মার্কিন সেনা ট্রাভিস কিংকে বহিষ্কার করবে উত্তর কোরিয়া



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ট্রাভিস কিং। ছবি : সংগৃহীত

ট্রাভিস কিং। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর কোরিয়া ট্র্যাভিস কিং নামের এক মার্কিন সেনাকে বহিষ্কার করবে বলে জানিয়েছে আল-জাজিরা। ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ার সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছে, উত্তর কোরিয়া কর্তৃপক্ষ ট্র্যাভিস কিংকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে।

কেসিএনএ আরও জানিয়েছে, ট্র্যাভিস কিং জিজ্ঞাসাবাদে বেআইনিভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের কথা স্বীকার করেছেন। তিনি উত্তর কোরিয়ায় প্রবেশের কারণ হিসাবে মার্কিন সেনাবাহিনীর মধ্যে অমানবিক আচরণ এবং জাতিগত বৈষম্যের কথা উল্লেখ করেছেন।

তদন্ত শেষ করার পর আইন অনুযায়ী উত্তর কোরিয়ার ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশকারী মার্কিন সেনা ট্রাভিস কিংকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

তবে, কবে, কখন কিংকে বহিষ্কারের পরিকল্পনা করছে, তা জানায়নি পিয়ংইয়ংকর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার পাজুর সীমান্তর্তী গ্রাম পানমুনজোমের ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) সফরের সময় গত জুলাই মাসে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন ট্রাভিস।

এর আগে একটি হামলার দায়ে তিনি প্রায় দুই মাস দক্ষিণ কোরিয়ার কারাগারে বন্দী ছিলেন।

ট্রাভিসকে গত ১০ জুলাই কারাগার থেকে মুক্তি দিয়ে তার টেক্সাসের ফোর্ট ব্লিসের বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু, সেখানে তিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিচারের মুখোমুখি হতেন। তাই তিনি অন্যত্র পালানোর সিদ্ধান্ত নেন।

তাকে কাস্টমস পর্যন্ত নিয়ে যাওয়া হলেও সে বিমানে ওঠার আগেই তার পাহারাদার দল বিমানবন্দর ত্যাগ করে এবং সেই সুযোগে তিনি ডিএমজেড জোন সফরে যোগ দেন। আর এদিকে ডিএমজেড জোনের ঢিলেঢালা পাহারা ফাঁকি দিয়ে ট্রাভিস অবশেষে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।

   

দক্ষিণ গাজায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ গাজার খান ইউনুসে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনুসের বাসিন্দারা এটিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভারী বোমা হামলা বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শহরের পূর্বাঞ্চলের লোকজনকে আরও দক্ষিণে সরে যেতে বলেছে।

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বিশ্বাস করে হামাসের কিছু নেতা এই শহরে রয়েছে, যেখানে অনেক বেসামরিক লোক উত্তর থেকে পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি সর্বশেষ হামলার অন্তত ১৯৩ জন নিহত হয়েছে।

শুক্রবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়া হিসাবে পুনরায় আক্রমণ শুরু হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় নিহতের সংখ্যা এখন ১৫,২০০ ছাড়িয়েছে।

শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আবার শুরু হয়েছে। আইডিএফ বলেছে, তারা নতুন অভিযানের প্রথম দিনে ৪০০ টিরও বেশি হামাসের "সন্ত্রাসী লক্ষ্যবস্তু"কে আঘাত করেছে।

শনিবার সন্ধ্যায় তেল আবিব এবং মধ্য ইসরায়েলের আশেপাশের এলাকা লক্ষ্য করে একটি ব্যারেজ সহ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা থেকে ইসরায়েলে নিয়মিত রকেট ছোড়া হচ্ছে।

এই হামলার পর, ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তেল আবিবের ঠিক দক্ষিণে অবস্থিত শহর হলন-এ মাথায় "ছোট ছোট আঘাতের" জন্য ২২ বছর বয়সী এক ব্যক্তির চিকিৎসা করেছে।

শনিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলি সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু, ভূখণ্ডের উত্তর দিক থেকে পালাতে বলার পর কয়েক লাখ ফিলিস্তিনি এই এলাকায় আশ্রয় চেয়েছে।

আইডিএফ-এর আরবি-ভাষার মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় মানচিত্র পোস্ট করেছেন যা নির্দেশ করে যে বেসামরিক লোকদের কোন এলাকা ছেড়ে চলে যেতে হবে, খান ইউনুসের পূর্বের এলাকার লোকজনকে রাফাহতে আশ্রয়কেন্দ্রে আরও দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে। এ এলাকায় একটি স্থল আক্রমণ আসন্ন হতে পারে।

শনিবার খান ইউনুসে থাকা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বিবিসিকে বলেছেন, হরতাল পুনরায় শুরু হওয়ার আগে হাসপাতালগুলি ইতিমধ্যেই হতাহতের সংখ্যায় "স্যাচুরেটেড" ছিল।

;

এখন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা নয়: হামাস



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

  • Font increase
  • Font Decrease

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে এখন কোন আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস।

