ফিফার পেজে নিজের গান দেখে যা বললেন সুমি-পিন্টু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘যাদুর শহর’ গানের নেপথ্যের শিল্পীরা

‘যাদুর শহর’ গানের নেপথ্যের শিল্পীরা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই ভিডিও পৌঁছে গেছে সারা বিশ্বে। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ পেজ থেকে এই রিলটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’

ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। রিলটি নজরে পড়েছে ‘চিরকুট’ ব্যান্ডের ভোকালিস্ট ও দলনেতা শারমিন সুলতানা সুমির চোখেও। সামাজিক মাধ্যমে তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ছোটবেলা থেকে ফুটবল/ ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লাগছে।’’

বিজ্ঞাপন

খবরটি শুনে দারুণ উচ্ছ্বসিত গানটির সুরকার পিন্টু ঘোষও। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ভাল লাগলো, এরকম একটি স্বীকৃতি আমাদেরকে আগামী দিনের কাজে অনেক উৎসাহ দেবে। ভালো থাকুক যাদুর শহর, ভালো থাকুক সবাই ভালো থাকুক পৃথিবী।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় ‘চিরকুট’ ব্যান্ডের ‘যাদুর শহর’ নামের অ্যালবামটি। সেখানেই ছিলো একই নামের গানটি। কথা লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু ঘোষ। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেন পাভেল অরিন, পিন্টু, সুমি ও ইমন চৌধুরী মিলে। গানটির মূল ভাবনায় ছিলেন চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি।