নিউইয়র্কের দিনলিপি-৩



আমান-উদ-দৌলা
নিউইয়র্কের দিনলিপি-৩

নিউইয়র্কের দিনলিপি-৩

  • Font increase
  • Font Decrease

১. 'সাটেনিক ভার্সেস' গ্রন্থের প্রখ্যাত লেখক সালমান রুশদীকে (৭৫) গত শুক্রবার নিউইয়র্ক রাজ্যের বাফেলোতে এক সভায় বক্তৃতা করার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। তার একটি চোখ, হাত ও পেটে কিডনী ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

তাকে আঘাতকারী নিউজার্সির অধিবাসী হাদি মাতারকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।

ঘটনার পর পরই হেলিকপটারে করে নিয়ে যাওয়া হয় পেনসিলভেনিয়ার একটি হাসপাতালে। তিনি শনিবার দুপুর পর্যন্ত অজ্ঞান অবস্থায় ভেন্টিলেশনে আছেন। তার অবস্থা খুব ভাল নয় বলে জানা গেছে।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার সরকার প্রধানসহ অনেকেই এই হামলার নিন্দা জানিয়েছে ও তার প্রতি সমবেদনা জানিয়েছেন।

২. ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত আগাম প্রাইমারী ইলেকশন নিউইয়র্ক স্টেটে। আগামী ২৩ আগস্ট ভোটের দিন। এর ভিত্তিতে সাধারণ নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমগ্র নিউইয়র্ক রাজ্য প্রায় বাংলাদেশের সমান। ৫৪ হাজার ৫৫৫ বর্গমাইল। এর মধ্যেই নিউইয়র্ক সিটি অবস্থিত।

বর্তমান ডেমোক্রেট গভর্নর ক্যাথী হকুলের সংগে রিপাবলিকান প্রার্থী এন্ড্রু জুলিয়ানীর প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এন্ড্রুর বাবা রুডি জুলিয়ানী একসময় নিউইয়র্ক সিটির মেয়র ছিলেন। পরে তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেন।

৩. কংগ্রেসের সিনেটে ঐতিহাসিক সিদ্ধান্ত হলো। ডেমোক্রেট সিনেটরদের ৫১ ভোটে পাশ হলো। ইকনোমিক বিল এর নাম। এতে জলবায়ু সমস্যার কার্বন অপসারনের ৪০ ভাগ সমাধান, সব পেট্রল চালিত গাড়ি ইলেক্ট্রিক গাড়িতে রুপান্তর, প্রত্যেক বাড়িতে সোলার প্য্যনেল দিয়ে গ্যাস-বিদ্যুত- পানির বিকল্প ব্যবস্থা। বড় লোকেরা ১৫ পার্সেন্ট ট্যাক্স দেয়ার ব্যবস্থা। আরও অনেক ব্যবস্থা চালু হবে। সব মিলে প্রায় ৩৬৯ বিলিয়ন ডলারের বিল পাশ হলো সোমবার ভোরে। সারারাত লবিং করে ভোরে ভোট করে পাশ করেছে। প্রেসিডেন্ট বাইডেন ইতিমধ্যে কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া এই বিলে সই করে আইনে পরিনত করেছেন।

৪. অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী হঠাৎ বেড়ে যাওয়ায় অধিকাংশ ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এতো যাত্রী যে তার জন্য যত ফ্লাইট চালু করতে হবে। তার জন্য প্লেন নাই। প্লেন আছে তো পাইলট নাই এবং স্টুয়ার্ড নাই। পেন্ডামিকে সব কলেজ-ইউনিভার্সিটি বন্ধ ছিল। পাইলট ট্রেনিং ইন্সটিটিউটে লোক আসেনি। স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। এখন এই সামারে যখন অনেকে প্লেনে বেড়াতে যেতে চাইছে। তখনই অজস্র ফ্লাইট বাতিলের খবর আসছে।

৫. শুধু কি ফ্লাইটে পাইলট সংকট? অনেক স্কুল ও কলেজে মাস্টার নাই। সবাই নতুন শিক্ষক হায়ার করতে চাচ্ছে। কিন্তু যত চাহিদা তত নেই। সর্বত্র এই ক্রাইসিস। ঠিক হতে কয়েক বছর লাগবে।

