একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
জিনাত বরকতুল্লাহ  ও তার মেয়ে বিজরী বরকতউল্লাহ

জিনাত বরকতুল্লাহ ও তার মেয়ে বিজরী বরকতউল্লাহ

  • Font increase
  • Font Decrease
  • নাট্যাভিনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। জিনাত জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা।

জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য তাকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়ও করেছেন জিনাত বরকতুল্লাহ। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেন এই গুণী শিল্পী।

ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট করোনায় মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ।

জিনাত বরকতউল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে অভিনয় শিল্পী সংঘ।

   

যেভাবে কাটলো নিক-প্রিয়াঙ্কার ৫ম বিয়ে বার্ষিকী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
৫ম বিবাহবর্ষিকীতে এভাবেই ডিনার ডেটে যান নিক ও প্রিয়াঙ্কা

৫ম বিবাহবর্ষিকীতে এভাবেই ডিনার ডেটে যান নিক ও প্রিয়াঙ্কা

  • Font increase
  • Font Decrease

ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালের ১ ডিসেম্বর পশ্চিমা সঙ্গীতশিল্পী নিক জোনাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভারতের যোধপুর রাজস্থানে সনাতন ও খ্রিষ্টান- দুই রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করেন তারা। স্বামী-স্ত্রী দুই দেশের দুই ধর্মানুসারী। তার ওপর স্বামীর চেয়ে স্ত্রীর বয়স ১০ বছর বেশি। মোটকথা প্রচলিত নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তারা।

ফলে বিয়ের সময় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তারা। সেই থেকেই পেশাগত কাজের বাইরেও তাদের ব্যক্তিগত জীবনে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।
গতকাল শুক্রবার ছিল এই তারকা দম্পতির ৫ম বিবাহবর্ষিকী। বিশেষ দিন কিভাবে কাটালেন তারা তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিউ ইয়র্কের এক রেস্টুরেন্টে ডিনার ডেটে গিয়েছিলেন এই দম্পতি। তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল। নিক-প্রিয়াঙ্কা তাদের চমৎকার ফ্যাশন সেন্সের পরিচয় বরাবরই দেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি

নিক একটি সর্ষে রঙের কাজ করা সাদা টিশার্ট পরেছিলেন। তার উপর রয়েল ব্লু রঙের কোট। সামঞ্জস্য বজায় রেখে সাথে ছিল ডেনিম প্যান্ট। নিমজ্জিত গলার লাল পোশাকে নজর কেড়েছেন প্রিয়াঙ্কাও। উপরে ছিল কালো ফ্যাশনেবল কোট। তবে তার আউটলুক পরিপূর্ণ করে লাল রঙের ব্যাগ ও কালো হিল জুতো। সাথে হালকা রুপালি গয়না আর লাল লিপস্টিক ও বোল্ড মেকআপ। দেশিগার্লের এই বিদেশী সাজ জয় করেছে নেটিজেনদের মন। বিবাহবার্ষিকীতে সাজের প্রশংসা ও ভবিষতের জন্য শুভকামনা জানিয়েছে ভক্তরা।

 

;

ভিন্ন ডিপজলকে উপহার দিলেন ফারুকী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় ডিপজল

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় ডিপজল

  • Font increase
  • Font Decrease

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। তার সংলাপগুলো মনে করিয়ে দেয় পর্দার এক ‘ভয়ংকর মানুষ’কে। ‘আহো ভাতিজা আহো’, ‘আমি সিল মাইরা দিমু’, ‘তোরে আমি খায়া ফালামু’, ‘আমারে চিনস, তোর কি মরণের ইচ্ছা হইছে’, ‘তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভাবছস’-বাংলা সিনেমার খলনায়ক ডিপজলের মুখে এমন অনেক সংলাপ শোনা গেছে। এর বাইরে এবার নেতিবাচক চরিত্রে একেবারেই ব্যতিক্রম। চরিত্র ও সংলাপে দর্শকদের কাছে আলাদা হয়ে রইলেন এই অভিনেতা।
এবার সেই ডিপজলের অভিনয়ের প্রশংসা করছেন ওটিটির ভক্তরা। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ওয়েব ফিল্মটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের এই খল অভিনেতা। ওটিটিতে অন্য এক ডিপজলের দেখা পেলেন দর্শক।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় তার চরিত্রের গুরুত্ব থাকলেও তেমন সংলাপ ছিল না। তাকে দেখানো হয়েছে নেতা হিসেবে। কিন্তু চরিত্রটি একদম গোছানো। আজহার মাহমুদ চরিত্রে যাকে বেশির ভাগ সময় দেখা যায় মুঠোফোনের পর্দায় চোখ রাখতে। নেতা হিসেবে চরিত্রটি দর্শকেরা পছন্দ করেছেন। অভিনয়ে অতিরঞ্জন ছিল না। দেশের এক নেতার নেতিবাচক চরিত্রের অভিনেতা হিসেবে দর্শক দেখলেও অভিনয়ের বৈচিত্র্য ছিল। সিনেমায় ফারহান চরিত্রের অভিনেতা মোস্তফা সরওয়ার ফারুকী যখন এই নেতার কাছে ক্ষমা চাইতে যান তখন স্বাভাবিকভাবেই তার সংলাপ বলা শুনে দর্শক করতালি দিয়েছেন।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় তিশা ও ফারুকী

গত বৃহস্পতিবার হয়ে গেল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমাটির প্রদর্শনীর আগেও জানা যায়নি সিনেমায় অভিনয় করেছেন ডিপজল। সব মিলিয়ে পর্দায় পাওয়া গেল চমক। সিনেমায় ফারহানের স্ত্রী তিথি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

অভিনেত্রী তিথি ও তার নির্মাতা স্বামী ফারহানের পক্ষ থেকে তাদের সদ্যোজাত কন্যার উদ্দেশে লেখা লাভ লেটার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। বাইরে থেকে দেখলে এটা সন্তানের দুনিয়াতে আগমন পর্যন্ত একপ্রকার দিনলিপি হলেও ভেতরে লুকিয়ে আছে ব্যক্তি থেকে সমাজ হয়ে রাষ্ট্রের নানা চেহারা। ৮২ মিনিটের ‘অটোবায়োগ্রাফি’তে ফারুকী এভাবেই গল্প ফেঁদেছেন। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, লেলিন প্রমুখ।

;

মানি হাইস্টের বার্লিনকে নিয়ে একক শো



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘মানি হাইস্ট’ সিরিজের দর্শকপ্রিয় চরিত্র ‘বার্লিন’

‘মানি হাইস্ট’ সিরিজের দর্শকপ্রিয় চরিত্র ‘বার্লিন’

  • Font increase
  • Font Decrease

নেটফ্লিক্সের অন্যতম সফল সিরিজের নাম ‘মানি হাইস্ট’। এই সিরিজ মুক্তির পর পুরো দুনিয়া ‘মানি হাইস্ট’ জ্বরে ভুগেছিল। আবারও ‘মানি হাইস্ট’ ফ্যানদের জন্য সুখবর এলো। দর্শকের প্রিয় চরিত্র ‘বার্লিন’-এর একক শোতে আবার পর্দায় আসছেন অভিনেতা পেড্রো অ্যালনসো। ইতোমধ্যে ট্রেইলার রিলিজ পেয়েছে ইউটিউবে। ট্রেইলারে দেখা যায়, বার্লিন তার সহযোগীদের সাথে প্যারিসে মিশনে যাচ্ছে। স্বাভাবিকভাবেই, সিরিজের মানি হাইস্ট সিরিজের পূর্বের কাহিনি দেখানো হবে। তার এই যাত্রায় কি ঘটতে চলেছে- সেই চমকের অপেক্ষায় অধির হয়ে বসে আছে দর্শক। ডিসেম্বরের ২৯ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

পেড্রোর ব্যতিক্রমী চরিত্র বার্লিন, প্রথম সিজনেই দর্শকের নজর কাড়ে। এছাড়া পালেরমোর সাথে বন্ধুত্ব, তার অস্বাভাবিক রোগ, ছোটভাই প্রফেসরের সাথে জীবনের নানা চড়াই উতরাই সম্বলীত তার জীবন কাহিনী- এসবের কারণে বার্লিনকে দেখতে ভক্তরা পছন্দ করতো।

সিরিজে ২য় সিজনে বার্লিনের দুঃখজনক মৃত্যুতে শোকাহত হয়েছিল দর্শক। দলের অন্য সদস্যদের বাঁচাতে নিজেকে উৎসর্গ করেন তিনি। যদিও ৩য় সিজনে অল্প সময়ের জন্য পর্দায় আসেন পেড্রো। তার দেখা মিলেছিল ফ্ল্যাশব্যাকের এক সিনে। দর্শক ভাবেনি এরপর আর তাকে আর কখনো বার্লিন চরিত্রে পর্দায় দেখা যাবে।

সিরিজে পেড্রো অভিনীত চরিত্রের নাম অ্যানড্রেস ডি ফোনোলোসা। যার ছদ্মনাম জার্মানির রাজধানী বার্লিন শহরের নামে রাখা হয়েছে। এই সিরিজের বিশেষত্বই বিভিন্ন শহরের নামে প্রধান চরিত্রদের রাখা ছদ্মনাম। বার্লিনের ছোট ভাইয়ের ছদ্মনাম ছিল ভ্যাটিকান। যাকে ভক্তরা প্রফেসর নামেই বেশি চেনে। এই সিরিজ ও টিমের মূল চরিত্র তিনিই।

