নরসিংদীতে বুধবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বুধবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বুধবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখী স্পিনিং, কারার চর, শিবপুর, ও সংলগ্ন এলাকায় সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞাপন

উল্লিখিত এলাকার পাশাপাশি আশপাশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস গ্যাস জানিয়েছে, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন, নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর নরসিংদী হতে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে ‍দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।