৬. ১৫ আগস্ট শোক দিবসে সবচেয়ে বড় কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশি অরাজনৈতিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী। তারা ৫ হাজার লোকের মধ্যে তবারক বিতরণ করবে। এতে থাকবে সাদা ভাত, গরুর মাংসের তরকারি, পানি ও ড্রিংস। নিউইয়র্কের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও কর্মসূচি নিয়েছে। একটি পার্টি হলে দিনটি পালন করবে। এছাড়া বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কের কন্সুলেট অফিস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার শোক দিবস পালন করবে।

৭. প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে তিনি ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন। তার আগে সেপ্টেম্বরের ১৮ তারিখে নিউইয়র্ক পৌঁছাবেন। সময় এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের স্থায়ী মিশনের একটি সূত্র প্রধানমন্ত্রীর এ সফর কনফার্ম করেছেন।

৮. সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ফ্লোরিডায় রাষ্ট্রের দেয়া বাড়ি অবস্থিত। মার-এ-লাগো নামের এই বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালিয়ে ১৫ বাক্স কাগজপত্র নিয়ে এসেছে। দায়িত্ব হস্তান্তরের সময় হোয়াইট হাউজের এই জিনিসপত্র আর্কাইভে রাখার নিয়ম। যদি তা প্রমাণ হয় তাহলে আগামি নির্বাচনে তিনি দাড়াতে পারবেন না। ট্রাম্প এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, এটা 'অসদাচরণ' তার প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে 'বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে'।

৯. ৪৯ জন কংগ্রেসমেন বিল উত্থাপন করেছে। এতে বাংলাদেশি সহ ৮০ লাখ কাগজপত্রহীন গ্রীনকার্ড পেতে যাচ্ছে। 'দ্য রিনিউইং ইমিগ্রেশন প্রভিশন অফ দ্য ইমিগ্রেশন এক্ট অফ ১৯২৯' নামের বিলটি পাশ হলে তারা গ্রীনকার্ড পাবে বলে আশা করা হচ্ছে। ১৯২৯ সালের ৯৩ বছর পর ১৯৭০ সালে এবং ১৯৮৬ সালে লাখ লাখ লোককে গ্রীনকার্ড দেয়া হয়। বিভিন্ন প্রেসিডেন্টের আমলে এরপর কিছু কিছু করে দেয়া হলেও এবার ৮০ লাখ লোককে আবারও গ্রীন কার্ড দেয়ার প্রচেষ্টা চলছে। যারা কোনো অপরাধে দণ্ডিত হন নি। বিভিন্ন কাজে নিরলস কাজ করে আসছেন। তারাই পাবেন গ্রীনকার্ড।

(bbc, nytimes, cnn, ws,j apnews এইসব সহ প্রধান প্রধান অনলাইন পত্রিকা ও নিউজ এজেন্সি থেকে গত ৭ দিনের রিপোর্ট দেখে, তা সংক্ষিপ্ত আকারে 'নিউইয়র্কের দিনলিপি'তে বাংলাদেশের পাঠকদের জন্য পরিবেশন করা হচ্ছে।)

* আমান-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক। সাবেক সম্পাদক-বাংলা বিভাগ, রেডিও ফ্রি এশিয়া, ওয়াশিংটন ডিসি ( ২০১৪-১৬)। সাবেক কূটনৈতিক রিপোর্টার-দৈনিক জনকন্ঠ ( ১৯৯৪-২০০০) One of the founders and First GS of DCAB in 1998. ( Dilpomatic Correspondent Association, Bangladesh)

   

আমার হাতের পাখা যেন তাদের আরাম দিচ্ছে!



