স্পেনে নাইটক্লাবে আগুন, ১৩ জনের মৃত্যু

ছবি: বিবিসি
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬ টার দিকে আটালায়াস এলাকায় জনপ্রিয় টিট্রে নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এ ঘটনার একটা ভিডিওতে দেখা যায়, নাইটক্লাবের বিল্ডিংয়ের উপর আগুন জ্বলছে এবং জানালা দিয়ে ঘন কালো ধোাঁয়া বের হচ্ছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।
ফায়ারসার্ভিস কর্মীরা সকাল ৮টার দিকে বিল্ডিংটিতে প্রবেশ করে প্রথমে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।
ধোঁয়ায় আটকে অসুস্থ হওয়া ৪ জন স্থানীয় হাসপালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় খেলার জায়গা ব্যবহার করা হচ্ছে।
ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।
দেশটির পুলিশ বলছে, আগুন লাগার কারণে নাইটক্লাবটির বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে।
মুরসিয়ার মেয়র জোসে ব্যালেস্তা স্থানীয় একটি টিভি চ্যানেলে বলেন, এ ঘটনায় আমরা শোকাহত। উদ্ধারকারীরা এখনও নিখোঁজ কয়েকজনকে খুঁজছেন।
তিনি মর্সিয়ায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।
তিনি বলেন, আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে প্রিয়জনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও তার সাবেক টুইটারে এ ঘটনার সমবেদনা জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ফেডারেল সরকার তাদের পুনরুদ্ধারের প্রচেষ্টায় মুরসিয়া সরকারকে সমর্থন করবে।