হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!



মায়াবতী মৃন্ময়ী, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!

হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকা!

  • Font increase
  • Font Decrease
পৃথিবীর উত্তর গোলার্ধ প্রবল শীতে নিমজ্জিত। মিডিয়ার খবরে প্রকাশিত হয়েছে হন্তারক শৈত্য কবলিত উত্তর আমেরিকার ধবল চেহারা। ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে উত্তর-পূর্ব আমেরিকার পরিস্থিতি। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে মাইনাস ৪৬ ডিগ্রিতে। বোস্টনে জারি হয়েছে জরুরি অবস্থা। স্বাভাবিক জনজীবন থমকে গিয়েছে শীতের প্রচণ্ড ছোবলে।

শুধু বড় শহরই নয়, তুষার জমে সৃষ্ট বরফের কামড়ে জমে গেছে মার্কিনমুলুক ও কানাডার একাধিক এলাকায়। তাপমাত্রা মাইনাস ৪৬ ডিগ্রিতে দাঁড়িয়েছে। তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়াবিদরা।

শীতের পরিস্থিতি এতটাই ঘোরালো হয়েছে যে, বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দেশে উদ্ভূত পরিস্থিতি ইতিহাসে বিরল। ভেঙে দিতে পারে অতীতের সমস্ত শীতের রেকর্ড। 

উত্তর-পূর্ব আমেরিকার ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ভার্মন্ট এবং নিউ ইংল্যান্ডের (England) ছয়টি রাজ্যে বরফের কামড় বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলগুলিতে প্রায় ১৬ মিলিয়ন লোকের বসবাস। 

এদিকে, খারাপ আবহাওয়ার জন্য শুক্রবার থেকে নিউ ইংল্যান্ডের দু’টি বৃহত্তম শহর ম্যাসাচুসেটস, বোস্টন এবং ওরচেস্টারের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

এ যেন চলে যাওয়ার আগে শীতের দুর্ধর্ষ 'রিভার্স স্যুইং'! ফেব্রুয়ারির শুরুতেই নামছে তাপমাত্রার পারদ। এমনটি আগে কখনও হয় নি উত্তর আমেরিকায়। জলবায়ুর ভারসাম্যহীনতার কারণেই শীতের দেশটিতে বেড়েছে অকল্পনীয় শীতের দাপট।

পরিস্থিতির সঙ্কুলতা বিবেচনায় নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। তাপমাত্রায় হিমাঙ্কের অনেক নীচে নামায় শিশুরা যাতে বাইরে বের না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। বাইরে বের হলে সেক্ষেত্রে হাইপোথার্মিয়া এবং ফ্রস্টবাইটের ঝুঁকি দেখা দিতে পারে বলে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

শুধু স্কুল নয়, একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে মার্কেটপ্লেস আর মিউজিয়ামও। পরিস্থিতি এতটা ভয়ানক যে, বোস্টনে জুরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরের মেয়র মিশেল উ। শহরের ৬ লক্ষের বেশি বাসিন্দাকে উষ্ণতম স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বোস্টনের মেয়র। এর ফলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে মনে করছেন তিনি। 

উত্তর-পূর্ব আমেরিকা এখনই শৈত্যপ্রবাহ থেকে যে রেহাই পাচ্ছে না, তার পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়া দফতর। তারা জানিয়েছেন, আমেরিকার সমভূমির উপর তৈরি হওয়া একটি আর্কেটিক ঢেউ পূর্ব কানাডা পর্যন্ত বিস্তৃত ছিল। এর ফলে তাপমাত্রার পারদের এই পতন বলে দফতরের তরফে জানানো হয়েছে।

মার্কিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে আরো জানানো হয়েছে, গত শুক্রবার বোস্টনের তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। ম্যাসাচুসেটসে তাপমাত্রার পারদ নেমে দাঁড়ায় মাইনাস ১৬ ডিগ্রিতে। আগামী দিনে পারদ আর নিম্মমুখীর সম্ভাবনা বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে ভয়ঙ্কর তুষার ঝড়ে আমেরিকার একাধিক অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে। কোথাও কোথাও তার উচ্চতা ছিল ৮ থেকে ১০ ফুট। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশেও শীত চলে যাওয়ার আগে আরেকবার কামড় বসাতে পারে বলে জানানো হয়েছে স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বলা হচ্ছে, শীতের কামব্যাক হতে পারে। এরই সঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বৃষ্টির ভ্রুকুটির লক্ষণও রয়েছে।

