে গাজায় ইসরায়েলের অপরাধ সংগ্রহ করার সময় ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করে নিয়ে গেছে আইডিএফ।
‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’ জানায়, ইসরায়েলের হামলার কারণে গাজার ২৫টি রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে। এছাড়া সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। কোনো সাংবাদিক তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। কেউ কেউ তাদের বাড়িঘর ছাড়া হয়েছেন।
কোনো কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহের সামগ্রী হারিয়েছেন। কারোটা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। কারো কারোটা ভেঙেচুরে গেছে। কারো কারোটা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ফোরাম জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলার শিকার হয়ে অনেক সাংবাদিক তাদের সংবাদ বিশ্বের বিভিন্ন সংবাদপত্রের অফিসে পাঠাতে পারছেন না।
ফোরাম আরো জানায়, ইসরায়েলি হামলার কারণে ১শ ৮২টি সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। এখনো ৩৬ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক রয়েছেন।
সাংবাদিকেরা যাতে তাদের পেশার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছে দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম।
রসায়নে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলে- যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার ও জন এম. জাম্পার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস।
বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে।
রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি 'কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন'-এর জন্য পেয়েছেন ডেভিড বেকার। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক। অপরদিকে দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তাদেরকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন।
পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।