নির্বাচনী প্রচারণায় নতুনত্ব, স্বস্তিতে নগরবাসী



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
পাশাপাশি বোর্ডে প্রার্থীদের পোস্টার, ছবি: বার্তা২৪.কম

পাশাপাশি বোর্ডে প্রার্থীদের পোস্টার, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নির্বাচন এলেই নগরীর চেহারা পাল্টে যায়। দু'চোখ যে দিকে যায়, শুধু পোস্টার আর পোস্টার। দেখে মনে হয় যেন পোস্টারের নগরী। কিছু দিন আগে শেষ হওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার ধরনের বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবুও থেমে থাকেনি পোস্টারিং।

এবার নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে বলা হয়েছে, নির্ধারিত জায়গায় প্রার্থীরা পোস্টার লাগাতে পারবেন, এর বাইরে নয়। এজন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এক বৈঠকে প্রস্তাব করে- প্রার্থীরা আচরণ বিধিমালায় বর্ণিত সংখ্যক অনুমোদিত স্থায়ী স্থাপনায় নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। ক্যাম্পগুলোতে প্রার্থীরা পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করতে পারবেন তারা। সিটি কর্পোরেশন আইনে অনুমোদিত ডেসিবেল মাত্রায় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে।

হারিকেন প্রতীকের প্রার্থীর পোস্টার, ছবি: বার্তা২৪.কম

এছাড়া নির্বাচনী আসনের ২১টি জায়গা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সব প্রার্থী সেখানে নিজ নিজ স্ট্যান্ড স্থাপন করে পোস্টার লাগাতে পারবেন। একেকটি জায়গায় পর্যায়ক্রমে সব প্রার্থী শব্দযন্ত্র ব্যবহার করে অচরণ বিধিমালায় বর্ণিত সময়কালে প্রচারণা চালাতে পারবেন।

ইসির ওই নির্দেশনার প্রতিফলন দেখা যাচ্ছে আসছে ঢাকা-১০ আসনের উপ নির্বাচনকে ঘিরে। ধানমন্ডিতে ইউনিমার্টের সামনের সড়কে ফুটওভার ব্রিজের পাশে ছয়জন প্রার্থীর জন্য ছয়টি বোর্ড দেওয়া হয়েছে। বোর্ডে প্রার্থীদের নাম ও রাজনৈতিক দলের নাম দেওয়া রয়েছে। সেই নির্দিষ্ট বোর্ডেই প্রার্থীর পোস্টার লাগানো হয়েছে। এক বোর্ডে আওয়ামী লীগের নৌকার পোস্টার তো আরেক বোর্ডে রয়েছে বিএনপির ধানের শীষের পোস্টার। একে অন্যের পোস্টার ছিঁড়ে ফেলার অপসংস্কৃতি থেকে বের হয়ে পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের এ যেন এক অনন্য নজির। যার ফলে রাস্তার ওলি-গলিতে পোস্টার দেখা যাচ্ছে না।

নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার, ছবি: বার্তা২৪.কম

পোস্টার বিহীন পরিচ্ছন্ন নগরীতে স্বস্তি প্রকাশ করে ধানমন্ডির বাসিন্দা আয়নাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ইসির এ কাজটি ভালো হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে যে হারে পোস্টার লাগানো হয়েছিল, তাতে ঢাকার পরিবেশ তো দূষিত হয়েছেই, পাশাপাশি আমাদের চলতেও কষ্ট হয়েছে। সব নির্বাচনে এ রকম নির্দেশনা থাকলে ভালো হবে।

বিএনপি প্রতীকের প্রার্থীর পোস্টার, ছবি: বার্তা২৪.কম

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ছয়জন প্রার্থীর সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে ইসি ওই নির্দেশনা জারি করে। শর্ত মেনেই গত ১ মার্চ থেকে পোস্টারিং শুরু করেছেন প্রার্থীরা।ঢাকা-১০ আসন উপ-নির্বাচনের ছয় প্রার্থী হলেন-আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।

শফিউল ইসলাম মহিউদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, আমরা অতীতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। পোস্টারে আকাশ দেখা যাবে না ফরওয়ার্ড লুকিং পলিটিক্স অতীতের ঘাটাঘাটি করছি, আমরা যদি জনদুর্ভোগ সৃষ্টি না করে জনসেবা করতে চাই তাহলে এটা সঠিক না। পোস্টারের জন্য আকাশ দেখা যাবে না, দূষণ করব, ড্রেনেজ বন্ধ হয়ে যাবে এটা ঠিক না। শব্দ দূষণের জন্য মাইকিং সীমিত। গাড়ি চলবে। কারফিউ ভাব হলে কি উৎসব মনে হয়? সেজন্য আমরা ৬ প্রার্থী মিলে করতে পেরেছি। এটা ভালো দিক। আইনে বাধা দেয় না কিন্তু আমরা চেয়েছি মানুষের কল্যাণের জন্য রাজনীতি। এধরনের জিনিসগুলো না থাকাই বাঞ্ছনীয় আমরা সেটাই করছি।

