নাটকে ফিরলেন অপূর্ব, সঙ্গী তটিনী

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকের দৃশ্যে তটিনী ও অপূর্ব

‘অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকের দৃশ্যে তটিনী ও অপূর্ব

একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত, সেই জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখাই যায় না। বছরে হাতে গোনা কয়েকটি নাটকে হাজির হন। এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন। সর্বশেষ হইচইয়ের ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ দিয়ে সেখানেও দারুণ সফলতা পেয়েছেন।

অবশেষে কয়েক মাস পর নাটকে ফিরলেন ছোটপর্দার সবচেয়ে বড় এই তারকা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।

বিজ্ঞাপন

এই জুটির একাধিক নাটক দর্শক ভীষণ পছন্দ করেছে। বিশেষ করে গত বছরের পথে হলো ‘দেরী’র কথা বলতেই হয়।

‘অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকের সেটে পরিচালক রুবেল হাসান, তটিনী ও অপূর্ব

‘অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা রোমান্টিক কমেডি গল্পের নাটক। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে পরপর দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’

আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।