বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন উড়ল



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চিরাচরিত জ্বালানির পরিবর্তে পুরোপুরি বিদ্যুৎচালিত যাত্রিবাহী বিমান উড়ল আমেরিকার ওয়াশিংটনের আকাশে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে অ্যালিস নামের এই বিমানটি। যদিও উদ্বোধনী উড়ানে কোনও যাত্রী ছিল না।

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ ফুট উপরে ওঠেছিল এটি।

সংস্থার সিইও গ্রেগরি ডেভিস এই উড়ানকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, পঞ্চাশের দশকের পর এই প্রথম বিমানে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হল।

ইজ়রায়েল জানিয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি বা মোবাইল ফোনের মতোই মাত্র আধ ঘণ্টায় চার্জ দেওয়া যাবে এই বিমানটিতে। ন’জন যাত্রীকে নিয়ে তা এক ঘণ্টা আকাশে উড়তে পারবে। গতি, ঘণ্টা প্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে এগোতে পারে অ্যালিস।

মঙ্গলবারের প্রথম উড়ানের পর এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করবে অ্যাভিয়েশন। ২০১৫ সালের এই সংস্থার আশা, আর মাত্র কয়েক বছরের মধ্যে তা যাত্রী পরিবহনে সক্ষম করে তুলতে পারবে তারা। সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের মধ্যেই এই বিমানটি যাত্রীদের নিয়ে যাতায়াত করতে পারবে বলে মনে করছে অ্যাভিয়েশন।

   

সাতবার গুলি করে হত্যা করা হয় জশ ক্রুগারকে



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
জোশ ক্রুগার। ছবি : সংগৃহীত

জোশ ক্রুগার। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সাংবাদিক ও অধিকারকর্মী জোশ ক্রুগারকে সোমবার (২ অক্টোবর) ভোরে তার বাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, ৩৯ বছর বয়সি এই সাংবাদিককে তার পয়েন্ট ব্রীজের বাড়িতে ঢুকে বুকে ও পেটে সাতবার গুলি করা হয়।

গুলি করার প্রায় ৪৫ মিনিট পরে তিনি পেন প্রেসবিটারিয়ান হাসপাতালে মারা যান।

পুলিশ জানিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনও অস্ত্র পাওয়া যায়নি। তার বন্ধুরা এবিসি শিকাগোকে বলেছেন, সম্প্রতি হুমকির বিষয়ে ক্রুগার অনলাইনে পোস্ট করেছিলেন, যেখানে তিনি আগস্টের শেষের দিকে তার বাড়ি ভাঙচুর করার ঘটনা উল্লেখ করেছেন।

জোশ ক্রুগার সাংবাদিক হিসাবে কাজ করেছেন দ্য ফিলাডেলফিয়া সিটিজেন এবং দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারারের মতো প্রত্রিকাগুলোতে।

সেখানে তিনি সমকামীদের অধিকার, গৃহহীনতা, এইচআইভি এবং আসক্তির মতো বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছেন।

তার ওয়েবসাইট এবং লিঙ্কডইন অনুসারে, তিনি ফিলাডেলফিয়া শহরের জন্য পাঁচ বছর কাজ করেছেন। এর আগে, তিনি জনস্বাস্থ্য বিভাগের পাশাপাশি গৃহহীন পরিষেবা অফিস এবং মেয়রের অফিসে কাজ করেছেন।

২০১৪ এবং ২০১৫ সালে তিনি পেনসিলভেনিয়ায় সংবাদপত্রের মন্তব্যের জন্য সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্টস পুরস্কার জিতেছিলেন।

পুলিশ কমিশনার ভ্যানোর ফিলাডেলফিয়া ইনকোয়ারারকে জানিয়েছেন, ‘হয় দরজা খোলা ছিল, অথবা অপরাধী জানত কিভাবে দরজা খুলতে হয়। এ বিষয়ে আমরা এখনও তেমন কিছুই জানি না।’

ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘জোশ ক্রুগারের মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। জোশ আমাদের শহর এবং এর বাসিন্দাদের সম্পর্কে গভীরভাবে যত্নশীল ছিলেন। তিনি জনসেবা এবং তার লেখা উভয় ক্ষেত্রেই স্পষ্ট ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ তার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, আবেগ এবং বুদ্ধি তার সমস্ত কিছুতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করেছিল। কিন্তু, তার আলো খুব তাড়াতাড়ি ম্লান হয়ে গেল। আমরা তাকে একজন সহকর্মী বলে ডাকতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। যারা তাকে চিনতেন এবং ভালোবাসেন তাদের সবার সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে।’

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টও ক্রুগারের হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

