‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’, ‘তুফান’ সিনেমাগুলো দিয়ে ঢালিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রায়হান রাফী। পাশাপাশি ফ্রাইডে, ৭ নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ার-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। প্রথমবার রাফী নিয়ে আসছেন ওয়েব সিরিজ, এটির নাম ‘ব্ল্যাক মানি’। এতে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেলকে।
রাফীর নির্মাণ মুন্সিয়ানায় দর্শক যেমন মুগ্ধ হয়, তেমনি শিল্পীদেরও স্ক্রিনে সঠিক ব্যবহার হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রুবেলকে দিয়েও এই সিরিজে চমক দেখাবেন রাফী।
বিজ্ঞাপন
সিনেমায় অনিয়মিত নায়ক রুবেল। এই কাজটির মাধ্যমে ৯০ দশকের মারকুটে এই নায়কের ডেভিউ হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়।
শোনা গিয়েছিলো এই সিরিজের নায়িকা হিসেবে থাকবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এমনকি এখন নাকি রাফী এই অভিনেত্রীর প্রেমে পড়েছেন। তবে সেই গুজব মিথ্যা প্রমাণ করে ‘ব্ল্যাক মানি’র নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীকে।
বিজ্ঞাপন
‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানা যায়, এ বছরেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি। বঙ্গ প্রযোজিত ‘ব্ল্যাক মানি’র শুটিং চলতি সপ্তাহে সৈয়দপুরে শুরু হবে। এতে আরো অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার প্রমুখ।
এদিকে গেল সপ্তাহেই রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। ইমন-সারিকা জুটিকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি নিয়ে ইতিবাচক আলোচনাই দেখা যাচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে বড়পর্দার জন্য ‘লায়ন’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন রাফী। যেখানে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শরিফুল রাজ।
১৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহু আলোচিত ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। আর ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হতে চলেছে। নির্বাচনের মুখে এই ছবি মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় নির্মাতা একতা কাপুরকে। অনেকের অভিযোগ, এটি একটি প্রোপাগান্ডা ছবি। গতকাল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন একতা কাপুর।
গতকাল মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির ট্রেলার। একতা কাপুর প্রযোজিত এই ছবির মূল চরিত্রে আছেন ‘টুয়েলভথ ফেল’ দিয়ে তুমুল প্রশংসা কুড়ানো অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির মাধ্যমে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের দুর্ঘটনার কথা তুলে ধরা হয়েছে। গোধরা স্টেশনের কাছে ভোরবেলায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৫৯ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তবে এটা নিছকই কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে ছিল এক গভীর চক্রান্ত। একতা জানান, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির মাধ্যমে সেই সত্য তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
নির্বাচনের মুখে এই ছবি মুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছবিটি নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে। তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়েছেন একতা।
তিনি বলেন, ‘এ ছবির মুক্তির দিন অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। অনেক পরে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আমরা নিশ্চয় গণনা করে জানতে পারিনি নির্বাচন কবে হবে। তাই নির্বাচনের সঙ্গে এ ছবির কোনো লেনদেন নেই। এ ছবিকে ঘিরে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।’
একতা কাপুর আরও বলেন, তিনি সব ধর্মকে সম্মান করেন। সিনেমার মাধ্যমে কোনো ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু বানাতে চাননি। প্রকৃত দোষীদের মুখোশ খুলে দিতে চেয়েছেন।
একতার সুরেই কথা বলেছেন ছবির নায়ক বিক্রান্ত ম্যাসি। তাঁর ভাষ্যে, ‘আপনারা নির্বাচনের সঙ্গে ছবিকে মেলাবেন না। আমাদের দেশে (ভারতে) নির্বাচন আসে–যায়।’ তবে অভিনেতা স্বীকার করেন, এ ছবিতে অভিনয়ের জন্য তিনি একের পর এক হুমকি পাচ্ছেন।
‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে একতা বলেন, ‘না। আমরা এ ছবির জন্য মোদি বা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাইনি।’ তবে নরেন্দ্র মোদিকে এ সিনেমা দেখাতে চান বলেও জানান বলিউডের এই প্রভাবশালী প্রযোজক।
রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।’
মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘সুরের ধারা’ গড়ে তোলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিগত সরকারের আমলে ‘সুরের ধারা’র স্কুল পরিচালনার জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধ সংলগ্ন একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়।
তরুণ প্রজন্মের ব্যস্ত সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। প্রতিনিয়ত স্টেজ শো, টিভি অনুষ্ঠান আর রেকর্ডিং করছেন। নিয়মিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আসছে মিউজিক ভিডিও। ‘ঢাকাতে জ্যাম’-এ দারুণ সাড়া ফেলার পর আরেকটি নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন তিনি। সমসাময়িক বিষয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ
মাসিদ রণ: সোশ্যাল মিডিয়ায় আপনি আজকাল খুব প্রতিবাদী...
