বলিউড ডিভা মালাইকা অরোরার জীবনে ঘটে গেল অনাকাক্সিক্ষত ঘটনা। তার বাবা অনিল অরোরা মারা গেছেন। আর এ মৃত্যু নিয়েই শুরু হয়েছে রহস্যের।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছিন অনিল। মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় তাৎক্ষণিক কোনোরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে শোনা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা। আর পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী।
এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।
২০২২ সালে এক সাক্ষাৎকারে শৈশব সম্পর্কে কথা বলেছিলেন মালাইকা। ওই সময় ক্যারিয়ারের শুরুর দিকে কীভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, তাও জানিয়েছেন। স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, যখন মাত্র ১১ বছর বয়স, তখন মা জয়েস পলিকার্প ও বাবা অনিলের বিচ্ছেদ হয়। এরপর ছয় বছরের বোন অমৃতাকে নিয়ে মায়ের সঙ্গে চেম্বুরে চলে যান।
অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা-বাবার বিচ্ছেদ আমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে অমার মাকে পর্যবেক্ষণ করতে সহায়তা করেছিল। সেই প্রাথমিক শিক্ষাই আমার জীবন ও পেশার যাত্রা। আমি স্বাধীনচেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দেই এবং নিজের মতো করে জীবন পরিচালনা করি।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করলেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেয়া হয়। ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ নামে নতুন এই দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে।
শান্তির প্রতীক পায়রাকে দলের আনুষ্ঠানিক প্রতীক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন এই তারকা।
বলিউডের মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন তার কথিত প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাগারে থাকেন তিনি। বিনোদন জগত থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন এই তারকা। এরই মধ্যে আবার বিপাকে রিয়া চক্রবর্তী।
জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠাল দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ।
সামাজিক মাধ্যমে জনপ্রিয় রিয়া। অসংখ্য ভক্ত তার। যেই অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, সেই অ্যাপের প্রচার করেছিলেন রিয়া। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।
তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন ভারতের কমেডি কুইন’খ্যাত ভারতী সিং আর বিগবস ওটিটি ২০২৩ বিজয়ী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। অ্যাপটি প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি বরং বিনিয়োগকৃত অর্থও হারিয়েছেন ব্যবহারকারীরা।
ঢালিউডের প্রতিষ্ঠিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। কখনো বিতর্ক, কখনো রাজনীতি - মাহিকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে মাহি এবার হয়তো বদলে যাবেন! তারই ইঙ্গি মিলেছে এই নায়িকার এক ফেসবুক পোস্টে।
সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় মাহি। নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সাথে। তবে এবার একটু ব্যতিক্রমী উপলদ্ধি করে বসলেন মাহি। নিজেকে ছাগল বললেন অভিনেত্রী!
গতকাল (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারছি গাইজ, আমি যে একটা ছাগল।’
নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ারও আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।’
তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। অনেকেই মজার মজার মন্তব্যও করেছেন।
এদের মধ্যে অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল’- পরবর্তী শিরোনাম। জবাবে মাহি লিখেছেন, ‘লোল’।
এর আগে মাহিকে নাচের তালে ফটোশুটে দেখা গেছে। যেখানে অভিনেত্রীর পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া।
মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।
‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেলো গতকাল ৪ অক্টোবর রাতে পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়েন ঢাকায়। আয়োজকদের দাবি, এটি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সুন্দরী প্রতিযোগিতা। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এক মহা উৎসবে ১০ জন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের ছয়টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪-এর চূড়ান্ত শিরোপা অর্জন করেছেন ফেরদৌসি তানভীর ইচ্ছা, যিনি মিস বাংলাদেশ আর্থ-এর শিরোপাও জিতেছেন। তিনি এখন ৯ই নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনে অনুষ্ঠিতব্য মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নেবেন। ঢাকায় জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা ইচ্ছা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ছেন। তার মা, যিনি একা তাকে বড় করেছেন এবং পেশায় শিক্ষক, তাকে সবসময় সমর্থন দিয়েছেন।
১ম রানার-আপ কাজী তারানা ক্যাম্বোডিয়ায় মিস গ্লোবাল এ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস এ অংশ নেবেন। শীর্ষ ১০ এর বাকি ৭ জন বাংলাদেশকে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন), মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা), এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।
এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল। মিস বাংলাদেশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মেঘনা আলম বলেন, ‘প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন মাত্র শুরু হয়েছে। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’
গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েসম্যান - ডিরেক্টর, গ্রোইং টুগেদার, মিননা স্ফিনহুউদ - আন্তর্জাতিক স্টাইলিস্ট ও যোগব্যায়াম প্রশিক্ষক, শারমিন রহমান রওমা - সিনিয়র সাংবাদিক, বিবিসি, মানাম আহমেদ - সংগীত প্রযোজক ও সুরকার, নাজিম ফারহান চৌধুরী - ম্যানেজিং ডিরেক্টর, নর্থব্রুক কনসালটেন্টস লিমিটেড, ফেরদৌস বাপ্পী - কর্পোরেট ট্রেইনার ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মেঘনা আলম - চেয়ারম্যান, মিস বাংলাদেশ ফাউন্ডেশন।
এই উদ্যোগের মাধ্যমে মিস বাংলাদেশ অর্গানাইজেশন শুধু বাংলাদেশি নারীদের সৌন্দর্য ও বুদ্ধিমত্তাকে তুলে ধরতে চায় না বরং বাংলাদেশকে পরিবেশগত স্থায়ীত্বের ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পরিবেশ সচেতন নেতাদের একটি প্রজন্ম তৈরি করার মাধ্যমে, এই ইভেন্টটি বাংলাদেশকে আরও পরিবেশবান্ধব ও শক্তিশালী ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।