থাইল্যান্ডের নতুন বিরোধী দলীয় নেতা চৈথাওয়াত তুলথন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
নতুন এমএফপি নেতা চৈথাওয়াত তুলথন। ছবি : সংগৃহীত

নতুন এমএফপি নেতা চৈথাওয়াত তুলথন। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের বিরোধী দল মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি) তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

কারণ, দলটির আগের নেতা পিটা লিমজারোয়েনরাত, যিনি গত মে মাসে একটি অত্যাশ্চর্য নির্বাচনী বিজয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তার প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

থাইল্যান্ডের একটি রাজনৈতিক ম্যাগাজিনের সাবেক সম্পাদক চৈথাওয়াত তুলথন এখন এমএফপির প্রধান হবেন বলে দলটির পক্ষ থেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) জানানো হয়েছে।

দলটির নবনির্বাচিত নেতা পরিবেশগত প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করেছেন এবং এমএফপির সহ-প্রতিষ্ঠাতা বলে জানা গেছে। তিনি পাঁচ বছরেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত।

তার ভূমিকার কারণেই যুব ও শহুরে সমর্থনের তরঙ্গে এই বছরের নির্বাচনে সংসদে সর্বাধিক আসন জিতেছে এমএফপি।

প্রসঙ্গত, রক্ষণশীল আইন প্রণেতারা এবং একটি অনির্বাচিত সিনেট এমএফপিকে সরকার গঠনের প্রচেষ্টায় বাধা দেওয়ার পরে দলটি এখন বিরোধী দল হিসাবে গণ্য হচ্ছে।

গত জুলাই মাসে একটি মিডিয়া কোম্পানিতে শেয়ারের মালিকানার অভিযোগে সংসদ থেকে বরখাস্ত হন পেটা। ওই অভিযোগ তাকে সাংসদ হিসাবে অযোগ্য করে তোলে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন পিটা।

চৈথাওয়াত সাংবাদিকদের বলেছেন, ‘এটি দলের একটি অস্থায়ী পুনর্গঠন। আইনি কারণে পিটা লিমজারোয়েনরাত বিরোধী নেতার দায়িত্ব পালন করতে এবং এই মুহূর্তে সংসদে এমপি হতে পারবেন না। পিটা আবার সংসদে এমপি হিসেবে ফিরে আসলে আমি পদত্যাগ করতে ইচ্ছুক।’

বর্তমানে পিটা দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংসদের বাইরের কার্যক্রম পরিচালনা করবেন।

এই সপ্তাহের শুরুতে এক দশকেরও বেশি আগে অনলাইনে পোস্ট করা একটি ছবির জন্য একজন বিশিষ্ট এমএফপি সমর্থক পান্নিকা ওয়ানিচকে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ করেছে দেশটির আদালত।

আদালতের বিচারে ওই পোস্ট রাজতন্ত্রের প্রতি অসম্মানজনক এবং নৈতিক মান লঙ্ঘনের জন্য বিবেচিত হয়েছিল।

মুভ ফরওয়ার্ড পার্টি দেশের কঠোর রাজকীয় অসম্মান আইন সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে, যে আইনের অধীনে রাজতন্ত্রের বিরুদ্ধে অপমানমূলক কর্মকাণ্ডের সর্বনিম্ন শাস্তি হিসাবে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের থাইল্যান্ডের সিনিয়র গবেষক সুনাই ফাসুক বলেছেন, সামরিক শাসনের সময় তৈরি করা দেশটির সংবিধান নির্বিচারে স্পষ্টবাদী রাজনীতিবিদদের আক্রমণ করার একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এটি সহজেই বিরোধী দলের সদস্যদের নিশ্চিহ্ন করতে পারে, যারা সংস্কারের আহ্বান জানায়।

   

দক্ষিণ গাজায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ গাজার খান ইউনুসে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনুসের বাসিন্দারা এটিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভারী বোমা হামলা বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শহরের পূর্বাঞ্চলের লোকজনকে আরও দক্ষিণে সরে যেতে বলেছে।

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বিশ্বাস করে হামাসের কিছু নেতা এই শহরে রয়েছে, যেখানে অনেক বেসামরিক লোক উত্তর থেকে পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি সর্বশেষ হামলার অন্তত ১৯৩ জন নিহত হয়েছে।

শুক্রবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়া হিসাবে পুনরায় আক্রমণ শুরু হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় নিহতের সংখ্যা এখন ১৫,২০০ ছাড়িয়েছে।

শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আবার শুরু হয়েছে। আইডিএফ বলেছে, তারা নতুন অভিযানের প্রথম দিনে ৪০০ টিরও বেশি হামাসের "সন্ত্রাসী লক্ষ্যবস্তু"কে আঘাত করেছে।

শনিবার সন্ধ্যায় তেল আবিব এবং মধ্য ইসরায়েলের আশেপাশের এলাকা লক্ষ্য করে একটি ব্যারেজ সহ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা থেকে ইসরায়েলে নিয়মিত রকেট ছোড়া হচ্ছে।

এই হামলার পর, ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তেল আবিবের ঠিক দক্ষিণে অবস্থিত শহর হলন-এ মাথায় "ছোট ছোট আঘাতের" জন্য ২২ বছর বয়সী এক ব্যক্তির চিকিৎসা করেছে।

শনিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলি সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু, ভূখণ্ডের উত্তর দিক থেকে পালাতে বলার পর কয়েক লাখ ফিলিস্তিনি এই এলাকায় আশ্রয় চেয়েছে।

আইডিএফ-এর আরবি-ভাষার মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় মানচিত্র পোস্ট করেছেন যা নির্দেশ করে যে বেসামরিক লোকদের কোন এলাকা ছেড়ে চলে যেতে হবে, খান ইউনুসের পূর্বের এলাকার লোকজনকে রাফাহতে আশ্রয়কেন্দ্রে আরও দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে। এ এলাকায় একটি স্থল আক্রমণ আসন্ন হতে পারে।

