ঢালিউডের মেধাবী অভিনেতা শরিফুল রাজ আর আলোচিত অভিনেত্রী পরীমণির সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের সম্পর্কের আদ্যোপান্ত জানেন ভক্তরা।
যারা সিনেমার খবর সেভাবে রাখেন না তারাও জানেন এই জুটির সম্পর্কের তিক্ততার কথা। কারণ বিচ্ছেদের সময় এক কথায় ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছিলেন রাজ-পরী।
বিজ্ঞাপন
দুজনের পথ অনেক আগেই চলে গেছে দু’দিকে। তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে। সেই বিচ্ছেদেরও এক বছর পূর্ণ হলো সদ্য। তারপরও কি রাজকে ভুলতে পারছেন না পরী? যদি ভুলেই যেতেন তাহলে এখনো কারণে অকারণে কেন তুলে আনেন রাজের নাম? অভিনেতার প্রতি টান মনে রয়ে গেছেন বলেই কি এখনো অভিসম্পাত ঝরে নায়িকার বক্তব্যে? কেন রাজকে একদম ঝেড়ে ফেলেতে পারেন না পরী? এমন প্রশ্ন কিন্তু অনেকের মনেই রয়েছে।
ঠিক তেমনি আচরণ দেখা গেলো অভিনেত্রীর গতকালকের এক ফেসবুক পোস্টেও। নায়িকা তার বিচ্ছেদের এক বছরপূর্তী উদযাপন করলেন? কথাটা শুনে কেউ ভড়কে যাবেন না। সুন্দর ছবি দিয়ে বিচ্ছেদবার্ষিকী পূর্ণ করার পোস্টকে উদযাপন ছাড়া কি-ই বা বলা যায়? হতে পারে সেটা নায়িকার দুঃখবিলাশ!
যাইহোক, কালকের পোস্টের রাজকে তার জীবনের ভুল মানুষ আখ্যা দিয়ে পরী লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে (রাজকে) ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
স্ট্যাটাসের গোড়ার দিকে পরী অবশ্য লিখেছেন আরেকটি প্রসঙ্গে। তার ভাষ্য, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।’
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন ও চলচ্চিত্র শিল্পী-প্রযোজক হেলেনা জাহাঙ্গীর আর চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা হয়েছে। নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি আজ (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রাসেল মিয়া হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেয়। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ওযু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামায পড়তে পারবে। তার এধরণের বক্তব্য সমস্ত মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যক্কারজনক। যা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এতে আরও বলা হয়, রাসেল মিয়া গত ২১ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবারও কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন। ধর্মকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলে এবং রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারা দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে সচেতন অভিপ্রায় নিয়ে আঘাত করে।
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পায় ‘ভাইয়ারে’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব। এতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। এ সিনেমায় হেলেনা জাহাঙ্গীরও অভিনয় করেন। সেই সিনেমাটির প্রচারণার সময় সিনেমাটিকে পাপমুক্ত বলায় সে সময়েও সমালোচনা তৈরি হয়েছিল।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতকে ঘিরে যা যা বিতর্ক সবটাই তার ব্যক্তিজীবন নিয়ে। বিতর্কিত মন্তব্য করে একটা শ্রেণির অপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে এই তারকার জীবনে সফলতার পাল্লাও অনেক ভারী।
যার চৌদ্দ পুরুষের কেউ বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন না সেই মেয়েটিই এখন এই ইন্ডাস্ট্রির অন্যতম বড় অভিনেত্রী। পাহাড়ি এলাকা হিমাচলের গ্রাম থেকে উঠে আসা অল্প শিক্ষিত মেয়েটি নিজের মেধা আর পরিশ্রম দিয়ে এতো বড় জায়গায় পৌঁছেছেন। এতো কম বয়সে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ফ্যাশন, কুইন, তানু ওয়েডস মানু রিটার্নস, মনিকর্ণিকা, পাঙ্গা ছবিগুলোর জন্য) তিনি ছাড়া আর কোন অভিনেত্রীর ভাগ্যে জোটেনি। পেয়েছেন পদ্মশ্রী, হয়েছেন সংসদ সদস্য।
কঙ্গনার অভিনয় দক্ষতা নিয়ে শত্রুরাও নেতিবাচক কথা বলতে পারেন না। এবার এই অভিনেত্রী দিতে চলেছেন আরও বড় চমক। একটি ছবির প্রধান তিনটি চরিত্রেই অভিনয় করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কঙ্গনাকে নাকি এবার দেখা যাবে ট্রিপল রোলে। তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘তানু ওয়েডস মানু’র সিক্যুয়েলে এই চমক দেখাবেন কঙ্গনা। এই ছবির দ্বিতীয় কিস্তিতে কঙ্গনা দেখা যায় দুটি ভিন্ন চরিত্রে, আর তৃতীয় কিস্তিতে তিনি ৩টি রোলে হাজির হবেন!
