বোয়িংয়ের শেয়ারের দর বৃদ্ধি: কর্মীদের ধর্মঘটের অবসানের আশা
বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের শেয়ার দর বৃদ্ধিতে এর কর্মীদের বেতন বৃদ্ধি এবং সেইসঙ্গে কর্মীদের লাগাতার ধর্মঘটের অবসানের আশা প্রকাশ করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
শনিবার (২ নভেম্বর) বোয়িংয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এখবর জানায়।
খবরে বলা হয়, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের দর ৩.৫ শতাংশ বৃদ্ধি পায়।
এতে করে কোম্পানিটি আশা করছে, এর কর্মীরা ৪০ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবিতে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে যে লাগাতার ধর্মঘট চালিয়ে আসছেন, তার অবসান ঘটবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে সক্ষম হবে।
সোমবার (৪ নভেম্বর) প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ৩৮ শতাংশ বৃদ্ধির ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ বছর ধরে বোয়িং-এর কর্মীরা ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করে আসছেন।
এর আগে ৩৫ শতাংশ বেতন কাঠামো বৃদ্ধির প্রস্তাবের ওপর ১২ সেপ্টেম্বর ও ২৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু দুইবারই কর্মীরা তা প্রত্যাখ্যান করেন। তবে বোয়িং এবার আশা করছে, সোমবারের ভোটে কর্মীরা ইতিবাচক ভোট দেবেন।
জানা যায়, অধিকাংশ কর্মী এই প্রস্তাবকে সমর্থন জানালেও কেউ কেউ এখনো বেতন কাঠামো ৪০ শতাংশ বৃদ্ধির দাবিতে অনড় রয়েছেন।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় কারখানার ৩৩ হাজার কর্মী ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘট চালিয়ে আসছেন। এতে করে বোয়িং কোম্পানি লোকসানের মুখোমুখি হওয়া ছাড়াও অনেক উড়োজাহাজ সরবরাহ করতে পারছিল না।
বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) কেলি ওর্টবার্গ শুক্রবার (১ নভেম্বর) কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবার কর্মীদের উচিত ব্যবসাকে পুনর্প্রতিষ্ঠা এবং বিশ্বে সর্বসেরা উড়োজাহাজ সরবরাহ করা।