জাকিয়া সুলতানা কর্ণিয়া: একে তো ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, এরমধ্যে একে অন্যের পেছনে কথা বলে। এসব সহ্য করা যায়, বলেন? যার কাজ নেই সে কাজ খুঁজবে। তাই বলে আরেক জনের কাজ ছিনিয়ে নিতে যাবে কেন? এত দিন চুপ থেকেছি, এখন থেকে আর চুপ থাকব না। দরকার পড়লে এমন মানুষের মুখোশ খুলে দেব।
মাসিদ রণ: অডিও কম্পানিগুলো গানে লগ্নি কমিয়ে দিয়েছে। এর কী কারণ থাকতে পারে বলে মনে করেন?
জাকিয়া সুলতানা কর্ণিয়া: আগে যেভাবে গানে রেভিনিউ আসত এখন সেভাবে আসে না। দর্শক বেশিরভাগ নাটকের দিকে ঝুঁকেছে বলে মনে হচ্ছে। গান তো মাত্র তিন-চার মিনিটের কনটেন্ট। ফলে বিজ্ঞাপন পেতেও সমস্যা হয়। অন্যদিকে একটা নাটক ৩৫ থেকে ৭৫ মিনিট পর্যন্তও হয়। সেখানে বিজ্ঞাপন দু-তিনবার মাস্ট আসে। একটা ভালো মানের মিউজিক ভিডিও বানাতে কিন্তু একটা নাটকের মতোই খরচ হয়। তাই লগ্নিকারকরা এখন গান থেকে নাটকের দিকেই যাচ্ছেন। এতে অবশ্য সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থা দিন দিন খারাপই হবে।
মাসিদ রণ: সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শো করলেন। বিদেশে শোয়ের নতুন কোন খবর আছে কি?
জাকিয়া সুলতানা কর্ণিয়া: ডিসেম্বরে দুটি দেশের শো চূড়ান্ত। তবে এখন দেশের নাম জানাতে চাই না। ওই যে প্রথমে বললাম, আড়ালে কেউ কলকাঠি নাড়ার চেষ্টা করে। দেশের শো তো আছেই, বিদেশের শো হলে এই ধরনের মানুষ পাগল হয়ে যায়। একজনকে হটিয়ে আরেকজন যাওয়ার চেষ্টা করে।
মাসিদ রণ: নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্নপুর’ নিয়ে জানতে চাই...
জাকিয়া সুলতানা কর্ণিয়া: গতকাল মিউজিক ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশিত হয়েছে। এটি একটি সফট মেলোডিয়াস গান। এ ধরনের গান সাধারনত আমার কণ্ঠে কেউ শোনেন না। কারণ দর্শক শ্রোতারা আমার কণ্ঠে এনার্জিটিক গানই বেশি শুনতে পছন্দ করেন। তাছাড়া আমি যেহেতু স্টেজ শো বেইজড শিল্পী, তাই নিজেও চেষ্টা করি একটু রিদমিক গান করতে। যাতে কনসার্টের দর্শক আনন্দ করতে পারে আমার সাথে। তবে শ্রোতা হিসেবে আমার সফট গান খুব পছন্দ। সেই জায়গা থেকে এই গানটির সুর-সঙ্গীত আমার খুব ভালো লেগেছে। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আমার খুব প্রিয় পার্থ মজুমদার দাদা। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। তার সঙ্গে এর আগেও আমি বেশকিছু মিউজিক ভিডিওর কাজ করেছি। তার নির্মাণ এবং এডিটিং আমার পছন্দসই বলেই বার বার কাজ হচ্ছে। পোস্টার ডিজাইন করেছেন শাহেদ আহসান।
মাসিদ রণ: গানটি তৈরির পেছনের কোন গল্প আছে?