শোনা যাচ্ছে, কঙ্গনার কল্যাণেই নাকি ফের বড়পর্দায় আসতে চলেছে ‘তানু ওয়েডস মানু’র নতুন সিক্যুয়েল। চিত্রনাট্য নাকি একদম তৈরি। এমনকি সেই চিত্রনাট্য পড়ে সবুজ সংকেতও দেখিয়েছেন কঙ্গনা।
‘তানু ওয়েডস মানু’র আগের দুটো ছবিতে আর মাধবন ও কঙ্গনা জুটির নানা রসায়ন নজরে এসেছিল। তবে নতুন ছবিতে গল্প হবে একেবারেই আলাদা। শোনা যাচ্ছে, এই ছবিতে আর মাধবনের চরিত্র অর্থাৎ মানুকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। পুরো গল্পতেই প্রভাব বিস্তার করবে কঙ্গনার চরিত্রগুলো। তার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্র চিন্টু কুমার বরং হয়ে উঠবেন বেশি গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যকার হিমাংশু শর্মা নতুন ‘তানু ওয়েডস মানু’তে চিন্টু কুমার ও তানু অর্থাৎ কঙ্গনার মধ্যে প্রেমের সম্পর্ক দেখাবেন। কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা মহম্মদ জিসান আয়ূব। আগের দুটি ছবিতে জিসানকে দেখা গিয়েছিল আইনজীবী চিন্টু কুমারের চরিত্রে।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা অভিনীত ও পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিটি। এতে তিনি অভিনয় করেছেন ইন্দিরা গান্ধীর চরিত্রে।
গতকাল বিকেলে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ঘোষণা অনুষ্ঠানে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এদিন সাদা মসলিনের ওপর সোনালি জারদৌসীর কাজ করা শাড়িতে হাজির হন নায়িকা। স্মোকি চোখ, গ্লসি ঠোট আর এলো করে করা খোপায় লাল গোলাপ- সবমিলিয়ে ভীষণ স্নিগ্ধ লাগছিলো পূজাকে।
তবে সবচেয়ে নজর কাড়ে তার ডিপ নেক (অতিরিক্ত বড় গলা) ব্লাউজ। পানপাতা গলার এই ডিজাইনার ব্লাউজে পূজা বাংলাদেশি তারকাদের মধ্যে নতুন ট্রেন্ড শুরু করলেন। সেই মোহনীয় সাজের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের নজর কেড়েছে। এই আয়োজনে দেখে নিন সেই ছবিগুলো-
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে অভিনয় করতে চলেছেন পূজা চেরী। সিরিজটি পরিচালনা করবেন পূজার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা ‘পোড়ামন ২’-এর নির্মাতা রায়হান রাফী। দীর্ঘদিন পর এই নির্মাতা-নায়িকা জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। আর এই সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেল।
সিরিজটি নিয়ে পূজা দারুণ এক্সাইটেড। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি কাজ করলে বড় ক্যানভাসের কাজই করব। নয়ত প্রয়োজনে ঘরে বসে থাকব। এরমধ্যে অনেক কাজ এসেছে আমার কাছে, কোনটার গল্পই আমার ভালো লাগেনি। তবে ‘ব্ল্যাক মানি’র গল্প শুনেই আমি একবাক্যে রাজী হয়ে যাই। এটাকে আমার বড় কাজই মনে হয়েছে। কারণ এর নির্মাতা রায়হান রাফী, তার সঙ্গে আছে চমৎকার একটি গল্প। সহশিল্পী হিসেবে আছেন রুবেল, যাকে আমরা সবাই ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমরা সবাই তার ভক্ত। থ্রিলার গল্প দেখতে আমার নিজেরই খুব ভালো লাগে। আশা করি একটি ভালো থ্রিলার কাজ পাবেন দর্শক।’’
পূজা আরও বলেন, ‘আমি বরাবরই চেয়েছি এমন সব চরিত্রে অভিনয় করতে যা আগে কখনো করিনি। এই সিরিজে তাই হবে। এই ধরনের চরিত্রে দর্শক আমাকে আগে কখনোই দেখেননি। ইনফ্যাক্ট আমি নিজেই নিজেকে কখনো দেখিনি। এজন্য রাফী ভাইয়া যখন আমাকে বললেন এই চরিত্রটি তোমাকে করতে হবে তখন আমি নিজেই বিশ^াস করতে পারছিলাম না যে চরিত্রটি আমি করতে পারবো।’
‘ব্ল্যাক মানি’তে আরও অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। নির্মাতা জানান, ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে।
এদিকে, মাল্টিপ্লেক্সে চলছে পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি। গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল এই লিপস্টিক। কিন্তু সে সময় বেশি হলে প্রদর্শিত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে কেবল স্টার সিনেপ্লেক্সেই ছবিটির ২০টির মতো শো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এছাড়া তিনি সম্প্রতি জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। পূজা চেরি জানান, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে শুটিং হয় বিজ্ঞাপনটির। কাজটি সম্পর্কে পূজা চেরি বলেন, ‘সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, এ কাজটিও ভালো হবে।’
পূজা প্রথমবার অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরবর্তী সময় রিন, সেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনচিত্রেও। নতুন এই বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুগে প্রচারে আসবে।
শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন। তার অভিনয়, সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তদের প্রাণ। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার।
‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’, ‘জি¦ন’, ‘লিপস্টিক’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করলেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেয়া হয়। ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ নামে নতুন এই দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে।
শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন এই তারকা।