১৬ ফুট লম্বা অজগরের পেট থেকে বাছুর উদ্ধার!

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৬ ফুট দৈর্ঘ্যের অজগর জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটি জীবন্ত বাছুরকে গিলে ফেলার চেষ্টা করছিল। তবে বাছুরটিকে সম্পূর্ণ গিলে ফেলার আগেই এই দৃশ্য রাখলরা দেখতে পায়। তাৎক্ষণিক তারা অজগরের চোয়াল থেকে বাছুরটিকে লাঠির সাহায্য উদ্ধার করে। কিন্তু তাও শেষ রক্ষা হয়নি বাছুরটির। উদ্ধারের আগেই বাছুরটি মারা যায়। পরে অবশ্য এলাকাবাসী সাপটিকে না মেরে জঙ্গলে ছেড়ে দেয়।  

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার চিত্রহাট এলাকার পারনা গ্রামের যমুনা জঙ্গলে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

গ্রামবাসীদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ঘটনাটি তারা বন বিভাগকে জানালেও তাদের দল পশুটিকে উদ্ধার করতে সময়মতো পৌঁছায়নি।

তারা অভিযোগ করে বলেন, বন বিভাগের কর্মকর্তারা সঠিক সময়ে পৌঁছালে হয়তো বাছুরটিকে বাঁচানো সম্ভব হতো। 

এ ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।