নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী (ডানে)। ছবি: সংগৃহীত
বিনোদন
জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১২ জানুয়ারি) গভীর রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিজ্ঞাপন
আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা।
ফেসবুকে তিনি লেখেন, রায়হান রাফীর আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।
তমা মির্জা আরও লেখেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।
বিজ্ঞাপন
আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
দিলনাওয়াজ নামের দরিদ্র মেয়েটি রাজপ্রাসাদে আসার পর অসুস্থ রাজপুত্র সুস্থ হয়ে ওঠে। রানির চোখে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে ছোট্ট দিলনাওয়াজ। রাজপ্রাসাদেই শিশু থেকে তরুণী হয়ে ওঠে সে, তারপর একদিন হয়ে ওঠে শাহজাদা শমসেরের চোখের মনি। কিন্তু তাদের প্রেম পরিণতি পায় না। বরং রাজপুত্রের জন্য মালা গাঁথতে গাঁথতে মৃত্যুর দিকে ধাবিত হয় রূপবতী বাঁদি দিলনাওয়াজ। এমন গল্পে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ঢাকার মঞ্চে আসছে প্রখ্যাত নৃত্যজন লুবনা মরিয়মের সংগঠন ‘সাধনা’র নতুন নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’।
রাজপুত্রের সঙ্গে বাঁদির প্রেমের এ কাহিনি লেখা হয়েছে প্রায় শত বছর আগে। উর্দু ভাষায় গল্পটি লিখেছিলেন রাহাত আরা বেগম। তার এই গল্পকে উপজীব্য করে প্রস্তুত করা হয়েছে নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। ভালোবাসা দিবস উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নৃত্যনাট্যটি। এতে দিলনাওয়াজের ভূমিকায় অভিনয় করেছেন মুবাশশিরা কামাল ইরা। শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা শোভা। তারা ছাড়াও এ নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।
‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যে নাঈম, ইরা ও শোভা
নৃত্যশিল্পী আবু নাঈম বলেন, ‘এতো বছর আগের গল্পে নৃত্যাভিনয় করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এতো বছর আগে এ রকম হৃদয়ছোঁয়া একটা গল্প লিখেছেন, তা ভাবা যায় না। আমরা তরুণ প্রজন্মের কাছে নৃত্যের আবহে গল্পটা তুলে ধরতে পারছি, এটা আমাদের জন্য আনন্দের।’
‘দিলনাওয়াজ’র প্রধান চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশিরা কামাল ইরা বলেন, ‘এই নৃত্যনাট্যটি আমার সংক্ষিপ্ত পারফরমার জীবনের একটি মাইলফলক হতে যাচ্ছে। জীবনের প্রথম নৃত্যনাট্যে কাজ করছি, সেটাও প্রধান চরিত্রে, এ এমন এক অনুভূতি যা বলে বোঝানো যাবে না। আমি এই অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যেতে চাই।’
‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মুবাশশিরা কামাল ইরা
‘দিলনাওয়াজ’ নৃত্যনাট্যের নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুল শংকর ঘোষ, শিল্প নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এটি মঞ্চস্থ হবে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে। প্রদর্শনীর আগে বনানীর যাত্রা বিরতি ও শিল্পকলা একাডেমিতে পাওয়া যাবে টিকিট।
দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক
বিনোদন
মেয়ে দুয়া জন্মের পর দীপিকা পাড়ুকোন সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজ হাতে সন্তানকে বড় করতে চান। ঠিক যেভাবে তার মা তাকে গড়ে তুলেছিলেন। যে কারণে দীপিকা নতুন কোনও কাজও হাতে নেননি।
সন্তান জন্মের পর প্রথম দেশের বাইরে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা
তবে কাজপাগল দীপিকার পক্ষে আর কতদিনই বা ঘরে বসে থাকা সম্ভব। কয়েকদিন আগেই ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের ২৫ বছর পূর্তিতে র্যাম্পে হাজির হন দীপিকা। এখানে তাকে রেট্রো এবং বোহো ভাইবস লুকে দেখা যায়। যদিও তার সেই লুকের সঙ্গে এভারগ্রীন অভিনেত্রী রেখার পুরনো দিনের সাজের মিল পেয়েছেন দুষ্টু নেটিজেন! দীপিকা এ যাত্রায় কম ট্রোল হননি।
ডিজাইনার মনিকা এবং কারিশমার ডিজাইনে একটি ফ্লোয়েবল কালো গাউন পরেছিলেন দীপিকা । ছবি: ফেসবুক
এবার সন্তান জন্মের পর প্রথম দেশের বাইরে কোনও অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা। এবং এটাই মা হওয়ার পর দীপিকার প্রথম রেড কার্পেট লুক। ২০২২ সাল থেকে ফরাসি জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। দুবাইতে এই ব্র্যান্ডের রজতজয়ন্তী উদযাপনে অসাধারণ লুকে দেখা গেছে তাকে।
দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক
এই উপলক্ষে দীপিকা পাড়ুকোন ডিজাইনার মনিকা এবং কারিশমার ডিজাইনে একটি ফ্লোয়েবল কালো গাউন পরেছিলেন। চুল বেঁধেছিলেন সুন্দর খোঁপায়। সুরমায় আঁকা চোখের সঙ্গে গ্ল্যামারাস লুক তাকে আরও উজ্জ্বল করে তুলেছিলো। ৬৩.৭৬ ক্যারেটের হিরের নেকলেস তার সমস্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিলো।
