ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১৬ হাজার ৪৫৬ শিশু নিহত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ৩১১তম দিনের প্রতিবেদন প্রকাশ করেছে। সরকারি মিডিয়া অফিসের দেওয়া টেলিগ্রামের একটি বিবৃতি অনুসারে, ইসরায়েলি সামরিক বাহিনী এ পর্যন্ত গাজায় ৩ হাজার ৪৮৬টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৩৯ হাজার ৮৯৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু রয়েছে, আর নারী রয়েছে ১১ হাজার ৮৮ জন।
এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় অন্তত ৮৮৫ জন চিকিৎসাকর্মী, ১৬৮ সাংবাদিক এবং ৭৯ জন প্রতিরক্ষা সদস্য নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৮৯৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৯২ হাজার ১৫২ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। সংকট দেখা দিয়েছে খাদ্য ও পানির। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বন্দি রয়েছেন ২০০ এর অধিক।