ভারতীয় বহুল প্রশংসিত প্রবীণ শিল্পী মনোজ মিত্র মারা গেছেন। কয়েক বছর ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই অমর মিত্র। মনোজ মিত্রের প্রয়াণে শিল্পী সমাজ ছাড়াও শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে ইহলীলা ত্যাগ করে পরপারে চলে গেলেন মনোজ মিত্র। গুণী এই শিল্পী কাজ করেছেন অসংখ্য সিনেমাতে। এছাড়াও তিনি একাধারে প্রশংসা কুড়িয়েছিলেন মঞ্চে কাজ করেও। তার লেখা নাটকও অনেক প্রশংশিত হয়েছিল।
বিজ্ঞাপন
গত সেপ্টেম্বরেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন মনোজ। তখন অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, তবে এবার আর শেষরক্ষা হলো না। চিকিৎসাচলাকালে হাসপাতাল থেকে জানানো হয়েছিল তার হৃদকার্যে অসুবিধা হচ্ছিল। রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই অভিনেতা।
৮৬ বছর বয়সী অভিনেতা মনোজ মিত্র জন্মগ্রহণ করেছিলেন এপার বাংলায়। খুলনার সাতক্ষীরার চোক্কামোক্কাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের পর সপরিবারে পশি্চমবঙ্গে পাড়ি জমান তারা।
বিজ্ঞাপন
তার সবচেয়ে আলোচিত কাজ হলো বাঞ্ছারামের বাগানে, সেখানে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও, মিত্র তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্তের মতো নামকরা পরিচালকের সঙ্গে অসংখ্য কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনার জন্যও তার বেশ সুনাম ছিল। তার লেখা নাটকগুলোর মধ্যে বহুল আলোচিত নাটক হলো- বোগল ধীমান, সাজানো বাগান , চোখে আঙ্গুল দাদা , কালবিহঙ্গো , পরবাস , অলোকানন্দর পুত্র কন্যা , নরক গুলজার , অশ্বথামা , চকভাঙ্গা মধু , মেষ ও রাখশ , নয়শো ভোজ , ছায়ার প্রশাদ , দেশ্বরম , শ্বরপদ , শ্বরপদ্ম প্রভৃতি।
মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ, যিনি পরে নারীতে রূপান্তরিত হন। এমন গল্প নিয়ে স্বর্ণপামজয়ী ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের নতুন মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এ সিনেমার চার অভিনেত্রী। তাদেরই একজন বিশ্ববিখ্যাত পপ গায়িকা সেলেনা গোমেজ।
কানের পর এবার এবার ৮২তম গোল্ডেন গ্লোবেও চমক দেখাতে আসছেন সেলেনা ও তার ছবিটি। কেননা, এবার গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। সেলেনা ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য সিনেমা শাখায় মনোনয়নতো পেয়েছেনই, একইসঙ্গে ড্রামা শাখাতেও মনোনয়ন রয়েছে তার। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে তিনি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।
‘টাইটানিক’ সিনেমাখ্যাত কেট উইন্সলেটও পেয়েছেন সিনেমা (লি) ও লিমিটেড সিরিজ (দ্য রেজিম)- দুই শাখাতেই মনোনয়ন।
দুই মনোনয়ন পেয়েছে কানে পুরস্কারজয়ী ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গতকাল ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট।
২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।
৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ মনোনয়ন তালিকা-
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪) অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স) কনক্লেভ (ফোকাস ফিচার্স) ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স) নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস) সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স) দ্য ব্রুটালিস্ট।
এবারের বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
আজ (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।
কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীত তারকা বেবী নাজনীন। এছাড়া জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও পারফর্ম করবেন বলে জানা গেছে।
১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
এর আগে সংস্থাটির এমডির দায়িত্বে ছিলেন দিলীপ কুমার বণিক। সরকার পতনের পর গত ৭ আগস্টে সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হয়।
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার আল্লু অর্জুন ভক্ত। প্রিয় তারকাকে সরাসরি দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেন সকলে।
পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এ সময় ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা, পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩২ বছর বয়সী এক নারীর। এছাড়াও ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।
ঘটনাটি যখন ঘটে, তখন অভিনেতা আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছিলেন। তাই নিহতের পরিবারের সদস্যরা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান এবং অভিনেতার পক্ষ থেকে ২৫ লক্ষ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে গুরুতর আহত সেই ছেলেটির চিকিৎসার খরচের দায়ভার নেওয়ারও আশ্বাস দেন আল্লু অর্জুন।
এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
তবে শুধু পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাই নয়, ‘পুষ্পা টু’ মুক্তিকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ না দেখানোয় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি খোদ ছবির পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত।