বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ ঝাড়ু হাতে জঞ্জাল পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে উপহার নিয়ে রাস্তায় নেমে পড়েন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী সাবিলা নূর ও সাফা কবির।
গতকাল (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন তারা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে জানিয়ে সাবিলা নূর বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে, তার ঋণ আমরা শোধ করতে পারব না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে। এ সময় অনেক অভিভাবককেও শিক্ষার্থীদের পাশে থাকতে দেখেছি।’
একদল শিল্পী, নির্মাতা, প্রযোজক শিক্ষার্থীদের পাশে থাকার পরিকল্পনা করেন। তাদের প্রতিনিধি হিসেবে সাবিলা নূর ও সাফা কবির রাস্তায় নামেন। নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, আদনান আল রাজীব, মোস্তফা মন্ওয়ার, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ার।
বিজ্ঞাপন
সাফা কবির জানান, মূলত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা এই পরিকল্পনা করেছিলাম।
শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন স্বপ্নবাজ মেঘলা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই তরুণী মডেল।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা গণমাধ্যমকে বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর সে মারা গেছেন বলে নিশ্চিত হই।
তিনি জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
মেঘলা ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও তার বেড়ে ওঠা নেত্রকোনায়।
তিনি মিজানুর রহমান মিজানের পরিচালনায় জনপ্রিয় চিত্রনায়ক সাইমনের বিপরীতে "ফ্রিল্যান্সার" নামের একটি ছবিতে গত বছর চুক্তিবদ্ধ হন।
আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সফলতার জন্য সাম্প্রতিক সময়ের বেশ চর্চিত নাম নির্মাতা নুহাশ হুমায়ূন। সদ্য রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদ পেয়েছেন এই বাংলাদেশি নির্মাতা। তাকে দেখা গেছে হলিউডের অন্যতম একটি প্রযোজনা সংস্থার অফিসে।
সবমিলিয়ে এই নির্মাতার হলিউডে কাজ করার বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নুহাশ। তিনি বলেন, ‘হলিউড মার্কেটে আমার যোগাযোগ বেড়েছে। একটি এজেন্সির মাধ্যমে হলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে পুরোদমে কাজ শুরু হয়েছে। অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। এটাই ছিল শুরু, চলছে আরও কাজ।’
দুই বছর আগে অস্কার কোয়ালিফাইড চলচ্চিত্র উৎসব ‘সাউথ বাই সাউথওয়েস্টে’ পুরস্কার জেতে নুহাশ হুমায়ূনের ‘মশারি’। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরে আরও কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়। তারপর থেকেই হলিউডে প্রযোজনা প্রতিষ্ঠান ও এজেন্সির নজরে পড়েন নুহাশ। সে সময় নির্বাহী প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত হন অস্কারজয়ী নির্মাতা জর্ডান পিল ও অভিনেতা রিজ আহমেদ। হলিউডের অন্যতম শীর্ষ এজেন্সি অ্যানোনিমাস কনটেন্টের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পান নুহাশ। এই চুক্তির মাধ্যমেই মূলত তার হলিউডে কাজের যাত্রা শুরু হয়।
রাইটার্স গিল্ডের সদস্য হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের লেখকদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এর সদস্য হওয়ার জন্য সরাসরি হলিউড স্টুডিওর জন্য নির্মিত পেইড প্রজেক্টে কাজ করতে হয়। আমি ইতিমধ্যে দুটি ফিল্ম রাইটিং প্রকল্পে কাজ করেছি। এরপর তারা আমার আবেদনকে যোগ্য হিসেবে বিবেচিত করেছে বলেই সদস্যপদ পেয়েছি। এতে অনেক লাভ, যার মধ্যে একটি হলো হলিউডে কাজ করার সুযোগ।’
চিত্রনাট্যকার হিসেবে তো থাকবেনই, ভবিষ্যতে হলিউডের সিনেমা বানানোর ইচ্ছা রয়েছে। একই সঙ্গে অবশ্যই বাংলাদেশেও কাজ করবেন। নুহাশ বলেন, ‘শুধু যে বাইরের দেশে কাজ করব সেটি নয়। নিজের দেশে নিজের ভাষাতেও কাজ করব। এটিও আমার কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে বাংলাদেশ ও মূলধারার হলিউডে কাজ করার ইচ্ছা রয়েছে।’