দীপিকা পাড়ুকোন । ছবি: ফেসবুক
অভিনেত্রী নিজেই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধুদের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা।’
দীপিকার সাম্প্রতিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । ছবি: ফেসবুক
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন গত সেপ্টেম্বরে মেয়ে সন্তানের জন্ম দেন। তাকে শেষবার রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ সিনেমায় দেখা গিয়েছিলো।
‘মনেরই খাতায়’ মিউজিক ভিডিওতে তনয়া হোসেন ও শাহজাদা কবির শুভ
বিনোদন
তরুণ প্রজন্মের মডেল ও অভিনেতা শাহজাদা কবির শুভ ভালোবাসা দিবসের প্রাক্কালেই আসছেন নতুন মিউজিক ভিডিও নিয়ে। ভালোবাসার আবেশে মোড়ানো এই মিউজিক ভিডিওর নাম ‘মনেরই খাতায়’।
আজ রাত ৮টায় নামের ‘আরটিটি প্রোডাকশন’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত হবে। নিয়মিত নাটক, বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি এবং মিউজিক ভিডিওতে কাজ করলেও এই কাজটি নিয়ে শুভ দারুণ এক্সাইটেড।
‘মনেরই খাতায়’ মিউজিক ভিডিওতে শাহজাদা কবির শুভ
তিনি বার্ত২৪.কমকে বলেন, ‘‘এই কাজটি করার পর যখন প্রথমবার সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাই তখন থেকেই আমার ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন। তাদের অপেক্ষা আজই শেষ হচ্ছে। ‘মনেরই খাতায়’ মিউজিক ভিডিওটিতে প্রেম, আকাক্সক্ষা এবং অব্যক্ত আবেগের যাত্রা দেখানো হয়েছে। আশা করছি কাজটি সবার ভালোলাগবে। দেখতে হলে আরটিটি মিডিয়া প্রোডাকশনের সাথে থাকুন।’
‘মনেরই খাতায়’ গানটির কথা, সুর, সঙ্গীত করার পাশাপাশি গানটি গেয়েছেন কিবরিয়া কে.বি। গালিব হোসেন বিশালের গল্প ভাবনায় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আব্দুল্লাহ মেহেদী। গল্প বিন্যাসে পরিচালক নিজেও হাত লাগিয়েছেন। শুভ’র বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে তনয়া হোসেনকে।
শাহজাদা কবির শুভ
প্রসঙ্গত, শাহজাদা কবির শুভ বেশ লম্বা সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। শুধু ক্যামেরার সামনে নন, ক্যামেরার পেছনে নির্মাতা হিসেবেও তিনি বেশকিছু কাজ করেছেন। নিজেকে প্রতিনিয়ত ঝালাই করার জন্য নিয়মিত থিয়েটার চর্চা করছেন। তার সাম্প্রতিক মঞ্চ নাটক ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম প্রথিবী’। এটি নির্দেশনা দিয়েছেন মঞ্চ নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা এষা ইউসূফ। নাটকটি ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে।
ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় চরকিতে আসছে ওয়েব ফিল্মটি। তার আগে কিছু ধারণা দিয়েছে ‘ঘুমপরী’র ফোরটেস্ট। সেখানে উঠে এসেছে চরিত্রদের বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি। জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন।
ফোরটেস্টে তাদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের পোশাকে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, ‘অপেক্ষায় আছি’। ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকিতে আসছে ‘ঘুমপরী’। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শক হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতটাই দিয়েছেন। তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের দৃশ্যে তানজিন তিশা ও প্রীতম হাসান
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ’কাজটা করবো কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারবো কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’
‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলের তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা।
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের দৃশ্যে তানজিন তিশা
তানজিন তিশা বলেন, “জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ‘ঘুমপরী’ তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরমেন্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।”
পারশা মাহজাবীন জানান, তার পছন্দের জনরার গল্প ‘ঘুমপরী’। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে। কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের দৃশ্যে পারশা মাহজাবীন
দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। তিনি আশা করছেন সব বয়সী দর্শকই কাজটি পছন্দ করবেন।
বলা প্রয়োজন, ১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ’মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রোতারা মনে করছেন, ভালোবাসা দিবসকে আরও রাঙিয়ে তুলতে পারে গানটি। এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। মেহেদী হাসানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কণ্ঠশিল্পী নিজেই।