ডাব প্রতীকের প্রার্থীর পোস্টার, ছবি: বার্তা২৪.কম

বিএনপির শেখ রবিউল আলম বার্তা২৪.কম-কে বলেন, বিএনপি এটাকে পজেটিভলি দেখছে। নির্বাচনের নামে বা প্রচারের নামে ঢাকা শহরকে যেভাবে জঞ্জল তৈরি করা হয়। শব্দ দূষণ, পরিবেশ দূষণ করে নিয়ন্ত্রণহীনভাবে যার যেখানে ইচ্ছা মাইক বাজাচ্ছে। যেখানে ইচ্ছা পোস্টার লাগাচ্ছে সেটা তো কারো কাম্য না। একটা বাসযোগ্য শহরের জন্য এটা প্রয়োজন রয়েছে। এটাকে স্বাগত জানিয়েছি। যে বিধি বিধান দিয়েছে তা আমি মেনে চলছি ২১টা জায়গায় পোস্টার লাগানোর নির্দেশ দিয়েছে আমি সেই বিলবোর্ডে পোস্টার লাগিয়েছি। ব্যানার নিষিদ্ধ কিন্তু অনেকে দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর ব্যানার লাগিয়েছে। ইসিকে জানিয়েছি, উনারা বলছে আওয়ামী লীগ প্রার্থীকে সর্তক করব। কিন্তু এখনো ব্যানার দেখছি। বাকি সব ঠিক আছে। এটা ভালো পদ্ধতি।

পোস্টার বিহীন সড়ক

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করতে শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি শূন্য হয়।ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন। আসটিতে মোট ১১৭টি ভোটকেন্দ্রে ৭৩৪টি ভোটকক্ষ রয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেবেন বিএনপি প্রার্থী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর।

বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর।

  • Font increase
  • Font Decrease

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় তিনি আগারগাঁও প্রধান নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় এস.এম. জাহাঙ্গীরের সঙ্গে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

;

বাধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন বিএনপি প্রার্থী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

  • Font increase
  • Font Decrease

প্রতিপক্ষের নানা বাধা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। প্রতিদিনই বিশাল কর্মী বাহিনী নিয়ে ভোটারদের দ্বারে ঘুরছেন তিনি।

বাণিজ্যিক এলাকার দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আবাসিক এলাকা ও নিম্ন আয়ের মানুষের আবাসস্থল বস্তিবাসীর কাছেও যাচ্ছেন বিএনপি প্রার্থী। তিনি যেখানেই যাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ নেমে আসছে তার নির্বাচনী প্রচারণায়।

এ সময় গৃহবধূ, শিক্ষার্থী ও শিশুরা হাত নেড়ে শুভেচ্ছা জানায় বিএনপি প্রার্থীকে। প্রতিউত্তরে সালাহউদ্দিন আহমেদও হাত নেড়ে জবাব দেন।

শনিবার (১০ অক্টোবর) বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ যাত্রাবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের আর কে চৌধুরী কলেজ গলি, ৪৯ নম্বর ওয়ার্ডের সুতি খালপাড় ও ৫০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর গলিতে গণসংযোগকালে এসব কথা জানান।

এ সময় কয়েক কিলোমিটার পায়ে হেঁটে ভোটারদের কাছে যান বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

সরকার দলীয় প্রার্থীর এক বক্তব্যের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, মনু সব সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। এমনকি নির্বাচনকে সামনে রেখে কারাগারে আটক কয়েকজন সন্ত্রাসীকে মুক্ত করে আনা হয়েছে ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী প্রার্থী এলাকার শিল্পপতিসহ নানাজনের কাছে চাঁদা দাবি করেছে বলে অনেকেই আমাকে জানিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছে না। নির্বাচনী দায়িত্বে থাকা কিছু ম্যাজিস্ট্রেট বিনা কারণে আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

তাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, আপনারা জনগণের ট্যাক্সে লালিত-পালিত। তাই জনগণের পক্ষে থাকুন। তা থাকতে ব্যর্থ হলে ও ঢাকা-৫ উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমেদ।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন- মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহসভাপতি আনোয়ার হোসেন সরদার, যুগ্ম সম্পাদক মাসুম দেওয়ান, যাত্রাবাড়ী যুবদলের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মধু, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শান্ত ইসলাম, জুম্মন, যাত্রাবাড়ী থানা জাসাসের আহ্বায়ক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকদলের থানা আহ্বায়ক আলাউদ্দিন মানিক ও নারীদের থানা সভানেত্রী মাসুদা খান লতাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

;

বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে হামলা, ভাঙচুর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে।

  • Font increase
  • Font Decrease

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে। এতে সালাহউদ্দিন অক্ষত থাকলেও হামলায় গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচনী গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে।

সালাহউদ্দিন আহমেদ জানান, ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে অতর্কিত হামলা চালিয়ে তার গাড়ির গ্লাস ভেঙে ফেলে।

নির্বাচনী প্রচারণায় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর এক বক্তব্যের সমালোচনা করে বিএনপি প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। রাজনীতি ও এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে কোনো ধারণা নাই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালান, আবার আমার গণসংযোগে হামলাও করেন।’

তিনি বলেন, ‘আমি সালাহউদ্দিন আহমেদ এই এলাকার তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। এ এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে। আমার প্রচারণায় অতর্কিত হামলা করে এ এলাকার জনগণের মনে আঘাত করেছেন তিনি। একই সঙ্গে রাজনীতিতে তার নাবালকতার পরিচয় দিয়েছেন।’

এর আগে ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি।

;

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন মনিরুল



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

  • Font increase
  • Font Decrease

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মনিরুল ইসলাম মনু হলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া আনোয়ার হোসেন হেলাল হলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ওবায়দুল কাদের বলেন, ‘গত ৩০ আগস্ট গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারপারসন ও দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

অপরদিকে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ নির্বাচনী আসনটি খালি হয়। এছাড়া সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি। এ কারণে এখন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে চলছে উপনির্বাচনের প্রস্তুতি। 

;