‘মানি হাইস্ট’ সিরিজের দর্শকপ্রিয় চরিত্র ‘বার্লিন’

একসময় বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মানি হাইস্ট টিভি সিরিজ। নেটফ্লিক্সের চোর পুলিশের দ্বন্দে ঘেরা ব্যাংক ডাকাতির গল্প এখনো মানুষ রিপিটে দেখে। যদিও শুরুতে ৩ সিজনের সিরিজ বানানোর জন্য গল্প সাজানো হয়েছিল। কিন্তু পরে দর্শক চাহিদার কারণে এই সিরিজের ৫টি সিজন বানিয়েছিলেন প্রযোজক।

সিরিজে পছন্দের কিছু চরিত্রের মৃত্যু কাঁদিয়েছিল ভক্তদের। তাছাড়া সব পছন্দের চরিত্রগুলোকে আর একসাথে দেখতে না পাওয়ার দুঃখে ব্যথিত ছিল তারা। বার্লিনের ফেরত আসার সাথেই তাদের উচ্ছ্বাসও ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পছন্দের শোয়ের পছন্দের চরিত্র ফিরে আসছে জেনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন দর্শক। যদিও এর সাথেই শোয়ের পুরানো কিছু চরিত্রকে দেখার ইচ্ছা প্রকাশ করছেন নেটিজেনরা।

তথ্যসূত্র : কইমই.কম

;

অভিনয়ে যাত্রা শুরু মডেল আজমির



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
রিফাত আব্দুল্লাহ আজমি,  পোশাক : অ্যাটায়ার্ড বাই আলিফ

রিফাত আব্দুল্লাহ আজমি, পোশাক : অ্যাটায়ার্ড বাই আলিফ

  • Font increase
  • Font Decrease

এক যুগের বেশি সময় ধরে মডেলিং করছেন রিফাত আব্দুল্লাহ আজমি। দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুট এবং ফ্যাশন শোতে দেখা যায় তাকে। আজ ২ ডিসেম্বর সন্ধ্যায়ও তিনি হেটেছেন ‘মিউজিক ফ্যাশন ফিয়েস্তা’ নামের অভিনব একটি র‌্যাম্প শোতে।

প্রথম সারির র‌্যাম্প মডেল হিসেবে নিজের জায়গা করে নেয়া আজমি এবার নতুন ভূবনে পা রাখলেন। ছোটবেলার স্বপ্ন পূরণের জন্য অভিনয়ে নাম লেখালেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘চির অধরা’। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা সাদেক সাব্বিরের। প্রথম নাটকে আজমি সহশিল্পী হিসেবে পেয়েছেন মাখনূন সুলতানা মাহিমা, মাসুম রিজোয়ান, রকি খান ও রাজু খানকে।

‘চির অধরা’ নাটকে আজমি ও মাহিমা

ইউনিভার্সিটির দুই বন্ধুর গল্প নিয়ে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এটি। ভালবাসা, বন্ধুত্ব, পরিবার সবকিছু নিয়ে এই নাটকের গল্প। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

অভিনয় শুরু করা প্রসঙ্গে আজমি বার্তা২৪.কমকে বলেন, ‘নিজের সম্পর্কে বলতে গেলে, ১ যুগ ধরে ফ্যাশন মিডিয়ায় কাজ করছি। কিন্তু অভিনয়ের স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। তাই নিজেকে ক্যামেরার সামনে প্রস্তুত করেছি। নিজের একটি অবস্থান তৈরী করেছি যাতে ভালো ভালো নাটক সিনেমায় কাজের সুযোগ পাই।’

‘চির অধরা’ নাটকে আজমি

তিনি আরও বলেন, ‘শুধু ফেস ভ্যালু দিয়ে অভিনয় হয় না। তাই আগে অভিনয়ের প্রস্তাব পেলেও আমি সেগুলোতে রাজী হইনি। সম্প্রতি প্রাচ্যনাট স্কুল অব এক্টিং এন্ড ডিজাইন এর ৪৪তম ব্যাচে অভিনয়ের কোর্স শেষ করেছি। থিয়েটারে অভিনয়ও করেছি টুকটাক। এরপর এই নাটকের প্রস্তাব পাই। মনে হলো, শুরুটা করা দরকার। এজন্য কাজটি করেছি। দেখতে চেয়েছি, ক্যামেরার সামনে অভিনয়ে আমি কতোটা আত্মবিশ্বাসী। কাজ শেষে পরিচালক বলেছেন, আমাকে দেখে মনেই হয়নি প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করছি। এখন দর্শকের রেসপন্সের অপেক্ষায় আছি। ভালো সাড়া পেলে আগামীতে অভিনয়ে আরও বেশি মনোযোগী হব।’

;