নেহা কক্করের বিচ্ছেদের গুঞ্জন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। বরং ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।

সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আর সুরেলা কণ্ঠের গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, গত ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন উঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!

এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যালে তারা একে অপরের সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করতেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।

বিজ্ঞাপন

এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা। ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।