পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করছে চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: কিনেটিকা-২ রকেট

ছবি: কিনেটিকা-২ রকেট

প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করছে চীন। এ রকেট বার বার উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম হবে। চীনের বাণিজ্যিক মহাকাশ গবেষণা সংস্থা সিএএস এ রকেট তৈরি কাজ করছে। এটি তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৪ আগস্ট) মহাশূন্যবিষয়ক ওয়েবসাইট স্পেস.কম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সিএএস চাইছে, বার বার উড্ডয়ন এবং অবতরণযোগ্য হবে এই ‘কিনেটিকা-২ রকেট। খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে এর নির্মাণ কাজ।

সিএএস বর্তমানে কিনেটিকা-২ এর যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করছে। এর নাম দেওয়া হয়েছে- ‘লিজিয়ানি-২’। ২০২৫ সালে প্রথমবারের মতো এটির উড়াল পরীক্ষা করা হবে। কোম্পানিটি ২০২৮ সালের লক্ষ্যমাত্রা মাথায় রেখে এর বুস্টার তৈরির কাজ শুরু করে।

বিজ্ঞাপন

চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে ‘কিনেটিকা-২’ এর কম্পাঙ্ক, উত্তাপ-মুক্ত যন্ত্রের যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
চীনের জাতীয় তিয়ানগং স্পেস স্টেশন থেকে উড্ডয়ন করা হবে এ রকেট।

প্রতিবেদনে বলা হয়, খুব দ্রুত এবং অত্যন্ত নির্ভরযোগ্য করে তৈরি করা হচ্ছে, ৮ টনের এই রকেট ‘কিনেটিকা-২’। পুনর্ব্যবহারযোগ্য এই ‘কিনেটিকা-২’ রকেটটির দৈর্ঘ্য হবে ১শ ৭৪ ফুট (৫৩ মিটার)। প্রস্থ হবে ১১ ফুট (৩.৩৫ মিটার)। একে দুটি বুস্টার সাহায্য করবে।

কেরোসিন এবং তরল অক্সিজেনচালিত এই রকেট ১৭ হাজার ২শ পাউন্ড (৭ হাজার ৮শ কিলোগ্রাম) পর্যন্ত বহন করতে পারবে।