দেশের মানুষের উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রয়োজন: উপাচার্য
-
-
|
![ছবি: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Dec/12/1734012001430.jpg)
ছবি: বার্তা২৪.কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, দেশের মানুষের উন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার অপরিহার্য। মানবসম্পদের উন্নয়নের লক্ষ্যে প্রথমে এই দুটি স্তরের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। তবেই উন্নত দেশগুলোর মতো অগ্রসর হতে পারবে আমাদের সমাজ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব: সরকারের উপর একটি অধ্যয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের আটটি কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ সেমিনারটি আয়োজন করা হয়। আলোচনার সময় উপাচার্য শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করার সময় এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় কয়েকটি মৌলিক পরিবর্তন আসছে। আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু হবে। পাশাপাশি, যে সব প্রতিষ্ঠানে পাশের হার ৯৮ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকবে না, সেগুলোকে মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হবে। দেশের আইন কলেজগুলোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতেও মনিটরিং সিস্টেম চালু করা হবে।”
তিনি আরও জানান, “প্রতিটি জেলায় একটি মনিটরিং টিম গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব টিম সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কাজ করবে। মনিটরিং কমিটি কলেজে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।”
সঠিক শিক্ষার জন্য দক্ষ শিক্ষক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, “শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য আগামী বাজেটে তাদের বেতন-ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সভাপতি এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ সামসুল হক, সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া, জয়পুরহাট সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম।