করণের জন্মদিনে প্রকাশ্যে এলো রকি অউর রানির ফার্স্ট লুক



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের শুরুর দিকেই শেষ হয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শ্যুট। লম্বা বিরতি নিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর।

বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ২০১৬ সালে অ্যায় দিল হ্যায় মুশকিলের পর করণের পরিচালনায় সিনেমা মুক্তি পেতে চলেছে। পরিচালকের ৫১ বছরের জন্মদিনের দিনই সামনে এল ফার্স্ট লুক।

 


পোস্টারে রণবীর সিং-কে দেখা গেল ফাঙ্কি সানগ্লাস এবং গলায় একটি সোনার চেন পরে। শার্টের খোলা বোতামের ফাঁক থেকে চোখে পড়ছে চওড়া ছাতি। আরেকটি পোস্টারে অভিনেতা পরেছিলেন স্টাডেড লেদার জ্যাকেট।

উল্টো দিকে, আলিয়ার কাজল কালো চোখ, কপালে ছোট্ট কালো টিপ। খোলা চুল। সঙ্গে চোখ আটকাচ্ছে রানি (আলিয়া ভাট)-এর নাকের নথেও।


আলিয়া-রণবীরের কেমিস্ট্রি ধরা পড়েছে আরেকটি পোস্টারে। এই নিয়ে একসঙ্গে দ্বিতীয় সিনেমা তাঁদের। জোয়া আখতারের গল্লি বয়ের পর ফের জুটিতে।

কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘অপেক্ষা করছি! হলে গিয়ে দেখতেই হবে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আলিয়া আর রণবীর সিং-কে একসঙ্গে দারুণ লাগে। আশা করব করণ জোহরের আরেকটা মাস্টারপিস হবে এই সিনেমা।’ তৃতীয়জন লিখলেন, ‘থিয়েটারে গিয়ে করণ জোহরের ছবি দেখার মজাই আলাদা।’


বুধবার রকি অউর রানি কি প্রেম কাহানি-র একঝলক দেখান করণ জোহর। সঙ্গে ছিল তার প্রথম সিনেমা কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), কাভি খুশি কাভি গম (২০০১), মাই নেম ইজ খান (২০১০) এবং এ দিল হ্যায় মুশকিল (২০১৬) সহ বেশ কয়েকটি সিনেমার ঝলকও। লেখেন, ‘পরিচালকের চেয়ারে বসার পর ম্যাজিকাল ২৫টা বছর। আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি… আগামীকাল আমার হৃদয়ের আরেকটা টুকরো আপনাদের দেখাব। এমন এক গল্প যার ছত্রে ছত্রে প্রেম। আপনাদের সঙ্গে উদযাপন করব আমার এবারের জন্মদিন।’


রকি অউর রানি কি প্রেম কাহানি-তে আলিয়া ভাট , রণবীর সিং ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় রচিত, ধর্ম প্রোডাকশন প্রযোজিত রকি অউর রানি কি প্রেম কাহানি ২৮ জুলাই মুক্তি পাবে।

   

‘দ্বিতীয় ইনিংস’ শুরু করছেন পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
পরীমণি। ছবি: সংগৃহীত

পরীমণি। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নায়িকা পরীমণি। ঢাকাই সিনেমার এক আলোচিত নাম। হোক সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন, সবসময়ই থাকেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। এবার 'দ্বিতীয় ইনিংস' শুরু করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজ দিয়ে পর্দায় আসছেন তিনি।

গতকাল রোববার (১ অক্টোবর) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানান।  

ফেসবুকে পরীমণি লিখেছেন, 'দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে… আল্লাহ ভরসা।’ 

সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের ওয়েব সিরিজটি।

সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন পরীমণি। জানা গেছে, এতে আরও অভিনয় করবেন  শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশসহ অনেকে। 

;

শৈশবে গানের প্রতি আগ্রহ থেকে ‘নগর বাউল’ জেমস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
শৈশবে গানের প্রতি আগ্রহ থেকে ‘নগর বাউল’ জেমস

শৈশবে গানের প্রতি আগ্রহ থেকে ‘নগর বাউল’ জেমস

  • Font increase
  • Font Decrease

‘আসবার কালে আসলাম একা’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘কবিতা..’, ‘আমার সোনার বাংলা’, ‘এক নদী যমুনা’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম- এমন অসংখ্য বিখ্যাত গানের শিল্পী ‘নগর বাউল’ খ্যাত জেমস।

জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। শৈশব থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। অন্যান্য অনেকের মতো তার বাবা-মা ও তাকে এই জগতে আসার ব্যাপারে উৎসাহ দেননি। কিস্তু তিনি তার স্বপ্ন পূরণে ছিলেন বদ্ধ পরিকর। তাই গানের জন্য ঘর ছেড়ে ওঠেন চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখান থেকেই তার গানের জগৎ প্রসারিত হতে থাকে, আর তিনি হয়ে ওঠেন নগর বাউল।

