৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর না : এরদোয়ান



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রবিবার (১ অক্টোবর) বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর কিছু আশা করে না।

তিনি আরও বলেন, ‘ইইউ আমাদের ৪০ বছর ধরে তার দরজায় অপেক্ষমান রেখেছে। কিন্তু, আর না।’

পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে তিনি বলেন, ‘আমরা ইইউকে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি। কিন্তু, তারা তাদের প্রায় কোনও কথাই রক্ষা করেনি।’

এরদোয়ান আরও বলেন, তিনি ইইউতে তার দেশের যোগদানের ক্ষেত্রে নতুন কোনও দাবি বা শর্ত সহ্য করবেন না।

ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের (ইসিএইচআর) গত বৃহস্পতিবারের একটি রায়ের কারণে এরদোয়ান তার ক্ষোভ ঝাড়েন বলে জানিয়েছে এনডিটিভি।

২০১৬ সালের অভ্যুত্থানের চেষ্টার পরিপ্রেক্ষিতে তুরস্ক একজন শিক্ষককে দোষী সাব্যস্ত করায় বৃহস্পতিবার তুরস্কের নিন্দা করেছিল ইইউ।

তুরস্কের গোয়েন্দারা অভ্যুত্থানে অভিযুক্ত চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত একটি এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপ ডাউনলোড করেছিল।

ইইউ বলেছে, এর ফলে ইউকসেল ইয়ালসিনকায়ার অধিকার লঙ্ঘন করা হয়েছে এবং স্ট্রাসবার্গভিত্তিক আদালতে অনুরূপ হাজার হাজার মামলা বিচারাধীন।

এদিকে, এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ প্রচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেথুল্লাহ গুলেনের নেতৃত্বে একটি গোষ্ঠীকে দায়ী করেছে তুরস্ক।

এ ছাড়াও আঙ্কারা অভিযোগ করেছে যে, চক্রান্তটি সমন্বয় করার জন্য বাইলক নামে একটি মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়েছিল।

এরদোয়ান রবিবার বলেন, ‘বিশ্বাসঘাতকদের ওই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না তুরস্ক।’

   

আমি এর শেষ দেখে ছাড়ব: বহিষ্কৃত হওয়ার পর মহুয়ার হুঁশিয়ারি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে এসে ‘আমি এর শেষ দেখে ছাড়ব’ বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন। 

এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সদস্য এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি তাকে। তিনি জানান, এ ঘটনার শেষ দেখে ছাড়বেন তিনি। এমনকি আগামী ৩০ বছর লোকসভার ভেতরে ও বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত এই এমপি। 

মহুয়া বলেন, লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছু অবশিষ্ট নেই। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হলো যার কোনো প্রমাণ নেই।

তিনি আরও বলেন, মোদি সরকার যদি ভেবে থাকে আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে।

লোকসভা থেকে বহিষ্কারের পর তার কাছেও সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা পাঠানো হবে এবং তাদের দিয়ে হেনস্থা করা হবে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে দলের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনায় স্তম্ভিত তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

;

জিম্মি উদ্ধারে ইসরায়েলি প্রচেষ্টা প্রতিহতের দাবি হামাসের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হামাসের সশস্ত্র শাখা শুক্রবার (৮ ডিসেম্বর) জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় ইসরায়েলি বিশেষ বাহিনীর দ্বারা জিম্মি উদ্ধারের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে।

হামাস জানিয়েছে, ওই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং একজন জিম্মিও মারা গেছে।

কিন্তু হামাসের দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র দলটি মনস্তাত্ত্বিক যুদ্ধের চেষ্টা করছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জিম্মিদের উদ্ধার প্রচেষ্টা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ ইউনিটের ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজন সেনাকে হত্যা ও আহত করেছে।

এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনার স্থান নির্দিষ্ট করে জানায়নি আল-কাসাম ব্রিগেড।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সাহার বারুচ নামে ২৫ বছর বয়সি এক জিম্মি ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল কর্তৃক প্রকাশিত জিম্মিদের তালিকায় তাদের মধ্যে একজনকে সাহার বারুচ নামে শনাক্ত করা হয়েছে।

হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র আইলন লেভি এক ব্রিফিংয়ে বলেন, ‘হামাস ইসরায়েলের জনগণের বিরুদ্ধে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই জিম্মিদের নিরাপত্তা ও অসুস্থতার জন্য সম্পূর্ণরূপে হামাসকে দায়ী করি। জিম্মিদের পরিদর্শনের জন্য ইসরায়েলি দাবি এখনও পর্যন্ত পূর্ণ করতে পারেনি রেডক্রস।’

;

ইসরাইলের কঠোর সমালোচনা করলেন অ্যান্টনি ব্লিঙ্কেন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ইসরাইলের ভূমিকার কড়া সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অংশ নেন ব্লিঙ্কেন। সেখানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরাইল সরকার যে লক্ষ্যের কথা বলেছিল, তার সঙ্গে তাদের আচরণে ফারাক থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এ মন্তব্য করেন।

দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের সঙ্গে যে ধরনের আচরণ করছে, তার সমালোচনা করতে গিয়ে ব্লিঙ্কেন এমন মন্তব্য করেন বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় যে অভিযান চলছে, সেখানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরাইলের পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না ইসরাইল।

এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামাস থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করার ওপর জোর দিয়েছেন। সংঘাতের এলাকাগুলো থেকে যাতে সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে পারে, তা নিশ্চিত করার জন্যও আহ্বান জানিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ১৭ হাজার ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪৬ হাজার আহত হয়েছেন। আর ইসরাইলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।

;

লোকসভা থেকে তৃণমূল এমপি মহুয়া বহিষ্কৃত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এথিক্স কমিটির সুপারিশের পর শুক্রবার (৮ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এদিন মহুয়ার এমপি পদ খারিজ করে দেওয়ার পর লোকসভায় মহুয়াকে তার নিজের বক্তব্য পেশ করারও সুযোগ দেওয়া হয়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম  টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মহুয়া মৈত্রর সংসদ সদস্যপদ খারিজের সুপারিশ করে ‘এথিকস কমিটি’। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ বিজেপি করেছিল, তার ‘তদন্ত’ শেষ করে এথিকস কমিটি ওই সুপারিশ চূড়ান্ত করে। 

প্রায় ৫০০ পৃষ্ঠার রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে সরকারকেও সুপারিশ করা হয়। এথিকস কমিটির ওই সুপারিশ গত ১০ নভেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হয়। স্পিকার এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করান লোকসভায়। এরপর আজ তার সংসদ সদস্য পদ খারিজ করা হয়।

এদিকে লোকসভায় মহুয়াকে বলতে না দেওয়ার বিষয়ে স্পিকার বলেছেন, মহুয়া আগে নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছিলেন। তাই আবার তাকে সুযোগ দেওয়া হবে না। পুরোনো উদাহরণ টেনে এই যুক্তি দেন স্পিকার। মহুয়া বলার জন্য একাধিক বার উঠে দাঁড়ালেও তাকে বসিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, কয়েক মাস যাবৎ আদানি গোষ্ঠীর ব্যবসা–বাণিজ্য নিয়ে মহুয়া বেশ কিছু প্রশ্ন করছিলেন। ঝাড়খন্ড জেলার গোড্ডা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপির নিশিকান্ত দুবে স্পিকারকে চিঠি লিখে মহুয়ার বিরুদ্ধে ‘অনৈতিকতার’ অভিযোগ আনেন। 

অভিযোগে তিনি বলেন, শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে নানাবিধ সুবিধা নিয়ে তার ব্যবসায়িক স্বার্থে মহুয়া প্রশ্ন তোলেছে। ই-মেইলের লগইন পাসওয়ার্ড পর্যন্ত ওই ব্যবসায়ীকে দিয়েছিলেন, যাতে তিনি সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন। দুবাইয়ে বসে হিরানন্দানি দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হবে এমন সব কাজ করেছেন।

;