পেট ব্যথা নিয়ে হাসপাতালে, এক্স-রে রিপোর্টে মিলল ছুরি

ছবি: সংগৃহীত
তলপেটে হালকা ব্যথা নিয়ে গিয়েছিল হাসপাতালে। ডাক্তাররা তাকে এক্স-রে করার নির্দেশ দেন। তাদের পরামর্শে এক্স-রে করার পর সেই রিপোর্টে আবিষ্কার হলো অদ্ভুত এক চিত্র! যা দেখে রীতিমতো চমকে গেলেন সবাই। রিপোর্টে উঠে আসলো পেটের ভিতর ৬ ইঞ্চি ধারালো এক ছুরির চিত্র।
গতকাল (২২ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটেছে নেপালের ২২ বছর বয়সী এক তরুণের সাথে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের এক তরুণ পেট ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের পরামর্শে এক্স-রে রিপোর্টে উঠে আসলো ৬ ইঞ্চি ধারালো এক ছুরির চিত্র।
গণমাধ্যমটি আরও জানায়, ওই তরুণ হাসপাতালে আসার আগের দিন কয়েকজন তরুণ দ্বারা মারধরের শিকার হন। মারধরের একপর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় একটি ওষুধের দোকানে গেলে স্বাস্থ্যসেবা কর্মী ক্ষত স্থানটি সেলাই করে দেন। কিন্তু, তার পেটের ভেতরে যে ধারালো ছুরি আছে, সেই বিষয়ে কারও কোনও ধারণাই ছিল না। কারণ ওই তরুণের শরীরের ভেতরে ছুরি ঢুকে যাওয়ার মতো বড় কোনও জখম দেখতে পাওয়া যায়নি। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
কিউরিয়াস জার্নালের এক কেস রিপোর্ট অনুযায়ী, লোকটি বমি বমি ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ছাড়াই বাম তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিল। এক্স-রে নেওয়ার পরে ডাক্তাররা দেখতে পান যে বিশাল ধারালো ছুরিটি তার পেটের ডান দিক থেকে বাম দিক জুড়ে ছিল। তবে এতে তার অভ্যন্তরীণ কোন অঙ্গের ক্ষতি হয় নি।
রিপোর্টে আরও বলা হয়, ছুরিকাঘাতের ফলে শরীরের অভ্যন্তরে প্রচুর রক্তক্ষরণ হতে পারে এবং পেটের অভ্যন্তরীণ অঙ্গগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। ছুরিকাঘাতের ফলে পেরিটোনাইটিস (পেটের আস্তরণের প্রদাহ) সংক্রমণও হতে পারে।
নিউজ উইককে চিকিৎসকরা জানান, এক্স-রে রিপোর্টে আমরা ওই তরুণের তলপেটের ভেতরে ছুরিটি ভাসমান অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে তলপেট থেকে ছুরি অপসারণের জন্য ওই তরুণের ল্যাপারোটোমি করা হয়। এ সময় তার তলপেটের টিস্যুতে মোড়ানো অবস্থায় ছুরিটি দেখা যায়। তবে পেটের ভিতরে ছুরির উপস্থিতিতে তার অভ্যন্তরীণ কোন অঙ্গের ক্ষতি হয়নি।
চিকিৎসকরা আরও জানান, তরুণের শরীর থেকে অস্ত্রোপাচারের মাধ্যমে ছুরিটি সরানো হয়েছে। পাঁচ দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এক সপ্তাহ পর তার ফলো-আপের জন্য আসার কথা থাকলেও তিনি আসেননি।