শনিবার খান ইউনুসে থাকা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বিবিসিকে বলেছেন, হরতাল পুনরায় শুরু হওয়ার আগে হাসপাতালগুলি ইতিমধ্যেই হতাহতের সংখ্যায় "স্যাচুরেটেড" ছিল।

;

এখন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা নয়: হামাস



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

  • Font increase
  • Font Decrease

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে এখন কোন আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস।

শনিবার (২ডিসেম্বর) হামাসের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, বন্দি বিনিময় নিয়ে আলোচনা এখন শেষ হয়েছে। ইসরায়েল আক্রমণ বন্ধ না করা পর্যন্ত এবং সমস্ত ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর না করা পর্যন্ত পুনরায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েল হামাস অচলাবস্থার মধ্যে দোহায় অবস্থানরত গোয়েন্দা সংস্থা মোসাদ দলকে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালায়। যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছের্

 

;

নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টা মামলায় ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্বাচনে হস্তক্ষেপ করে ফল পাল্টে দেওয়া চেষ্টা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রেসিডেন্সিয়াল দায়মুক্তির’ আবেদন ফেডারেল কোর্টের বিচারক তানিয়া চাটকান প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের পক্ষে তার আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল দায়িত্বের মধ্যে পড়ে। এ জন্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করার আর্জি জানান তারা।

কিন্তু বিচারক তানিয়া চুটকান শেষ পর্যন্ত রাষ্ট্রপতিদের আর অফিসে না থাকলে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারবেন না বলে কোনো আইনি ভিত্তি খুঁজে পাননি। ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে তার নির্বাচনে পরাজয় রোধ চেষ্টা করার অভিযোগ রয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিচারক চুটকান জানায়, খন কোনো প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট পদে নেই, তখন তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিচার না করার কোনো আইনগত ভিত্তি নেই। ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেট জো বাইডেন। নির্বাচনের ফল উল্টে দেয়ার জন্য বেআইনিভাবে চেষ্টা করছিলেন ট্রাম্প। এ নিয়ে মামলা চলছে। এ মামলার রায় নিয়ে শুক্রবার দিনের শেষের দিকে বিচারক তানিয়া লিখেছেন, যেসব দায়মুক্তির বিধান আছে তা উপভোগ করতে পারেন শুধু ক্ষমতাসীন প্রেসিডেন্ট। একই সময়ে যুক্তরাষ্ট্রের একজন মাত্র প্রধান নির্বাহী থাকেন।

রায়ের পরে, ট্রাম্প প্রচারণার একজন মুখপাত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেছেন, "দুর্নীতিগ্রস্ত বামপন্থীরা ব্যর্থ হবে এবং রাষ্ট্রপতি ট্রাম্প উচ্চ আদালতে এই অন্যায় সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করে আমেরিকা এবং আমেরিকানদের জন্য লড়াই চালিয়ে যাবেন"।

ট্রাম্প ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার পরাজয়কে উল্টে দেওয়ার জন্য তার কথিত প্রচেষ্টার সাথে সম্পর্কিত - মার্কিন প্রতারণার ষড়যন্ত্র সহ - চারটি অপরাধমূলক গণনার মুখোমুখি হচ্ছেন।

ট্রাম্পের আইনি দল সর্বশেষ রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা স্পষ্ট নয়, সাবেক রাষ্ট্রপতি সম্প্রতি এই মামলায় বেশ কয়েকটি আইনি বাধার সম্মুখীন হয়েছেন।

এই সপ্তাহের শুরুতে, বিচারক চুটকান ২০২১ সালে ইউএস ক্যাপিটল দাঙ্গার কংগ্রেসনাল তদন্ত সম্পর্কিত রেকর্ড পাওয়ার জন্য মিঃ ট্রাম্পের একটি প্রচেষ্টাকেও অবরুদ্ধ করেছিলেন।

;

মিউনিখে ভারী তুষারপাতের কারণে বিমান ও রেল চলাচল বন্ধ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
মিউনিখে তুষারপাতের চিত্র। ছবি : সংগৃহীত

মিউনিখে তুষারপাতের চিত্র। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারী তুষারপাতের কারণে শনিবার (২ ডিসেম্বর) দক্ষিণ জার্মানির কিছু অংশে যোগাযোগ ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটেছে।

অবিরাম ভারী তুষারপাতের কারণে ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দুপুরে প্রথম ফ্লাইট স্থগিত করার পরে মিউনিখ বিমানবন্দর জানিয়েছে, ‘রবিবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার ফ্লাইট বন্ধ থাকবে।’

মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মোট ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, মিউনিখের আবহাওয়া পরিষেবা অনুসারে শুক্রবার থেকে শুরু করে শনিবার রাতভর প্রায় ৪০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকতে বলেছে।

মিউনিখ রেলওয়ে কর্তৃপক্ষ ডয়েচে ভান জানিয়েছে, ভ্রমণকারীদের পুরো অঞ্চলজুড়ে বিলম্ব আশা করা উচিত। কারণ, বেশিরভাগ বাস, ট্রাম এবং শহরতলির ট্রেন মিউনিখে চলছে না।

অন্যদিকে, তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ এবং ইউনিয়ন বার্লিনের মধ্যে শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল করা হয়েছে।

লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের কারণে শুক্রবার রাতে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছে।

জার্মানির বেশিরভাগ অংশ বেশ কয়েকদিন ধরে তুষারপাত এবং হিমায়িত তাপমাত্রার অধীনে রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিকালে তুষারপাত ক্রমশ কমবে বলে আশা করা হচ্ছে।

;