মৃত্যুঞ্জয় রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

ছবি: বার্তা২৪, তালপাতার পাখা বিক্রি করছে পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ

  • Font increase
  • Font Decrease

আবু বক্কর (৬২)। বয়সের ভারে অসুস্থ হয়ে তিনি এখন পাকা বিক্রেতা। প্রচণ্ড তাপদাহে মানুষ যখন ঠান্ডা বাতাসের প্রশান্তি খুঁজছে, তখন তিনি গ্রামে গ্রামে গিয়ে তালপাতার পাখা বিক্রি করছেন।

আবু বক্কর বার্তা২৪.কমকে বলেন, স্ত্রীসহ ছয় মেয়ে নিয়ে আমার সংসার। তবে মেয়েদের বিয়ে দিতে পেরেছি। কিন্তু বয়সের ভারে ঠিকই আমরা একা থেকে গেলাম। শেষ বয়সে গ্রামে গ্রামে তালপাতা পাখা বিক্রি করে সংসার চালাচ্ছি। শুধু সংসার না, এই টাকায় আমার পায়ের শিরার ব্যথার ওষুধও কিনতে হয়। একবেলা ওষুধ না খেলে চলতে পারি না।

এদিকে, পুরনো ব্যবসার ঋণের বোঝা আর অন্যদিকে অসুস্থ হয়ে ওষুধসহ সংসারের খরচ। শেষ বয়সে তালপাতার পাখাই আমার একমাত্র জীবনসঙ্গী বলেন আবু বক্কর।

তালপাতার পাখা বিক্রি করছেন আবু বক্কর, ছবি- বার্তা২৪.কম

বুধবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের কবিগানের অনুষ্ঠানে সরেজমিন দেখা যায়, একপাশে তালপাতার পাখা বিক্রি করতে ব্যস্ত ছোট্ট পাঁচ বছরের শিশু মাহমুদুল্লাহ। এই গরমে যখন তার ঘরে থাকার কথা, তখন সে নানা-নানীর সঙ্গে এসে তালপাতার পাখা বিক্রি করছে। কবিগানে বসে থাকা সব শ্রোতার কাছে গিয়ে বলছে, পাখা লাগবে, পাখা! কথা বলতে চাইলেও এ পাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে, ক্রেতার কাছে।

এক ফাঁকে তাকে কাছে পেয়ে জিজ্ঞাসা করা হয়, এই বয়সে পাখা বিক্রি করছো কেন! এ প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে মাহমুদুল্লাহ বলে, প্রচণ্ড গরমে স্কুল ছুটি। তাই, নানা-নানীর সঙ্গে চলে এসেছি মেলায় পাখা বিক্রি করতে। মানুষজন আমার কাছ থেকে যেন বেশি পাখা কেনে (ক্রয়), তাই আমি মেলায় তাদের সঙ্গে এসেছি।

অনেক উৎসাহের সঙ্গে সে বলে, গরমে আমার হাতের পাখায় যেন তাদের আরাম দিচ্ছে! মেলা হলে আমি সেখানে চলে যাই পাখা বিক্রি করতে। ঘোরাঘুরিও হয় আর টাকা ইনকামও হয়। টাকার জন্য বের হয়ে পড়েছি। আমরা পাখা বিক্রি করে পেট চালাই। নানা-নানী বুড়ো হয়ে গেছে। তাই, আমি সঙ্গে এসে তাদের কষ্টটাকে একটু ভাগাভাগি করে নিচ্ছি।

যেখানে প্রচণ্ড তাপে মানুষজন নাজেহাল, সেখানে ছোট্ট মাহমুদুল্লাহ ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাখা বিক্রি করতে। ছোট্ট শিশু হলেও গরম যেন তার কাছে কিছু না, পেটের তাগিদে!

আরেক পাখা বিক্রেতা তালা উপজেলার হরিণখোলা গ্রামের বাসিন্দা ভদ্রকান্ত সরকার (৭০)। ১২-১৪ বছর ধরে এই পেশায় আছেন তিনি।

চলছে তালপাতার পাখার বিকিকিনি, ছবি- বার্তা২৪.কম

শেষ বয়সে পাখা কেন বিক্রি করছেন এমন প্রশ্নের উত্তরে বার্তা২৪.কমকে ভদ্রকান্ত বলেন, চাল কিনে খেতে হয়। খুব কষ্টের সংসার! ছেলে-মেয়ে আছে। তারা তাদের মতো কাজ করে খায়। মা বাবার বয়স হয়ে গেলে ছেলে আর আমাদের থাকে না। আমরা বৃদ্ধ বয়সে কেমন আছি, সেটা জানার সুযোগ তাদের থাকে না। শেষজীবনটা এভাবে পাখা বিক্রি করে কাটিয়ে দেবো। কী আর করবো! কপালে যা আছে, শেষপর্যন্ত তাই হবে। কপালে ছিল, এমন বৃদ্ধ বয়সে গ্রামে গ্রামে পাখা বিক্রি করতে হবে!

