নেহা কক্করের বিচ্ছেদের গুঞ্জন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এবার কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। বরং ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।

সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আর সুরেলা কণ্ঠের গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, গত ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন উঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!

এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যালে তারা একে অপরের সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করতেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।

এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা। ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।

   

জুটি বাঁধলেন সাইমন-পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪
জুটি বাঁধলেন সাইমন-পরীমণি

জুটি বাঁধলেন সাইমন-পরীমণি

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমণি। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘ডোডোর গল্প—Story of Dodo’—নামের সিনেমায় দেখা যাবে তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

সম্প্রতি পরীমণি ও সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

সিনেমাটিতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরা চেষ্টা করব শতভাগ দিতে। আশা করছি, দর্শক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছেন।

সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান বলেন, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু করব। একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

;

টাবু খাবার বানিয়ে আনতেন, আমরা মজা করে খেতাম: বাঁধন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
টাবু ও বাঁধন

টাবু ও বাঁধন

  • Font increase
  • Font Decrease

বিনোদন জগতের এক পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর তাঁকে দেখা গিয়েছিল ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিনেমায়। এই সিনেমার মধ্যে দিয়েই তিনি টালিউডে পা রাখেন। তবে এবার তিনি শুধু ঢালিউড আর টালিউডের সিনেমায়ই সীমাবদ্ধ নেই।  

সম্প্রতি তিনি বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের ছবি ‘খুপিয়াতে’ কাজ করেছেন। ‘খুপিয়া’ সিনেমায় তাঁকে একজন বাংলাদেশি নারীর চরিত্রে দেখা যাবে। পর্দায় খুব বেশি সময় না থাকলেও ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলেও জানা যায়। 

এ বছর ৫ অক্টোবর 'খুফিয়া' সিনেমাটি মুক্তি পাচ্ছে। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তি পেয়েছে ‘খুপিয়া’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে ছিলো রহস্য, অ্যাকশন এবং রোমান্স। 

এই সিনামায় অভিনয় করতে গিয়ে সবার সাথেই তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। সিনেমাটিতে অভিনয় করা টাবুর সঙ্গে বন্ধুত্ব না হলেও বেশ কাছের সম্পর্ক তৈরি হয়েছে। টাবু তাদের জন্য খাবার বানিয়ে আনতেন এবং সকলে সেটা মজা করে খেতেন বলেও জানান এই অভিনেত্রী।

বাঁধন জানান, বাংলাদেশে আমাকে যারা পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, তাদের এটা নিয়ে আগ্রহ থাকবেই। তাই ট্রেলার দেখে তাদের উৎসাহ-উদ্দীপনা আছেই। ছবিটা দেখার পর এই ভালোলাগা আশাকরি বাড়বে। ট্রেলার দেখার পর যে প্রতিক্রিয়া বাংলাদেশে পেয়েছি, তাতে আমি খুশি। আমার বহু কলকাতার অনুরাগীরও শুভেচ্ছা জানিয়েছেন। এটা একটা ভালোলাগার জায়গা।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর লুক টেস্ট করতে মুম্বাই গিয়েছিলেন তিনি। তারপরের মাসেই দিল্লিতে শ্যুটিং শুরু হয়। সেটাই ছিল সিনেমাটির প্রথম লটের শ্যুটিং। ছবিটির শ্যুটিং শেষ হয়েছিল ২০২২ সালে।

 

;

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
জিনাত বরকতুল্লাহ  ও তার মেয়ে বিজরী বরকতউল্লাহ

জিনাত বরকতুল্লাহ ও তার মেয়ে বিজরী বরকতউল্লাহ

  • Font increase
  • Font Decrease
  • নাট্যাভিনেত্রী ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। জিনাত জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা।

জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য তাকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়ও করেছেন জিনাত বরকতুল্লাহ। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেন এই গুণী শিল্পী।

ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট করোনায় মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ।

জিনাত বরকতউল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে অভিনয় শিল্পী সংঘ।

;

নারীতে আসক্ত রাজ, এজন্য ডির্ভোস দিয়েছেন পরীমণি: আইনজীবী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
নারী আসক্তি রাজের,এ কারণে ডির্ভোস দিয়েছেন পরীমণি

নারী আসক্তি রাজের,এ কারণে ডির্ভোস দিয়েছেন পরীমণি

  • Font increase
  • Font Decrease

দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। এবার স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি। রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরী, এমনটাই জানিয়েছেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হয়ে যাবে ডিভোর্স বলে জানান তিনি।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এর আগে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা। তখন তিনি ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এই ঘটনার পরে চলতি বছরের ৩০ মে মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

তখন শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন! এত দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটিবারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’

;