শনিবার (২ডিসেম্বর) হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, বন্দি বিনিময় নিয়ে আলোচনা এখন শেষ হয়েছে। ইসরায়েল আক্রমণ বন্ধ না করা পর্যন্ত এবং সমস্ত ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর না করা পর্যন্ত পুনরায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েল হামাস অচলাবস্থার মধ্যে দোহায় অবস্থানরত গোয়েন্দা সংস্থা মোসাদ দলকে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালায়। যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছের্

 

;

নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টা মামলায় ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্বাচনে হস্তক্ষেপ করে ফল পাল্টে দেওয়া চেষ্টা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রেসিডেন্সিয়াল দায়মুক্তির’ আবেদন ফেডারেল কোর্টের বিচারক তানিয়া চাটকান প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের পক্ষে তার আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল দায়িত্বের মধ্যে পড়ে। এ জন্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করার আর্জি জানান তারা।

কিন্তু বিচারক তানিয়া চুটকান শেষ পর্যন্ত রাষ্ট্রপতিদের আর অফিসে না থাকলে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারবেন না বলে কোনো আইনি ভিত্তি খুঁজে পাননি। ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে তার নির্বাচনে পরাজয় রোধ চেষ্টা করার অভিযোগ রয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিচারক চুটকান জানায়, খন কোনো প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট পদে নেই, তখন তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিচার না করার কোনো আইনগত ভিত্তি নেই। ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেট জো বাইডেন। নির্বাচনের ফল উল্টে দেয়ার জন্য বেআইনিভাবে চেষ্টা করছিলেন ট্রাম্প। এ নিয়ে মামলা চলছে। এ মামলার রায় নিয়ে শুক্রবার দিনের শেষের দিকে বিচারক তানিয়া লিখেছেন, যেসব দায়মুক্তির বিধান আছে তা উপভোগ করতে পারেন শুধু ক্ষমতাসীন প্রেসিডেন্ট। একই সময়ে যুক্তরাষ্ট্রের একজন মাত্র প্রধান নির্বাহী থাকেন।

রায়ের পরে, ট্রাম্প প্রচারণার একজন মুখপাত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেছেন, "দুর্নীতিগ্রস্ত বামপন্থীরা ব্যর্থ হবে এবং রাষ্ট্রপতি ট্রাম্প উচ্চ আদালতে এই অন্যায় সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করে আমেরিকা এবং আমেরিকানদের জন্য লড়াই চালিয়ে যাবেন"।

ট্রাম্প ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার পরাজয়কে উল্টে দেওয়ার জন্য তার কথিত প্রচেষ্টার সাথে সম্পর্কিত - মার্কিন প্রতারণার ষড়যন্ত্র সহ - চারটি অপরাধমূলক গণনার মুখোমুখি হচ্ছেন।

ট্রাম্পের আইনি দল সর্বশেষ রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা স্পষ্ট নয়, সাবেক রাষ্ট্রপতি সম্প্রতি এই মামলায় বেশ কয়েকটি আইনি বাধার সম্মুখীন হয়েছেন।

এই সপ্তাহের শুরুতে, বিচারক চুটকান ২০২১ সালে ইউএস ক্যাপিটল দাঙ্গার কংগ্রেসনাল তদন্ত সম্পর্কিত রেকর্ড পাওয়ার জন্য মিঃ ট্রাম্পের একটি প্রচেষ্টাকেও অবরুদ্ধ করেছিলেন।

;

মিউনিখে ভারী তুষারপাতের কারণে বিমান ও রেল চলাচল বন্ধ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
মিউনিখে তুষারপাতের চিত্র। ছবি : সংগৃহীত

মিউনিখে তুষারপাতের চিত্র। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারী তুষারপাতের কারণে শনিবার (২ ডিসেম্বর) দক্ষিণ জার্মানির কিছু অংশে যোগাযোগ ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটেছে।

অবিরাম ভারী তুষারপাতের কারণে ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দুপুরে প্রথম ফ্লাইট স্থগিত করার পরে মিউনিখ বিমানবন্দর জানিয়েছে, ‘রবিবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার ফ্লাইট বন্ধ থাকবে।’

মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মোট ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, মিউনিখের আবহাওয়া পরিষেবা অনুসারে শুক্রবার থেকে শুরু করে শনিবার রাতভর প্রায় ৪০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকতে বলেছে।

মিউনিখ রেলওয়ে কর্তৃপক্ষ ডয়েচে ভান জানিয়েছে, ভ্রমণকারীদের পুরো অঞ্চলজুড়ে বিলম্ব আশা করা উচিত। কারণ, বেশিরভাগ বাস, ট্রাম এবং শহরতলির ট্রেন মিউনিখে চলছে না।

অন্যদিকে, তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ এবং ইউনিয়ন বার্লিনের মধ্যে শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল করা হয়েছে।

লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের কারণে শুক্রবার রাতে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছে।

জার্মানির বেশিরভাগ অংশ বেশ কয়েকদিন ধরে তুষারপাত এবং হিমায়িত তাপমাত্রার অধীনে রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিকালে তুষারপাত ক্রমশ কমবে বলে আশা করা হচ্ছে।

;