;

৪ লাখ বছর আগে আদিম মানুষের যাত্রা শুরু



ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

ছবি: সংগৃহীত, নিউ সায়েন্টিস্ট থেকে

  • Font increase
  • Font Decrease

৪ লাখ বছর আগে রাশিয়ার সাইবেরিয়া থেকে আদিম মানুষের যাত্রা শুরু হয়েছিল বলে নতুন এক গবেষণা থেকে জানা গেছে। এখান থেকে যাত্রা শুরু করে এই গোত্রের মানুষ পরে উত্তর আমেরিকায় পৌঁছে যায়।

নতুন এক গবেষণা জানাচ্ছে, সাইবেরিয়ায় নতুন একটি এলাকার সন্ধান পাওয়া গেছে, যেখানে ৪ লাখ ১৭ হাজার বছর আগে হোমিনিনস (Hominins) গোত্রের মানুষের উপস্থিতি ছিল। এই গোত্রের মানুষ ডিরিং ইউরিআখ এলাকায় বাস করতেন। সেখান থেকে তারা উত্তর আমেরিকায় পৌঁছে যায় বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের এক গবেষক।

১৬ এপ্রিল চেক অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষক জন জেনসেন এক সংবাদ সম্মেলন করে নতুন এ তথ্য প্রকাশ করেন। গবেষণাবিষয়ক সংবাদ সাময়িকী নিউ সায়েন্সটিস্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে জন জেনসেন বলেন, আমরা আগে যে ধারণা করতাম, তারও আগে থেকে হোমিনিনস গোত্রের মানুষ সাইবেরিয়ার ডিরিং ইউরিআখ এলাকায় বসবাস করতেন। ৪ লাখ ১৭ বছর আগে থেকেই তারা এই এলাকায় বসবাস করতে বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের অবস্থান ছিল উত্তর অক্ষাংশে।

তিনি বলেন, আরেকটি আদিম গোত্রের মানুষের সন্ধান পাওয়া যায়, যারা আর্কটিক অঞ্চলে বাস করতেন। ৪৫ হাজার বছর আগে তাদের সন্ধান পাওয়া যায়নি।

 

;

উদাল: রাস্তায় বিছিয়ে দেয় ফুলের গালিচা



মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
উদাল: রাস্তায় বিছিয়ে দেয় ফুলের গালিচা

উদাল: রাস্তায় বিছিয়ে দেয় ফুলের গালিচা

  • Font increase
  • Font Decrease

উদাল, সোনালি হলুদ সৌন্দর্যে মুগ্ধতা ছড়ানো মাঝারি সাইজের বৃক্ষ। পত্রঝরা উদাম শরীরে পুরো গাছজুড়ে শুধুই সোনালি হলদে রঙের ফুল। বসন্তে হলদে পাপড়ি ঝরে রাস্তায় বিছিয়ে দেয় ফুলের গালিচা। প্রকৃতির এক অপর সৌন্দর্য উদাল বৃক্ষ ও তার ফুল।

উদাল আমাদের দেশীয় উদ্ভিদ। এদের প্রিয় আবাস পাহাড়ি এলাকা হলেও আগে সারাদেশেই কমবেশি দেখা যেত। নির্বিচারে গাছ উজাড় হতে থাকায় অন্য গাছের সাথে এ দেশী গাছটিও বিপন্ন। ঢাকার মিরপুর জাতীয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, বাংলা একাডেমি, ঢাকার রমনা পার্ক, ময়মনসিংহের ব্রহ্মপুত্র তীরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কসহ সমতলের অনেক স্থানে উদাল দেখা যায়। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবান ও কক্সবাজারের মিশ্র চিরসবুজ বন এবং গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের পাতাঝরা শালবনের স্যাঁতসেঁতে জায়গায় বিক্ষিপ্তভাবে উদাল গাছ দেখা যায়।


