পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময়ের সময় পাকিস্তানের দিক থেকে আসা গুলিতে আফগানিস্তানের ৩ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এসময় পাকিস্তানের দুটি বর্ডার আউট পোস্ট (বিওপি) ধ্বংস করে দিয়েছে আফগানিস্তানের সীমান্তরক্ষীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) তোরখাম সীমান্তে গুলি বিনিময় ও এ নিহতের ঘটনা ঘটে বলে আফগানিস্তানের সংবাদমাধ্যম আমুটিভি জানায়।
এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আবদুল মতিন কানাই বলেন, সীমান্তবর্তী এলাকা গোর্কিতে পাকিস্তানি সীমান্তরক্ষীরা গুলিবর্ষণ শুরু করলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এসময় পাকিস্তানের দুটি বিওপি ধ্বংস করে দেওয়া হয়েছে।
মতিন কানাই বলেন, গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সীমান্তরক্ষীদের গুলিতে নিহত ৩ আফগান নাগরিকের মধ্যে একজন নারী এবং দুইজন শিশু রয়েছে।