আজ ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর নতুন কমিটির পাশাপাশি ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’-এরও নতুন কমিটি গঠিত হয়েছে। এই তথ্যও পাওয়া গেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে।
তাতে দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর কমিটির মতো এখানেও সিংহভাগ সদস্য সরকারি বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা। এর বাইরে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর কমিটিতে থাকা সেন্সর জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ রয়েছেন বোর্ডের সদস্য হিসেবেও! এছাড়া রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত, ড. জাকির হোসেন রাজু, তরুণ নির্মাতা খিজির হায়াত খান ও তাসমিয়া আফরিন মৌ। সদস্য তালিকায় দেখা যাচ্ছে বিশিষ্ট লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের নামও।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ানম্যান পদে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব/সচিব। বাকী যারা আছেন সবাই সাধারন সদস্য পদে রয়েছেন।
গতকাল বিকেলে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ঘোষণা অনুষ্ঠানে হাজির হন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এদিন সাদা মসলিনের ওপর সোনালি জারদৌসীর কাজ করা শাড়িতে হাজির হন নায়িকা। স্মোকি চোখ, গ্লসি ঠোট আর এলো করে করা খোপায় লাল গোলাপ- সবমিলিয়ে ভীষণ স্নিগ্ধ লাগছিলো পূজাকে।
তবে সবচেয়ে নজর কাড়ে তার ডিপ নেক (অতিরিক্ত বড় গলা) ব্লাউজ। পানপাতা গলার এই ডিজাইনার ব্লাউজে পূজা বাংলাদেশি তারকাদের মধ্যে নতুন ট্রেন্ড শুরু করলেন। সেই মোহনীয় সাজের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের নজর কেড়েছে। এই আয়োজনে দেখে নিন সেই ছবিগুলো-
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে অভিনয় করতে চলেছেন পূজা চেরী। সিরিজটি পরিচালনা করবেন পূজার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা ‘পোড়ামন ২’-এর নির্মাতা রায়হান রাফী। দীর্ঘদিন পর এই নির্মাতা-নায়িকা জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। আর এই সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেল।
সিরিজটি নিয়ে পূজা দারুণ এক্সাইটেড। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি কাজ করলে বড় ক্যানভাসের কাজই করব। নয়ত প্রয়োজনে ঘরে বসে থাকব। এরমধ্যে অনেক কাজ এসেছে আমার কাছে, কোনটার গল্পই আমার ভালো লাগেনি। তবে ‘ব্ল্যাক মানি’র গল্প শুনেই আমি একবাক্যে রাজী হয়ে যাই। এটাকে আমার বড় কাজই মনে হয়েছে। কারণ এর নির্মাতা রায়হান রাফী, তার সঙ্গে আছে চমৎকার একটি গল্প। সহশিল্পী হিসেবে আছেন রুবেল, যাকে আমরা সবাই ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমরা সবাই তার ভক্ত। থ্রিলার গল্প দেখতে আমার নিজেরই খুব ভালো লাগে। আশা করি একটি ভালো থ্রিলার কাজ পাবেন দর্শক।’’
পূজা আরও বলেন, ‘আমি বরাবরই চেয়েছি এমন সব চরিত্রে অভিনয় করতে যা আগে কখনো করিনি। এই সিরিজে তাই হবে। এই ধরনের চরিত্রে দর্শক আমাকে আগে কখনোই দেখেননি। ইনফ্যাক্ট আমি নিজেই নিজেকে কখনো দেখিনি। এজন্য রাফী ভাইয়া যখন আমাকে বললেন এই চরিত্রটি তোমাকে করতে হবে তখন আমি নিজেই বিশ^াস করতে পারছিলাম না যে চরিত্রটি আমি করতে পারবো।’
‘ব্ল্যাক মানি’তে আরও অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। নির্মাতা জানান, ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে।
এদিকে, মাল্টিপ্লেক্সে চলছে পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি। গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল এই লিপস্টিক। কিন্তু সে সময় বেশি হলে প্রদর্শিত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে কেবল স্টার সিনেপ্লেক্সেই ছবিটির ২০টির মতো শো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এছাড়া তিনি সম্প্রতি জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। পূজা চেরি জানান, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে শুটিং হয় বিজ্ঞাপনটির। কাজটি সম্পর্কে পূজা চেরি বলেন, ‘সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, এ কাজটিও ভালো হবে।’
পূজা প্রথমবার অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরবর্তী সময় রিন, সেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনচিত্রেও। নতুন এই বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুগে প্রচারে আসবে।
শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন। তার অভিনয়, সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তদের প্রাণ। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার।
‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’, ‘জি¦ন’, ‘লিপস্টিক’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করলেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেয়া হয়। ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ নামে নতুন এই দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে।
শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন এই তারকা।
বলিউডের মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন তার কথিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাগারে থাকেন তিনি। বিনোদন জগত থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন এই তারকা। এরই মধ্যে আবার বিপাকে রিয়া চক্রবর্তী।
জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠাল দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ।
সামাজিক মাধ্যমে জনপ্রিয় রিয়া। অসংখ্য ভক্ত তার। যেই অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, সেই অ্যাপের প্রচার করেছিলেন রিয়া। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।
তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন ভারতের কমেডি কুইন’খ্যাত ভারতী সিং আর বিগবস ওটিটি ২০২৩ বিজয়ী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। অ্যাপটি প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি বরং বিনিয়োগকৃত অর্থও হারিয়েছেন ব্যবহারকারীরা।
ঢালিউডের প্রতিষ্ঠিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। কখনো বিতর্ক, কখনো রাজনীতি - মাহিকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে মাহি এবার হয়তো বদলে যাবেন! তারই ইঙ্গি মিলেছে এই নায়িকার এক ফেসবুক পোস্টে।
সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় মাহি। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সাথে। তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে বসলেন মাহি। নিজেকে ছাগল বললেন অভিনেত্রী!
গতকাল (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারছি গাইজ, আমি যে একটা ছাগল।’
নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ারও আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।’
তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন।
এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল’- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লিখেছেন, ‘লোল’।
এর আগে মাহিকে নাচের তালে ফটোশুটে দেখা গেছে। যেখানে অভিনেত্রীর পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া।
মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।