স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন নবাগতা নায়িকা মেঘলা

  • বিনোদন ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নবাগতা নায়িকা সাদিকা রহমান মেঘলা/ছবি: সংগৃহীত

নবাগতা নায়িকা সাদিকা রহমান মেঘলা/ছবি: সংগৃহীত

শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন স্বপ্নবাজ মেঘলা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই তরুণী মডেল।

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা গণমাধ্যমকে বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর সে মারা গেছেন বলে নিশ্চিত হই।

তিনি জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মেঘলা ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও তার বেড়ে ওঠা নেত্রকোনায়।

তিনি মিজানুর রহমান মিজানের পরিচালনায় জনপ্রিয় চিত্রনায়ক সাইমনের বিপরীতে "ফ্রিল্যান্সার" নামের একটি ছবিতে গত বছর চুক্তিবদ্ধ হন।