শিশুদের সামাজিক সাইট ব্যবহার রোধে আইন করবে অস্ট্রেলিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শিশুদের কয়েকটি সামাজিক সাইটি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সরকারের এ পদক্ষেপের প্রতি বিরোধী দলও সমর্থন জানিয়েছে।

নির্দিষ্ট বয়সসীমা পার করার পর শিশুরা নির্দিষ্ট সামাজিক সাইট ব্যবহার করতে পারবে। তবে বিশেষজ্ঞরা সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন মধ্যবামপন্থী সরকারের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ জানিয়েছেন, দেশটির শিশুদের অভিভাবকেরা তাদের সন্তানদের ব্যাপক হারে কয়েকটি সামাজিক সাইট ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন। সে কারণে সরকার নির্দিষ্ট কয়েকটি সামাজিক সাইট ব্যবহারে শিশুদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। এজন্য সংসদে বিল এনে তা পাস করানো হবে।

তার এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী দক্ষিণপন্থী দল লিবারেল পার্টির প্রধান পিটার ডাটন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টি কর্পোরেশন (এবিসি)-কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ বলেন, অস্ট্রেলিয়ার শিশুদের অভিভাবকেরা শিশুদের ব্যাপকহারে সামাজিক সাইটের প্রতি আসক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ‘ইনস্টাগ্রাম’ ও ‘টিকটক’-এ তারা বেশি আসক্ত হয়ে পড়েছে। যথেষ্ট হয়েছে, আর না।

তিনি বলেন, সে কারণে নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত শিশুদের এই সামাজিক সাইটগুলো থেকে বিরত রাখতে আইন পাস করা হবে।

শিশুদের বয়সসীমার কথা উল্লেখ করে অ্যালবানেজ বলেন, এ বয়স সীমা ১৪ অথবা ১৬ বছর পর্যন্ত করা যেতে পারে।

এদিকে, বিরোধী দক্ষিণপন্থী দল লিবারেল পার্টির প্রধান পিটার ডাটন এর আগেও শিশুদের সামাজিক সাইটে আসক্ত থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন। সরকারের এ উদ্যোগের প্রতি তিনি ইতিমধ্যে সমর্থনও জানিয়েছেন।

তবে সরকারের এ উদ্যোগের সমালোচনা করে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ডিজিটাল কমিউনিকেশনের অধ্যাপক ড্যানিয়েল অঙ্গাস বলেছেন, এ উদ্যোগ শিশুদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার সমান।

প্রসঙ্গত, চীন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে শিশুদের সামাজিক সাইট ব্যবহারের ওপর আইন রয়েছে।