ইউএস এবং কানাডার কেন্দ্রীয় প্রোগ্রাম সমন্বয়কারী ক্যাথরিন জ্যাকবসেন বলেছেন, ‘ফ্রিল্যান্স সাংবাদিক জোশ ক্রুগারের হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে ব্যথিত এবং তার সহকর্মী ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আমরা তদন্তকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যে হামলাটি তার কাজের সাথে সম্পর্কিত কিনা তা নির্ধারণ করতে তার হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য।’

এদিকে, জেলা পুলিশের অ্যাটর্নি ল্যারি ক্রাসনার মানুষকে আশ্বস্ত করেছেন যে, ফিলাডেলফিয়া পুলিশ ওই হত্যার পেছনে থাকা ব্যক্তিকে চিহ্নিত করতে কাজ করছে।

;

থাইল্যান্ডে শপিং মলে বন্দুকধারীর গুলিতে হতাহত



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্যাংকক, থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় শপিং মল সিয়াম প্যারাগনে গুলি চালিয়েছেন আততায়ী। এর মধ্যে ঘটনার দায়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

মঙ্গলবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। 

এই ঘটনায় সিয়াম বিটিএস স্টেশন এলাকায় বিটিএস থামছে না। ঘটনাস্থলের আশপাশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷  যদিও, এখন পর্যন্ত হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি থাই পুলিশ। এক্স (সাবেক টুইটার) সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক কিশোর গুলি করতে করতে সিয়াম প্যরাগনের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করছে।

;

নাইজারের ২৯ সেনা নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
নাইজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

নাইজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মালির সীমান্তবর্তী পশ্চিম নাইজারে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নাইজারের ২৯ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ওই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে বলে সোমবার রাতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি এক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছে, শতাধিক সন্ত্রাসী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং কামিকাজে গাড়ি ব্যবহার করে নাইজারের সেনাদের উপর হামলা চালায়।

ওই হামলায় ২৯ সেনা নিহত এবং দুই সেনা গুরুতর আহত হয়েছে। লড়াইয়ে কয়েক ডজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজার।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মতে, ওই অঞ্চলে ইসলামিক স্টেটের হুমকিকে নস্যাৎ করার লক্ষ্যে সামরিক অভিযানের সময় মালির সীমান্তের কাছে ওই হামলাটি চালায় জঙ্গিরা।

প্রসঙ্গত, একটি জিহাদি বিদ্রোহ আফ্রিকার সাহেল অঞ্চলকে এক দশকেরও বেশি সময় ধরে জর্জরিত করে রেখেছে।

ওই বিদ্রোহ ২০১৫ সালে প্রতিবেশী নাইজার এবং বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ার আগে ২০১২ সালে উত্তর মালিতে ছড়িয়ে পড়ে।

নাইজার, মালি এবং বুরকিনা ফাসোর মধ্যে ত্রয়ী সীমান্ত এলাকাটিতে ইসলামিক স্টেট গ্রুপ এবং আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের সঙ্গে ওই তিন দেশের সংঘর্ষের ঘটনা নিয়মিতই বলা যায়। সহিংসতা তিনটি দেশেই সামরিক শাসনকে উসকে দিয়েছে।


সর্বশেষ গত ২৬ জুলাই একটি অভ্যুত্থানে নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী।

গত আগস্টে নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নাইজেরিয়ার অন্তত ১৭ সেনা নিহত এবং ২০ জন আহত হয়েছিল।

;

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ জন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। এদের একজন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। এই তিনজন পেয়েছেন ২০২৩ সালের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় অভাবনীয় সাফল্যের জন্য এই নোবেল পুরস্কার তাদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন তারা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিস একাডেমি।

নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। মানবজাতির কল্যাণে সফল ও অসাধারণ উদ্ভাবন এবং আবিষ্কারে মৌলিক অবদানের জন্য ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এই বছর প্রথম সোমবার (২ অক্টোবর) ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীদের নাম। পর্যায়ক্রমে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নারী, পুরুষ বা যেকোনো প্রতিষ্ঠান এই পুরস্কারের আওতায় আসতে পারে। 

আগামী বুধবার(৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

এর আগে পদার্থবিদ্যায় ২০২২ সালের নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ার ৩ বিজ্ঞানী। বিজ্ঞানী অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার, অ্যান্টন জেইলিঙ্গার এই পুরস্কার পেয়েছিলেন। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য তাদের এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

রঞ্জন রশ্মি বা এক্সরে আবিষ্কারে অসামান্য অবদান রাখার জন্য পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পেয়েছিলেন বিজ্ঞানী উইলিয়াম রন্টজেন। এই পুরস্কারটিকে পদার্থবিজ্ঞানের সবচেয়ে সম্মাননার মানা হয়।

;