প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে একটি এ-২৪। ফেসবুকে সেই হাউসে ঘোরাঘুরির ছবি দিয়েছেন নুহাশ। তাহলে কি এই প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর পিলারস ফেলোশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তারা সারা বিশ্ব থেকে ১০ জন মুসলিম ফিল্ম নির্মাতাকে বাছাই করে। তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সিনেমার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। ২৫ হাজার ডলারের একটি তহবিল দেয়। এর স্পনসর করে নেটফ্লিক্স, আমাজন ও এ-২৪ ফিল্মস। যে কারণে তাদের সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছিল। আমাকে যে স্পনসর করছে, সেটির অংশ হিসেবেই এ-২৪ ফিল্মসে যেতে হয়েছিল।’
প্রথমবারের মত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট আর পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যদিও সেই ছবিতে তারা জুটি বেঁধে অভিনয় করেননি। আলিয়ার বিপরীতে ছিলেন শাহেদ কাপুর আর দিলজিতের নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। ছবিটি সে বছরের অন্যতম ব্যবসাসফল। এমনকি এই ছবিতে অভিনয় করে আলিয়া, শাহেদ ও দিলজিৎ ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
এরমধ্যে পেরিয়ে গেছে ৮টি বছর। আর কোন ছবিতে একসঙ্গে দেখা যায়নি আলিয়া আর দিলজিৎকে। তবে আবারও নতুন ছবিতে একসঙ্গে ফিরছেন এই দুই তারকা।
কন্যা রাহার জন্মের পর পর্দায় ফিরছেন ভাট। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘জিগরা’। আর সেখানেই দীর্ঘ আট বছর পর এক হচ্ছেন আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ।
অভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও দিলজিৎ দারুণ দক্ষ। আলিয়াও এর আগে ‘হাইওয়ে’, ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ ছবিতে প্লেব্যাক করেছেন। এমনকি ‘উড়তা পাঞ্জাব’ ছবির সুপারহিট গান ‘ইক্ক কুড়ি’ গেয়েছিলেন দিলজিৎ ও আলিয়া। তবে এবার ‘জিগরা’ সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করবেন এই দুই জনপ্রিয় তারকা।
দিলজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি সবাইকে জানিয়েছেন নায়িকা আলিয়া ভাট। ছবিটিতে এই দুই তারকাকে দুটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে, তবে শটটি পেছন দিক থেকে নেয়া বলে কারও মুখ দেখা যাচ্ছে না। এ খবর জানার পর দীর্ঘ ৮ বছর পর বড়পর্দায় দুজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন, ‘ইক্ক কুড়ি জুটির প্রত্যাবর্তন।’
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনাতে রয়েছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইনও। ছবিটি পরিচালনা করেছেন ভাসান বালা, যিনি এর আগে ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘পেডলার্স’ এবং ‘মরদ কো দরদ নেহি হোতা’র মতো সিনেমা নির্মাণ করেছেন। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আলিয়া ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেটফ্লিক্সের ‘আর্চিজ’খ্যত অভিনেতা ভেদাং রায়না। ভাই বোনের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে ভেদাং’কে।
রাজার ছেলে হবে রাজা, তেমনই শোবিজ তারকাদের সন্তানরা হবে নতুন দিনের তারকা- এই ধারণা নিয়ে এতদিন বলিউডে রাজত্ব করে এসেছেন বহু স্টারকিড। ঢালিউডেও এই চল প্রচলিত হয়ে আসছে। তেমনটিই কি হতে চলেছে এক সময়ের আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ আর পরীমনির পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য?
নয়তো পরী নিজেই ছেলেকে নিয়ে কেন বলবেন যে তার মধ্যে এখন থেকেই তিনি স্টারডম (একজন তারকার মধ্যে যে ধরনের পার্সোনালিটি থাকে) দেখতে পান!
গতকাল (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ভিডিওটিতে দেখা গেছে, গাড়ির জানালা দিয়ে একঝাঁক পথশিশুদের উদ্দেশ্য করে হাত নাড়াচ্ছেন ছোট্ট পুন্য। শুধু তাই নয়, এই সময় সকলের উদ্দেশে তাকে উড়ন্ত চুম্বনও (ফ্লাইং কিস) ছুড়ে মারতে দেখা যায়। যেমন সুপারস্টাররা তাদের ভক্তদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন!
সেই পোস্টের ক্যাপশনেই পরীমণি লেখেন, ‘আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। ভীষণ রকম লিডারশীপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কীভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া।’
২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে অভিনেতা শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে সেই বছর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। অতঃপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছেলেকে একাই সামলাচ্ছেন পরীমনি।