গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত ৩১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরো ৩১ জন।

রোববার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা নিউজ আপডেট হিসেবে এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৪০ হাজার ৯শ ৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৪ হাজার ৬শ ১৬ ফিলিস্তিনি আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ২শ ৩৯ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

ইসরায়েলে বিক্ষোভ

আলজাজিরার আরেক খবরে বলা হয়, হামাসের হাতে জিম্মি উদ্ধারে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে অন্তত ৭ লাখ ৫০ হাজার মানুষ ইসরায়েলে বিক্ষোভ করেছেন। সে দেশের একটি বৃহত্তম বিক্ষোভ ছিল এটি।

অন্যদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননে বর্বর সহিংসতার জন্য দায়ী করে ইসরায়েলের নিন্দা করেছেন। শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ জন প্যারামেডিকস নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে লেবানন এ নিন্দা জানালো।