ইউক্রেন-মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য যাচ্ছেন ব্লিনকেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন ইউক্রেনে রাশিয়ার হামলা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য যাচ্ছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এ খবর জানায়। 

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করতে সে দেশে যাচ্ছেন। তিনি সোম ও মঙ্গলবার (৯ ও ১০ সেপ্টেম্বর) দুইদিন তার সঙ্গে আলোচনা করবেন।

মিলার বলেন, ব্লিনকেন ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতিসহ ইউক্রেনকে পাশ্চাত্যের সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে স্টারমারের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করবেন।

এছাড়াও ১৪ বছর কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্য শাসন করার পর লেবার পার্টি বর্তমানে দেশটি পরিচালনা করছে। সে প্রেক্ষিতে ব্লিনকেনের যুক্তরাজ্য সফরকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।