সেরা অনলাইন পারফর্মার হলেন রাজবাড়ীর শাহীন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
মুহাম্মদ শাহীন আল মাসুদ

মুহাম্মদ শাহীন আল মাসুদ

  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের কথা চিন্তা করে করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনলাইনে পাঠদান অব্যাহত রেখে সারা দেশের মধ্যে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ।

জানা যায়, করোনাকালে তিনি করোনা আক্রান্ত হয়েও বিদ্যালয়ের শিশুদের অনলাইন পাঠদানে যুক্ত রাখার প্রয়াস অব্যাহত রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় শিক্ষকদের সবচেয়ে বড় পোর্টাল শিক্ষক বাতায়ন তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন। তার এই কর্মস্পৃহা শিক্ষাক্ষেত্রকে
আরো বেগবান ও গতিশীল করবে বলে মনে করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, মুহাম্মদ শাহীন আল মাসুদ করোনাকালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রথম অনলাইন স্কুল “বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক” নিজ উপজেলায় “বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুল” এবং “রাজবাড়ী অনলাইন স্কুল”-এর তিনি এডমিন। এছাড়াও তিনি রাজবাড়ী জেলার (ICT4E) এর অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্বপালন করছেন।

রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি প্রথম সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন। এর আগে ২০১৭ সালে মুহাম্মদ শাহীন আল মাসুদ সেরা কন্টেন্ট নির্মাতাও নির্বাচিত হয়েছেন। তার সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় রাজবাড়ী জেলা তথা বালিয়াকান্দি উপজেলার শিক্ষক সমাজের গৌরব হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বার্তা২৪.কমকে বলেন, আমার এই বিদ্যালয়ের ৭ জন শিক্ষক ডিজিটাল কন্টেন্ট এর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যার ফলে বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হয়ে থাকে। বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আশা করছি ভবিষ্যতে তিনি আরো ভাল করবেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছ থেকে উপজেলা পর্যায়ে সেরা পারফর্মার হিসাবে সম্মাননা সনদ ও ক্রেস্ট নিচ্ছেন শাহীন আল মাসুদ

সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় মুহাম্মদ শাহীন আল মাসুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল বার্তা২৪.কমকে বলেন, রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি প্রথম সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন। এজন্য আমরা খুবই গর্বিত। তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

শাহীন আল মাসুদ বার্তা২৪.কমকে বলেন, ২০১২ সালে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ খোরশেদ আলম স্যারের নিদের্শে অ্যাডভান্স আইসিটি কোর্সে ১২ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করি। প্রশিক্ষণের পরই আমি নিয়মিত শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড, ডাউনলোড করি। এছাড়াও আমি ২০১৪ সাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ এ ইংরেজি বিষয়ে টেস্ট আইটেম ডেভেলপার হিসেবে কাজ করছি।

করোনাকালীন সময়ে আমি নিয়মিত অনলাইনে পাঠদান করেছি। গুগল মিটে ক্লাস নিয়েছি। আমি মনে করেছি যদি একজন শিক্ষার্থীও উপকৃত হয় তাহলেই আমার পরিশ্রম সার্থক। এ সময় তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) এই পুরস্কার আমার আগামী দিনের কাজকে আরও বেশি উৎসাহ যোগাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী শিক্ষক বাতায়নে ২০২১ সালের মধ্যে ৯ লাখ শিক্ষক অন্তর্ভুক্ত হবেন। ইতিমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসা মিলিয়ে প্রায় ৬ লাখ শিক্ষক অন্তর্ভুক্ত হয়েছেন। যারা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়েছেন তাদের ক্লাসগুলো বাতায়নে প্রতিদিন আপলোড হয়ে থাকে। আপলোডকৃত কন্টেন্ট থেকে কনটেন্ট এর মান অনুযায়ী সেরা অনলাইন পারফর্মার নির্বাচন করা হয়।

   

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীম ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

এদিকে বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত।

উল্লেখ্য, ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শেষ হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। তাপ প্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো।

;

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিলম্ব ফি ছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২৬ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

রোববার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবে। ফি পরিশোধ করা যাবে ৬ মে। বিলম্ব ফি সহ ফরম পূরণ করা যাবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১৩ মে। ‘সোনালি সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ ১৩ মে পর্যন্ত পুনর্নির্ধারিত করা হলো।

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩০ জুন।

 

;

তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
তীব্র তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

এর আগে একই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।  

 

;

তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশজুড়ে চলমান তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দফতরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদফতরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল যথারীতি খুলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র গরমের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এর আগে, দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ৭২ ঘণ্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

;