উদালের বৈজ্ঞানিক নাম স্টারকুলিয়া ভেলোসা। ইংরেজিতে এটিতে হেয়ারি স্টারকুলিয়া বা এলিফ্যান্ট রোপ ট্রি নামে ডাকা হয়। এ গাছের বাকল থেকে এক প্রকার উন্নতমানের তন্তু পাওয়া যায়। এ তন্তু দিয়ে হাতি বেঁধে রাখার দড়ি বানানো হতো বলেও ইংরেজিতে এমন নামকরণ। আমাদের দেশে স্থানীয়ভাবে এটি চান্দুল নামেও পরিচিত। এই উদ্ভিদ মগ ও মারমাদের কাছে ফিউ বান, গারোদের কাছে উমাক এবং ম্রোদের কাছে নাম সিং নামে পরিচিত।

উদাল ২০ মিটার বা ততোধিক লম্বা হয়। এদের বাকল সাদাটে রঙের। এদের পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও পাতা খাঁজকাটা, পাতার প্রশাখার আগায় পাতা ঘনবদ্ধ। ফুলগুলি সোনালি হলুদ রঙের, ফুলের ভেতর বেগুনি। এর ফল কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে গাঢ় লাল রঙের হয়। বীজের রং কালো। বীজ স্বাদ অনেকটা বাদামের মতো হওয়ায় কাঠবিড়ালীর প্রিয় খাবার। তবে মানুষও এর ফল খেয়ে থাকে। বাকল থেকে আঁশ পাওয়া যায়। এ আঁশ দিয়ে দড়ি তৈরি হয়। কাঠ বাদামি রঙের, সাধারণত নরম ও হালকা হয়। এই গাছের কাঠ দিয়ে চায়ের বাক্স বানানো হয়।

উদাল ফল খাচ্ছে ইরাবতী কাঠবিড়ালি। ছবি: তবিবুর রহমান

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বার্তা২৪.কম-কে জানান, এ গাছ দেশের বন-জঙ্গলে প্রচুর হতো। এ গাছের পাতার বোঁটা দিয়ে শরবত বানানো হয়। উঁচু গাছ থেকে পাতার বোঁটা সংগ্রহ করা কষ্টসাধ্য হওয়ায় বড় বড় গাছ কেটে ফেলা হয়। এরপর এর গোড়া থেকে অনেক নতুন নতুন ডালপালা গজালে সেখান থেকে পাতার বোঁটা সংগ্রহ করা হয়। এছাড়াও উদাল গাছ থেকে স্বচ্ছ আঠা পাওয়া যায়। যা দিয়ে কনফেকশনারিসহ নানাবিধ কাজে ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, এ উদ্ভিদ বর্তমানে বিপন্ন প্রজাতির। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তিনশ উদাল গাছের চারা বিভিন্ন স্কুল কলেজে বিতরণ করেছে। এবারও প্রায় পাঁচশ চারা বিতরণ করা হবে।


ড. জসীম বলেন, উদলের বাকলের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। ফুলের বৃন্ত ছেঁচে জলের সঙ্গে চিনি দিয়ে শরবত করে খেলে প্রস্রাবের সমস্যা ও বাতের ব্যথা দূর হয়। তবে খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।

রাঙ্গামাটি বনবিভাগের এসিএফ তবিবুর রহমান জানান, উদালের বীজের স্বাদ অনেকটা বাদামের মতো হওয়ায় কাঠবিড়ালির খুব প্রিয়। তবে এ বীজ মানুষও খেয়ে থাকে।

তিনি আরও জানান, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফসিল ৪ অনুযায়ী উদালকে বাংলাদেশের ‘মহাবিপন্ন’ প্রজাতির তালিকাভুক্ত উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

;

বরিশালের শত বছরের ঐতিহ্যের স্মারক শীতলপাটি



এস এল টি তুহিন, করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের পাটিকররা তাদের নিপুণ হাতের তৈরি শীতলপাটির জন্য বিখ্যাত।

উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী গ্রাম, রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া, রাজাপুর গ্রাম ও গারুড়িয়া ইউনিয়নের সুখী নীলগঞ্জ ও হেলেঞ্চা গ্রামে এখনো তৈরি হয়, ঐতিহ্যের অনন্য স্মারক দেশ বিখ্যাত শীতলপাটি।

