গাজায় ইসরায়েলের ২ হাজার পাউন্ডের বোমা হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ২ হাজার পাউন্ডের বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত এবং আরও ৬০ আহত হয়েছে। ২ হাজার পাউন্ডের বোমা হামলায় মৃতদের শরীর একেবারে থেঁতলে গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা আপডেট খবর হিসেব এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, গাজার নিরাপদ এলাকা হিসেবে পরিচিত আল-মাওয়াসি এলাকায় ইসরায়েল বোমা হামলা করেছে। এতে ১৯ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ২ হাজার পাউন্ড ওজনের এমকে ৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। এতে নিহতদের শরীর একেবারে থেঁতলে গিয়ে একাকার হয়ে গেছে।

এদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা জাতিসংঘের কর্মীদের ওপরও গুলি চালিয়েছে। সেইসঙ্গে বুলডোজার দিয়ে তাদের গাড়ি ভেঙেচুরে দেওয়া হয়েছে।

ইসরায়েলি হামলার মধ্যেও গাজার উত্তরাংশে শিশুদের পোলিও টিকা খাওয়ানো চলছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামলা করলে ১ হাজার ১শ ৩৯ জন নিহত হয়। এছাড়া তারা ২শ ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যায়।

অপরদিকে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪১ হাজার ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯৪ হাজার ৯ জন ২৫ জন।