জাকিয়া সুলতানা কর্ণিয়া: সত্যি বলতে পেশাদার শিল্পী হিসেবে আমরা কতো গানই তো গাই। কিন্তু মনের মতো গান খুব কম পাই। অনেকদিন পর পর কিছু পাই যা আলাদাভাবে ভালো লাগে। এই গানটি তেমনই। গানটি করার ব্যাপারে বেশ আগেই প্রস্তাব পেয়েছিলাম। প্রথমবার এর কথা ও সুর শুনেই আমি ভেবেছিলাম এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই প্রকাশ করব। কিন্তু সে সময় আমার চ্যানেলটি ছিলো একেবারেই নতুন। তখন এমন একটি সফট মেলোডিয়াস গান প্রকাশ করা ঠিক হতো না। কারণ এ ধরনের গান মানুষের কাছে পৌঁছতে বেশ সময় লাগে। তাই শুরুর দিকে এমন কিছু গান আমার চ্যানেলে দিয়েছি যা সহজেই দর্শকের কাছে পৌঁছে যাবে। এখন আমার চ্যানেলে বেশ ভালোই সাবস্ক্রাইবার রয়েছে। তাই এই পর্যায়ে এসে গানটি প্রকাশ করা সিদ্ধান্ত নিই।
মাসিদ রণ: এ গানটির কোন বিশেষত্ব আছে?
জাকিয়া সুলতানা কর্ণিয়া: এখন যে ধরনের গান বেশি হচ্ছে তার থেকে এই গানের সুর ও সঙ্গীতায়োজন আলাদা এটুকু বলতে পারি। কারণ, এখন বেশিরভাগ গানই হয় কমার্শিয়াল চিন্তা থেকে। কিন্তু এই গানটি আমি করেছি একেবারেই ভালোবাসার জায়গা থেকে। গানটির কথাগুলোর সঙ্গে দর্শক শ্রোতাদের অনেকের জীবনের মিল খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। কথার সঙ্গে সুর আর সঙ্গীত যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মিউজিক ভিডিওর শুটিং করেছি ৩০০ ফিটের ওইদিকে। যেহেতু ঠাণ্ডা মেজাজের তাই একদিন সন্ধ্যার পর একেবারে নিরিবিলি পরিবেশে শুট করার পরিকল্পনা করি। রাতের ওই নিরবতা দরকার ছিলো আমাদের।
জাকিয়া সুলতানা কর্ণিয়া: গানটি কতো ভিউ হলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। কারণ এরমধ্যে কমার্শিয়াল কোন এলিমেন্ট নেই। মানুষকে সাময়িক বিনোদন দেওয়ার মতো কোন উপকরণও নেই গানটিতে। তবে আমার মানসিক প্রশান্তি এসেছে যে, এমন সুন্দর একটি গান আমার ঝুলিতে থাকলো। গানটি যে কেউ শুনলে বলবে আসলেই গানটি ভালো। যে সব শ্রোতারা জীবনকে গভীরভাবে ধারণ করেন, একটা স্পর্ষকাতর মন রয়েছে যাদের তারা গানটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। সেই সব মানুষের সংখ্যা যতোজনই হোক তাতেই আমি তৃপ্ত। দেখা যাক কি হয়।
বাবা সিদ্দিকীর হত্যার পর তার কাছের মানুষদেরকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাদ যাননি সালমান খানও। কয়েক দফায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। যার দরুণ বলিউড ভাইজানের নিরাপত্তা কঠোর করা হয়েছে।
এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনেই শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ইতোমধ্যেই ফোনকল ট্রেস করে ছত্তিশগড়ে পৌঁছেছে মুম্বাই পুলিশ।
জানা গেছে, ফয়জন নামের এক ব্যক্তিই এই ভুয়া ফোনের নেপথ্যে রয়েছে। অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছে মুম্বাইতে। এই ব্যক্তি কোনও গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।