এই উপজেলায় এখন এক হাজারের বেশি পরিবার শীতলপাটি তৈরি করে সংসার চালাচ্ছে।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে প্রবেশ করে যতদূর দু’চোখ যায়, দেখা মেলে পাইত্রাগাছের বাগান। গ্রামীণ সড়কের দুই পাশে দেখা মেলে বড় বড় পাইত্রা বা মোর্তাগাছের ঝোপ। বাড়ির আঙিনা, পরিত্যক্ত ফসলি জমি, পুকুর পাড়, সব জায়গাতেই বর্ষজীবী উদ্ভিদ তরতাজা পাইত্রাগাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। গ্রামীণ জনপদের আভিজাত্যের স্মারক শীতলপাটি তৈরি হয়, এই পাইত্রাগাছের বেতি দিয়ে।

জানা গেছে, এসব গ্রামে পাইত্রাগাছের আবাদ হয়ে আসছে শত শত বছর ধরে। পাটিকরদের পূর্বপুরুষেরা যে পেশায় নিয়োজিত ছিলেন, আজও সেই পেশা ধরে রেখেছেন বাকেরগঞ্জের পাটিকররা।

এখনো এই সব গ্রামে ‘পাটিকর’ পেশায় টিকে আছে প্রায় এক হাজার পরিবার। আর তাদের সবার পেশাই শীতলপাটি বুনন। ফলে, উপজেলার এসব গ্রাম এখন ‘পাটিকর গ্রাম’ নামে পরিচিত।

সরেজমিন দেখা যায়, কাঁঠালিয়া, রাজাপুর ও গারুড়িয়া ইউনিয়নের সুখী নীলগঞ্জ ও হেলেঞ্চা গ্রামে এখনো গ্রামীণ সড়ক দিয়ে ভেতরে প্রবেশ করতেই ছোট ছোট টিনশেড ও আধাপাকা ঘরগুলোর বারান্দায় নারী-পুরুষ ও শিশুরা মিলে নানান রঙের শীতলপাটি বুনতে ব্যস্ত সময় পার করছেন।

কাঁঠালিয়া গ্রামের সবিতা রানীর পরিবারের সবাই মিলে দিনরাত ব্যস্ত সময় কাটান শীতলপাটি তৈরি করতে। একটু সামনে এগুতেই কথা হয়, প্রিয়লাল পাটিকরের সঙ্গে।

তিনি বলেন, পরিবারের পাঁচ সদস্য মিলে একটি পাটি তৈরি করতে কয়েকদিন চলে যায়। প্রতিজনের দৈনিক মজুরি ১০০ টাকা করেও আসে না। তারপরেও কিছু করার নেই। বাপ-দাদার পেশা হিসেবে এখনো শীতল পাটি বুনে যাচ্ছি। একদিকে, এখন গরম বেড়েছে, অপরদিকে, বৈশাখ মাস চলছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বৈশাখী মেলায় শীতলপাটির চাহিদা থাকে। তাই, পাইকাররা এসে আমাদের এলাকা থেকে পাটি কিনে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করেন।

স্থানীয় পাটিকররা জানান, এখানকার তৈরি শীতলপাটি আন্তর্জাতিক মানের। কিন্তু প্লাস্টিক পাটির কারণে বাজারে শীতলপাটির চাহিদা কমে গেছে। সে কারণে সরকারিভাবে বিদেশে শীতলপাটি রফতানির কোনো ব্যবস্থা করা হলে পাটিকরদের জীবন-জীবিকা ভালো চলতো।

পাশাপাশি শীতলপাটি টিকিয়ে রাখতে হলে সরকারের ক্ষুদ্রঋণ দেওয়া উচিত বলেও মনে করেন তারা। নয়ত এই পেশায় টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এ বিষয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক কর্মকর্তাসহ জাইকা সংস্থার মাধ্যমে উপজেলার পাটিকরদের মধ্যে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে। ফলে, নতুন নতুন ডিজাইনের শীতলপাটি তৈরি করা সম্ভব হচ্ছে। পাশাপাশি আমরা তাদের সরকারি বিভিন্ন রকম সহায়তা দেওয়ার চেষ্টা করছি।

;