মিসিসিপিতে টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৩



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাতে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) রাতে এ টর্নেডো আঘাত হানে। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এমইএমএ) জানিয়েছে, পশ্চিম মিসিসিপির সিলভার সিটিতে ঝড়টি আঘাত হানার পর উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিসিসিপির বেশ কয়েকটি মফস্বল শহরে এ ঘূণিঝড় আঘাত হেনেছে। যেখানে গাছ এবং বিদ্যুতের পিলারগুলো উপড়ে পড়েছে। এতে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী এ ঝড়ের মোকাবিলায় প্রস্তুতি চলছে।

মিসিসিপির বেশ কয়েকটি এলাকায় ব্যাপক শিলা ও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। শিলাগুলোর আকৃতি ছিল গলফ বলের সমান।

ঠিক কতগুলো টর্নেডো ওই এলাকায় আঘাত হেনেছে তা এখনো স্পষ্ট নয়। যদিও গতকাল জাতীয় আবহাওয়া সার্ভিস দূরবর্তী বেশ কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দিয়েছিল।

পশ্চিম মিসিসিপির একটি ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে। এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ব্র্যান্ডি শোয়াহ সিএনএনকে বলেছেন, আমি কখনো এ রকম কিছু দেখিনি...এটা একটা ছোট ও সুন্দর শহর ছিল। এখন আর কিছুই নেই।

;

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেসামরিক জনবহুল এলাকায় বিমান হামলার পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নিশানা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।

২০২১ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকারের ওপর চাপ আরও বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং ছয়টি সংস্থার ওপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জঙ্গি বিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ করেছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সংকট চলছে।

সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বিক্ষোভকারীরা। রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। গঠিত হয়েছে জান্তাবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী।

মার্কিন অর্থমন্ত্রণালয় বলেছে, অভ্যূত্থানের পর থেকেই মিয়ানমার সেনাবাহিনী দেশের জনগণের বিরুদ্ধে নৃশংসতা এবং সহিংসতা চালিয়ে আসছে। তারা উত্তোরত্তর জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। মধ্য বার্মার একটি গ্রামে বিমান হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছে।

দেশটির সামরিক শাসকরা নিজেদের জনগণের ওপরই দুর্ভোগ, যন্ত্রণা আপতিত করছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন।

;

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দুই বছরের কারাদণ্ড পাওয়া ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।

ওই আইন বলছে, সংসদ সদস্য পদ বাতিল হওয়া রাহুল অন্তত আগামী ছয় বছর কোনো ভোটে লড়তে পারবেন না।

এর আগে, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলায় দুই বছরের সাজা দেয় দেশটির আদালত।

একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে এ রায় দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করেন রাহুল। তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। সুরাটের আদালতে সেই মামলার শুনানি চলছিল চার বছর ধরে।

বৃহস্পতিবার সকালে মামলার রায়কে কেন্দ্র করে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান রাহুল গান্ধী। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের নেতারা।

;

পুতিন গ্রেফতার হলে যুদ্ধ লেগে যাবে : মেদভেদেভ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হলে যুদ্ধ বেঁধে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার (২৩ মার্চ) টেলিগ্রামে এক ভিডিওবার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছিল। সম্প্রতি আদালত সেই মামলার রায় ঘোষণা করেছে। যুদ্ধের জন্য এবং যুদ্ধাপরাধ ঘটানোর দায়ে পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এই হুঁশিয়ারি বার্তা দেন মেদভেদেভ।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘পৃথিবীর কোনো দেশে রুশ প্রেসিডেন্ট গেলে তাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে রাশিয়া পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করবে। বস্তুত, উদাহরণ হিসেবে তিনি বলেছেন—ধরা যাক পুতিন জার্মানি গেলেন এবং সেখানে তাকে গ্রেফতার করা হলো। সেক্ষেত্রে রাশিয়ার সব মিসাইল বার্লিনের পার্লামেন্ট লক্ষ্য করে ছোঁড়া হবে। বার্লিন ধ্বংস করে দেওয়া হবে।’

হেগে আন্তর্জাতিক আদালতে এই রায় ঘোষণার পরে এই প্রথম রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে মুখ খুললেন। মেদভেদেভ জানান, আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। যেভাবে পুতিনের শাস্তি ঘোষণা করা হয়েছে, তা ভুল। কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায় না। এভাবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না।

করিম খান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছেন বলে রাশিয়ার দাবি। এই কারণেই তার বিরুদ্ধে রাশিয়ার কোর্টে মামলা শুরু হয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ২৬টি দেশ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াকে সমর্থন দিয়েছে। কিন্তু হাঙ্গেরি জানিয়ে দিয়েছে, তারা এই রায় মানছে না। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া তারা পছন্দ করছে না। পুতিন হাঙ্গেরি গেলে তাকে গ্রেফতার করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

তবে, জার্মানি আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

;