তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ: বাইডেন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে। বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২৩ মে) জাপানে সফরের দ্বিতীয় দিন তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের এটি প্রথম এশিয়া সফর।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে বিবেচনা করে। তবে তাইওয়ানকে দশকের পর দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।

বাইডেন আগ্রাসনের বিষয়ে চীনকে সতর্ক করে বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমর্থনে বেইজিংকে সংকেত পাঠায় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার জন্য রাশিয়াকে দীর্ঘমেয়াদি মূল্য দিতে হবে।

বাইডনের এমন মন্তব্যে ক্ষুব্ধ করে তুলতে পারে বেইজিংকে। তাইওয়ানে উপকূলে প্রায় সময় চীনের যুদ্ধ বিমানের মহড়া দেখা যায়। এমনকি চীনের বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনেও প্রবেশ করে বলে অভিযোগ করে তাইপে।

তিনি আরও বলেন, আমার প্রত্যাশা হল চীনা তাইওয়ানে আক্রমণ করবে না এবং এটির চেষ্টাও করবে না।

   

ইরাকে কুর্দি ঘাঁটিতে পাল্টা হামলা তুরস্কের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আঙ্কারার আত্মঘাতী বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালায় তুরস্ক সরকার। তুর্কি প্রশাসন মতে, এই হামলায় অন্তত ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। আঙ্কারার বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় দেশটি।

এতে কুর্দিসংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে বলে জানায় প্রশাসন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পিকেকের ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে রোববারের বিমান হামলা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের গারা, হাকুর্ক, মেটিনা ও কানদিলে পিকেকের ঘাঁটিগুলোতেও বিমান হামলা চলানো হয়।

এর আগে গত রোববার (১ অক্টোবর) তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একজন হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে এসে আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণে হামলাকারী মারা যায়। এর পরে, দ্বিতীয় হামলাকারী মন্ত্রণালয়ের গেটে গার্ডদের দিকে গুলি চালায়। পুলিশ তাকে গুলি করে হত্যা করতে সমর্থ হয়।

তবে এ সময় দুই কর্মকর্তা আহত হন। একজনের বুকে গুলি লাগে এবং আরেকজনের দুই পায়ে ও চোখে আঘাত লাগে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। হামলার পর ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তুর্কি পার্লামেন্টের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে এই বিস্ফোরণ ঘটে। পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই হামলাকে সন্ত্রাসবাদের চূড়ান্ত অবস্থান হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে এর দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী পিকেকে। 

পিকেকের দাবি, হামলাটি তাদের সঙ্গে যুক্ত একটি গ্রুপ করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি -পিকেকে তুরস্ক, ইইউ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, ১৯৭০ এর দশকের শেষের দিকে পিকেকে গঠিত হয় এবং ১৯৮৪ সালে তুর্কি সরকারের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম শুরু করে। তারা তুরস্কের মধ্যে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্রের জন্য সংগ্রাম করছে। ১৯৯০-এর দশকে পিকেকে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে পিছিয়ে যায়। এর পরিবর্তে কুর্দিদের জন্য স্বায়ত্তশাসনের আহ্বান জানায়।

;

পার্কে ভালুকের আক্রমণে প্রাণ গেল দম্পতির



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কানাডার একটি পার্কে ভালুকের আক্রমণে এক দম্পতিসহ তাদের পোষা কুকুর প্রাণ হারিয়েছেন।

সোমবার (২ অক্টোবর) পার্ক কর্মকর্তা ও নিহতদের এক বন্ধুর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্কে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংস্থা পার্কস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, জিপিএস ডিভাইসের মাধ্যমে গত শুক্রবার গভীর রাতে ব্যানফ ন্যাশনাল পার্কের ইয়া হা টিন্ডা রাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে একটি ভালুকের আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়। খুব রাগান্বিত অবস্থায় থাকা ভালুকটির আক্রমণের শিকার হন ওই দম্পতি।

বিয়ার সেফটি অ্যান্ড মোরের প্রতিষ্ঠাতা এবং নিহতদের পরিবারের একজন বন্ধু কিম টিচেনার জানান, নিহতরা কানাডিয়ান দম্পতি এবং তাদের একটি কুকুরও সঙ্গে ছিল।

টিচেনার ভালুকের সুরক্ষা এবং ভালুকের মূল্যায়নের প্রশিক্ষণ দেন। তিনি বলেন, পার্কে অনেক মানুষের সমাগোমের কারণে এ ধরনের ঘটনা সম্প্রতি বাড়ছে। কিন্তু এই ঘটনার মতো মারাত্মক আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। বিশ্বে শতকরা ১৪ ভাগ গ্রিজলি ভালুকের আক্রমণের প্রাণহানির ঘটনা ঘটে।

;

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭, আটকা পড়েছে ২০



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মেক্সিকোর তামাউলিপাস রাজ্যে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৭ জন নিহত এবং আরও ২০ জন আটকা পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ পড়ে যাওয়ার ঘটনায় এই পর্যন্ত ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ধসের সময় প্রায় গীর্জায় অন্তত ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, গির্জার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।স্বজনেরা ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে আছে। যারা ভিতরে আটকা পড়েছিল তাদের অনুসন্ধান কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে জড়ো হওয়াদের কাছ থেকে নীরবতার অনুরোধ করছে কর্তৃপক্ষ। এতে তারা ভিতরে আটকে পড়া কেউ সাহায্যের জন্য ডাকছেন কিনা শুনতে পাবেন। ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে। এটি একটি কঠিন সময়। প্রভু আমাদের সাহায্য করুন।

;

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার জানিয়েছে, সোমবার ভোরে সুয়েজ খাল সংলগ্ন শহর ইসমাইলিয়ায় একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের নিরাপত্তা অধিদফতর আগুনে পুড়ে গেছে।

দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

;