জেমসের বাবা মোজাম্মেল হক ছিলেন সরকারি চাকুরিজীবী। তার বাবার চাকুরি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্থানান্তরের কারণে জেমসকে বিভিন্ন জেলায় পড়াশোনা করতে হয়েছিল। সিলেটের ব্লু-বার্ড স্কুল থেকে তার পড়াশোনা শুরু হয় তার। এরপর ভর্তি হয়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলে। নীলফামারী ও সিরাজগঞ্জে কেটেছে তার কলেজজীবন। কলেজে থাকাকালীন তার মাথায় ঢোকে গানের পোকা। 

জেমসের পরিবারে কেউ গানের জগতে যুক্ত ছিলেন না। তাই জেমসকেও এই জগতে আসতে বারণ করেছেন চাননি বাবা-মা। কিন্তু জেমসের ছিল গানের জগতে আসার প্রতি তীব্র ইচ্ছা। আর এই ইচ্ছার কারণেই তাকে ঘর ছাড়তে হয়েছিল।  

ঘর ছাড়ার পর তার ঠিকানা হয়ে উঠে চট্টগ্রামের কদমতলীর মতিয়ার পুলের সেই আজিজ বোর্ডিংয়ের ৩৬ নম্বর কক্ষ। জেমস কোনো এক সাক্ষাৎকারে বলছিলেন, ‘আড্ডা, গান সব কিছুই আমার আজিজ বোর্ডিংয়েই হতো। সেই দিনগুলোর কথা আমার সব সময় মনে থাকবে।’ 

তবে তারকা হয়ে ওঠার পর তাকে আর কখনোই সেখানে যেতে হয়নি। এই নগর বাউল জেমসকে যেমন আজিজ বোর্ডিং পায়নি, পায়নি তার বাবা-মাও। গানের জগতে জেমসের সাফল্যের খবর যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই জেমসের বাবা-মা পৃথিবী ছেড়ে চলে যান। জেমস তার গানে তার বাবা-মাকে স্মরণ করেছেন সবসময়। গেয়েছেন তাদের নিয়ে বিভিন্ন গান। যেমন: ‘বাবা কত দিন দেখি না তোমায়...’, ‘সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো, পাবে দূর নক্ষত্র মাঝে...’।

গানের জগতে আনুষ্ঠানিকভাবে জেমসের আত্মপ্রকাশ ঘটে ১৯৮০ সালে। ‘ফিলিংস’ নামে ব্যান্ড গঠনের শধ্য দিয়ে। এই ব্যান্ডের হয়ে ‘স্টেশন রোড’ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন তিনি। সে সময় এই অ্যালবামের কিছু গান স্রোতাদের মাঝে সাড়া জাগায়। এর পরেই ‘অনন্যা’ শিরোনামে একটি একক অ্যালবাম বের করেন তিনি। যা তাকে সংগীত ইন্ডাস্ট্রিতে নিয়ে যায় অনন্য উচ্চতায়।

পরবর্তীতে ‘নগর বাউল’ নামে এক নতুন ব্যান্ড গঠন করেন জেমস। সেই থেকে শ্রোতাদের কাছেও তিনি ‘নগর বাউল’ নামে পরিচিত হয়ে উঠেন।

তার কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে, ‘আসবার কালে আসলাম একা’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘কবিতা..’, ‘আমার সোনার বাংলা’, ‘এক নদী যমুনা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘মীরাবাঈ’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম ইত্যাদি।

আজ ২ অক্টোবর এই কিংবদন্তির ৫৯তম জন্মদিন। শুভ জন্মদিন ‘নগর বাউল’ জেমস।

;

শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা



Mansura chamily
পূর্ণিমা

পূর্ণিমা

  • Font increase
  • Font Decrease

গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন চিত্র নায়িকা পূর্ণিমা। বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এর পর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা। যদিও ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন। এর পর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল।

তবে চলতি মাসের মাঝামাঝি আবারও কাজে ফেরার কথা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা। গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। সেই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের যুক্ত হয়েছেন।

চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

অভিনেত্রী পূর্ণিমা এ বিষয় বলেন, ‘সময় কাটিয়েছি নিজের মতো করে। হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কী না।’

এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার কাজও শেষ করেছেন। একই নির্মাতার ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

;

দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তবে চলতি মাসের মাঝামাঝিতে এক প্রসাধনী পণ্যের প্রতিষ্ঠানের ইনহাউজ পরিচালকের পরিচালনায় অনলাইন বিজ্ঞাপনের (ওভিসি) শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

ইচ্ছে থাকলেও চরিত্র পছন্দ না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে চাননি এ অভিনেত্রী। কয়েকমাস আগে ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিং করেছেন তিনি। এরপর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। 

গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। সেই প্রতিষ্ঠানের অনলাইন বিজ্ঞাপনে (ওভিসি) মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের যুক্ত হয়েছেন।


পূর্ণিমা বলেন, ‘নিজের মতো করে সময় কাটিয়েছি। হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। এরই মধ্যে এক প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি সময়েই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজে কাজ করা যায় কী না ভেবে দেখব।’

পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। একই নির্মাতার ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

;